IPL 2021 Phase 2: আইপিএলে খেলতে দুবাইয়ে পন্থ, অশ্বিন, রাহানেরা, থাকতে হবে কোয়ারেন্টিনে
IPL 2021 Phase 2: সেই তালিকায় রয়েছেন ঋষভ পন্থ, রবিচন্দ্রন অশ্বিন, অজিঙ্ক রাহানে, ইশান্ত শর্মা, অক্ষর পটেল, পৃথ্বী শ ও উমেশ যাদব। রবিবার সকালেই তাঁরা দুবাইয়ে পা রাখেন।
দুবাই: আইপিএলে অংশ নিতে একে একে আসতে শুরু করেছেন ক্রিকেটাররা। দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলার জন্য দুবাইয়ে পৌঁছে গেলেন ভারতীয় দলের তারকা ক্রিকেটাররা। সেই তালিকায় রয়েছেন ঋষভ পন্থ, রবিচন্দ্রন অশ্বিন, অজিঙ্ক রাহানে, ইশান্ত শর্মা, অক্ষর পটেল, পৃথ্বী শ ও উমেশ যাদব। রবিবার সকালেই তাঁরা দুবাইয়ে পা রাখেন। দিল্লি ক্যাপিটালসের তরফে ট্যুইটারে সেই ছবি পোস্ট করা হয়েছে।
আইপিএলের নিয়ম অনুযায়ী এবার সব ক্রিকেটারকেই জৈব সুরক্ষা বলয়ের মধ্যে থাকতে হবে। ৬ দিনের জন্য তাঁদের প্রত্যেককেই কোয়ারেন্টিনে থাকতে হবে। এই সময়ের মধ্যে ক্রিকেটারদের তিনবার কোভিড টেস্ট করা হবে। তিনবারই যদি নেগেটিভ রিপোর্ট আসে, তবেই একমাত্র প্লেয়াররা দিল্লি ক্যাপিটালস শিবিরে অনুশীলনে যোগ দিতে পারবেন। এর আগে যারা পৌঁছে গিয়েছিলেন। তাঁরাও একই পদ্ধতিতে থাকার পর অনুশীলনে নেমেছিলেন।
Statement from Delhi Capitals:
— Delhi Capitals (@DelhiCapitals) September 12, 2021
The Delhi Capitals players who were part of the Indian squad for the Test series against England landed in Dubai safely on Sunday, 12 September 2021 for the second half of the VIVO IPL 2021.#YehHaiNayiDilli #IPL2021 @SofitelDXBPalm [1/3] pic.twitter.com/nYBqd21QS4
রবিবার দিল্লি ক্যাপিটালসের তরফে ট্যুইটারে ভারতীয় ক্রিকেটারদের ছবি পোস্ট করা হয়। সেখানে ক্যাপশনে লেখা হয়. 'দিল্লি ক্যাপিটালসের হয়ে আমাদের তারকা প্লেয়াররা যারা ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজে দলে ছিলেন তাঁরা দুবাইয়ে নিরাপদভাবে এসে পৌঁছেছেন। আইপিএলের দ্বিতীয় পর্বের জন্য তাঁরা খেলবেন।' এরপরই আরও একটি ছবি পোস্ট করে লেখা হয়েছে, 'আইপিএলের নিয়ম অনুযায়ী প্লেয়াররা ৬ দিনের জন্য কোয়ারেন্টিনে থাকবেন। এরপরই প্লেয়াররা দিল্লি ক্যাপিটালসের অনুশীলনে যোগ দিতে পারবেন।'
আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলা ক্রিস ওকস এবার টুর্নামেন্টের দ্বিতীয় পর্ব থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। তাঁর বদলি এরমধ্যেই খোঁজা শুরু করে দিয়েছে দিল্লি ফ্র্যাঞ্চাইজি। আগামী ২২ সেপ্টেম্বর সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে আইপিএলের দ্বিতীয় পর্বে প্রথম ম্যাচে খেলতে নামবে দিল্লি ক্যাপিটালস।