CSK Jersey Tribute: ভারতীয় সেনাকে সম্মান জানাতে ধোনিদের জার্সিতে জংলা ছাপ
হলুদ জার্সিতে এবার রয়েছে অভিনবত্ব। জার্সির কাঁধের কাছে রয়েছে বিশেষ নকশা।
চেন্নাই: আগামী ৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে আইপিএল। ১০ তারিখ আইপিএল ২০২১ অভিযান শুরু করবে চেন্নাই সুপার কিংসের। চেন্নাইয়ে ইতিমধ্যেই চলছে দলের প্রস্তুতি শিবির। নেটে চেনা ছন্দে দেখা যাচ্ছে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে। বুধবার তিনি উন্মোচন করলেন সিএসকে-র নতুন জার্সি।
হলুদ জার্সিতে এবার রয়েছে অভিনবত্ব। জার্সির কাঁধের কাছে রয়েছে বিশেষ নকশা। ভারতীয় সেনাবাহিনীর জলপাই রঙের পোশাকের ডিজাইন থাকছে ধোনিদের জার্সিতে। শোনা যাচ্ছে, এই ভাবনা মহেন্দ্র সিং ধোনিরই মস্তিষ্কপ্রসূত। জার্সিতে দলের স্পনসরের লোগো রয়েছে। তার উপরে বাঁ দিকে যেখানে দলের লোগো থাকে তার ঠিক উপরে রয়েছে তিনটি তারা। চেন্নাই সুপার কিংস তিনবার আইপিএল জিতেছে সেটা বোঝাতেই এই তিন তারার অবস্থান। ভারতীয় ক্রিকেট দলের জার্সিতেও এমন তারা দেখা যায়।
চেন্নাই মালিক এন শ্রীনিবাসন স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, চেন্নাই সুপার কিংস থেকে মহেন্দ্র সিং ধোনিকে আলাদা করা সম্ভব নয়। সেই ছাপ সিএসকের নতুন জার্সিতেও। আইপিএল ২০২১-এর জন্য নতুন যে জার্সি তৈরি করেছে সিএসকে, তার নকশাতেও ধোনির বড়সড় প্রভাব রয়েছে। আসলে চেন্নাইয়ের জার্সিতে রয়েছে জংলা ছাপ, যা সেনাবাহিনীর কথাই মনে করায়। মহেন্দ্র সিং ধোনি যে টেরিটোরিয়াল আর্মির সাম্মানিক লেফটেন্যান্ট কর্নেল, সেটা মাথায় রেখেই সিএসকে এমন পদক্ষেপ নিয়েছে বলে খবর।
জানা গিয়েছে, ২৬ মার্চ আইপিএল খেলতে মুম্বই পাড়ি দেবে চেন্নাই সুপার কিংস। এবার কোনও দলই ঘরের মাঠে খেলতে পারবে না। নিয়ম মেনে কোয়ারেন্টিন-পর্ব কাটিয়ে শুরু হবে জোরকদমে অনুশীলন। ধোনি সকালে ইন্ডোরের পাশাপাশি বিকেলে নেটে অনুশীলন করছেন নিজেকে পুরোদমে আইপিএলের জন্য প্রস্তুত রাখতে। সমর্থকদেরও দলের জন্য প্রস্তুত হওয়ার বার্তা দিয়েছেন চেন্নাই অধিনায়ক। প্রথম ম্যাচে ধোনিদের প্রতিপক্ষও পৌঁছে গিয়েছে মুম্বইয়ের হোটেলে। দিল্লি ক্যাপিটালস দলের ক্রিকেটাররা ইশান্ত শর্মা, অমিত মিশ্র, উমেশ যাদবরা পৌঁছে গিয়েছেন। ৩০ মার্চ অবধি তাঁদের কোয়ারেন্টিনে কাটাতে হবে।