IPL 2021 Phase 2: আইপিএলের দ্বিতীয় পর্ব থেকে নাম তুলে নিলেন বেয়ারস্টো, ওকস, মালান
IPL 2021 Phase 2: টুর্নামেন্টে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেন বেয়ারস্টো, পঞ্জাব কিংসের হয়ে খেলেন ডেভিড মালান ও দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেন ক্রিস ওকস।
আমিরশাহি: আইপিএলের দ্বিতীয় পর্ব থেকে নাম তুলে নিলেন তিন ইংরেজ ক্রিকেটার। ইংল্যান্ডের ক্রিস ওকস, জনি বেয়ারস্টো ও ডেভিড মালান নাম তুলে নিলেন আমিরশাহিতে হতে চলা আইপিএলের দ্বিতীয় পর্ব থেকে। টুর্নামেন্টে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেন বেয়ারস্টো, পঞ্জাব কিংসের হয়ে খেলেন ডেভিড মালান ও দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেন ক্রিস ওকস।
পঞ্চম টেস্টে করোনা আতঙ্কের জেরে খেলা হয়নি। ইসিবি ও বিসিবির মধ্যে এই নিয়েই দূরত্ব তৈরি হয়। ভারতীয় টিম ম্যানেজম্যান্টের দিকে আঙুল তোলে ইসিবি। ব্যক্তিগত কারণ দেখালেও, সূত্রের খবর পিছিয়ে থাকা ইংল্য়ান্ড টিম কোনওভাবেই ওল্ড ট্র্যাফোর্ড ম্যাচ হাতছাড়া করতে চায়নি। তাই ক্ষুব্ধ হয়ে আইপিএলেও খেলতে রাজি নয় তাঁরা। এরমধ্য়েই পঞ্জাব কিংসে মালানের পরিবর্ত হিসেবে প্রোটিয়া ওপেনার এইডেন মার্করামকে দলে নিয়েছে।
এক বিবৃতিতে পঞ্জাব কিংস জানিয়েছে, 'ডেভিড মালানের পরিবর্ত হিসেবে এইডেন মার্করামকে দলে নেওয়া হয়েছে। মালান টি-টোয়েন্টি বিশ্বকাপ ও অ্যাশেজের আগে পরিবারের সঙ্গে সময় কাটাতে চাইছেন।' গত মাসেই পঞ্জাব কিংস শিবিরে ধাক্কা এসেছিল প্রথম। আমিরশাহিতে যেতে নারাজ দলের অন্যতম তারকা পেসার জাই রিচার্ডসন। অজি এই পেসার আমিরশাহিতে যেতে চাইছেন না। তাঁর সঙ্গে তালিকায় রয়েছেন আরও এক পেসার রিলি মেরিডিথ। তবে শেষ মুহূর্তে বিকল্প হিসেবে নবাগত তরুণ পেসার নাথান এলিসকে দলে নিয়েছে কিংসরা। চলতি বছরের শুরুতেই রিচার্ডসন ও মেরিডিথকে মোটা অঙ্কের বিনিময় নেওয়া হয়েছিল। আইপিএলের প্রথম লেগে ২ জনই মাঠেও নেমেছিলেন। রিচার্ডসনকে ১৪ কোটি টাকার বিনিময় কিনেছিল পঞ্জাব। যেখানে মেরিডিথ ৮ কোটি টাকার বিনিময় এসেছিলেন পঞ্জাবে। জাই রিচার্ডসনের বদলি হিসেবে আদিল রশিদকে দলে নিয়েছিল পঞ্জাব।
বেয়ারস্টোর না থাকার বিষয়ও নিশ্চিত করেছে সানরাইজার্স হারদরাবাদ ডিপার্টমেন্ট। তবে তাঁর বিকল্প হিসেবে কাউকে এখনও খুঁজে পায়নি অরেঞ্জ ব্রিগেড। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে চলেছে আইপিএলের দ্বিতীয় পর্ব।