IPL 2021:সংযুক্ত আরব আমিরশাহীতেই হবে ১৪ তম আইপিএলের বাকি ম্যাচগুলি, জানাল বিসিসিআই
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এর ১৪ তম মরশুমের বাকি ম্যাচগুলি নিয়ে যাবতীয় জল্পনার অবসান। বিসিসিআই টুর্নামেন্টের বাকি ম্যাচগুলি সংযুক্ত আরব আমিরশাহীতে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে।
নয়াদিল্লি: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এর ১৪ তম মরশুমের বাকি ম্যাচগুলি নিয়ে যাবতীয় জল্পনার অবসান। বিসিসিআই টুর্নামেন্টের বাকি ম্যাচগুলি সংযুক্ত আরব আমিরশাহীতে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। শনিবার বিসিসিআইয়ের বৈঠকে আইপিএল ভারত থেকে সরিয়ে সংযুক্ত আরব আমিরশাহীতে আয়োজনের ব্যাপারে ঐক্যমত হয়েছে। বিসিসিআই সহ সভাপতি রাজীব শুক্লা এ কথা জানিয়েছেন।
উল্লেখ্য, করোনার বিরুদ্ধে বায়ো-বাবল টপকে সংক্রমণের কারণে ভারতে এই টুর্নামেন্ট মাঝপথেই স্থগিত করে দেওয়া হয়েছিল। এরপর থেকেই টুর্নামেন্টের ভবিষ্যত নিয়ে জল্পনা চলছিল। জল্পনা চলছিল, গত টুর্নামেন্টের মতো এবারের টুর্নামেন্টের বাকি ম্যাচগুলি মরু দেশে আয়োজন করা হতে পারে। কিন্তু এই সব জল্পনা সম্পর্কে এতদিন বিসিসিআই কোনও মন্তব্য করেনি। শনিবার আইপিএলের ভবিষ্যত নিয়ে বোর্ড একটি বৈঠক ডেকেছিল। গত বছরের সাফল্যের কথা মাথায় রেখে এবারের টুর্নামেন্টের বাকি ৩১ ম্যাচ আয়োজনের স্থান হিসেবে সংযুক্ত আরব আমিরশাহীকেই বেছে নেওয়া হয়েছে।
উল্লেখ্য, ১৪ তম আইপিএলের শুরু হয়েছিল ৯ এপ্রিল। ওই দিন মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংসের মধ্যে ম্যাচ দিয়ে টুর্নামেন্টের সূচনা হয়েছিল। এরপর ২৫ দিন পর্যন্ত বিসিসিআই সাফল্যের সঙ্গে টুর্নামেন্ট আয়োজন করতে পেরেছিল। কিন্তু এরপর দলগুলি দিল্লি ও আমেদাবাদে পৌঁছনোর পৌঁছনোর পর এক সঙ্গে কয়েকজন খেলোয়াড় করোনা আক্রান্ত হন। এরপর টুর্নামেন্ট স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় বিসিসিআই।
প্রথমে দুটি ম্যাচ পিছিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু শেষপর্যন্ত গত ৩ মে আইপিএলের ১৪ তম সিজন স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। বোর্ডের পক্ষ থেকে এরপর জানানো হয়েছিল যে, বাকি টুর্নামেন্ট আয়োজনের ব্যাপারে অন্য কোনও উপায় খতিয়ে দেখা হবে।
১৪ তম সিজনে লিগ রাউন্ড ও প্লেঅফে মোট ৬০ ম্যাচ খেলা হওয়ার কথা। টুর্নামেন্ট স্থগিত হওয়া পর্যন্ত ২৯ ম্যাচ হয়েছিল। এরপর বাকি ৩১ ম্যাচ সংযুক্ত আরব আমিরশাহীকে খেলা হবে।
টুর্নামেন্টের বাকি ম্যাচগুলি খেলা না হলে বোর্ডের প্রায় ৩ হাজার কোটি টাকা লোকসান হবে বলে খবর। এদিন যদিও টুর্নামেন্ট আয়োজনের দিনক্ষণ ঘোষণা করা হয়নি। যে তথ্য জানা গেছে, তা অনুসারে ১৮ সেপ্টেম্বর থেকে ১০ অক্টোবরের মধ্যে আইপিএলের বাকি ম্যাচগুলির আয়োজন হতে পারে।