Ganesh Chaturthi 2021: গণেশ চতুর্থীতে মোদক বানিয়ে তাক লাগিয়ে দিলেন সচিন-পুত্র
Arjun Tendulkar: গণেশ চতুর্থীর দিন বাণিজ্যনগরী জমজমাট। আর তিনি রয়েছেন দেশের বাইরে। সংযুক্ত আরব আমিরশাহিতে। আইপিএলের প্রস্তুতিতে মগ্ন। তবে মরুদেশেও গণেশ চতুর্থীর উৎসবে মাতলেন অর্জুন তেন্ডুলকর।
দুবাই: তিনি মুম্বইয়ের বাসিন্দা। গণেশ চতুর্থীর দিন বাণিজ্যনগরী জমজমাট। করোনাকালে সমস্ত বিধিনিষেধ মেনেই চলছে গণেশ আরাধনা। আর তিনি রয়েছেন দেশের বাইরে। সংযুক্ত আরব আমিরশাহিতে। আইপিএলের প্রস্তুতিতে মগ্ন। তবে মরুদেশেও গণেশ চতুর্থীর উৎসবে মাতলেন অর্জুন তেন্ডুলকর (Arjun Tendulkar)। নিজে হাতে বানালেন মোদক।
মুম্বই ইন্ডিয়ান্সের তরফে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, গণেশ চতুর্থীর বিখ্যাত মিষ্টি মোদক বানাচ্ছেন অর্জুন। সঙ্গে রয়েছেন ধবল কুলকার্নি, আদিত্য তারে। তিনজনই মুম্বইয়ের ক্রিকেটার। এভাবেই বিসেষ এই দিনটি পালিত হল মুম্বই ইন্ডিয়ান্স ক্যাম্পে।
মুম্বই ইন্ডিয়ান্সের পেসার অর্জুন এখন সংযুক্ত আরব আমিরশাহিতে অনুশীলনে ডুবে রয়েছেন। নিজের বোলিংয়ের উপর বিশেষ নজর দিচ্ছেন। প্র্যাকটিস সেশনে নিজের ইয়র্কারের উপর বাড়তি গুরুত্ব দিচ্ছেন। যা মুম্বই ইন্ডিয়ান্সের অনুশীলন দেখলেই স্পষ্ট হয়ে যাবে। তিনি দক্ষিণ আফ্রিকার মার্কো জ্যানসেনের সঙ্গে ইয়র্কারের লড়াইয়ে নেমেছিলেন।
গণেশ বন্দনায় মেতেছেন তারকারাও। মুম্বইয়ে নিজের বাড়িতে সিদ্ধিদাতার আরাধনায় মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরও। নিজে হাতে ফুলের মালা দিয়ে সাজালেন আরাধ্য দেবতার মূর্তি। তত্ত্বাবধান করলেন তাঁর মা রজনী তেন্ডুলকর।
সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও পোস্ট করলেন কিংবদন্তি ক্রিকেটার। সঙ্গে লিখলেন, 'গণেশ চতুর্থীর পুণ্য লগ্নে গণপতি ও বাড়ির অন্যান্য আরাধ্য দেবতার মূর্তি ফুল দিয়ে সাজালাম। মা দেখাশোনা করল। গণপতি বাপ্পা মোরিয়া।'
বারো মাসে তেরো পার্বণ বাঙালির। সেই পার্বণের পাশাপাশি, বাংলাতেও বড়সড় উত্সবের জায়গা করে নিয়েছে গণেশ পুজো। শারদোৎসবের মাসখানেক আগেই আসছেন গণপতি। করোনা আবহে ক্যালেন্ডার মেনে এসে পড়েছে গণেশ চতুর্থী। গণপতি বাপ্পাকে নিয়ে উন্মাদনার শেষ নেই আরব সাগরের তীরে। গঙ্গাপাড়ের কলকাতাতেও এখন জমজমাট সেই উৎসব। তবে আসমুদ্রহিমাচলে এবার গণপতি উৎসব হচ্ছে করোনা বিধি মেনে। বাইরে জমায়েত করতে বারবার মানা করা হচ্ছে প্রশাসনের তরফে।
গণেশ চতুর্থীতে দেশের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি লেখেন , 'আপনাদের সবাইকে গণেশ চতুর্থীর শুভেচ্ছা। এই শুভ অনুষ্ঠান সবার জীবনে সুখ, শান্তি, সৌভাগ্য এবং সুস্বাস্থ্য বয়ে আনুক। গণপতি বাপ্পা মোরিয়া!'