IPL 2022, KKR vs RCB: আজ প্রথম একাদশে বদল আসতে পারে কেকেআরের, সুযোগ পেতে পারেন এই তারকা বিদেশি
IPL 2022, KKR vs RCB: আইপিএলের যাত্রা দারুণভাবে শুরু করেছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। বল হাতে উমেশ যাদব, শিভম মাভি, আন্দ্রে রাসেলদের চমকদার পারফরম্যান্স প্রথম ম্যাচেই।
মুম্বই: প্রথম ম্য়াচে দুর্দান্ত জয় এসেছে। নতুন জার্সি, নতুন অধিনায়ক, নতুন দল নিয়ে ১৫ তম আইপিএলের যাত্রা দারুণভাবে শুরু করেছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। বল হাতে উমেশ যাদব (Umesh Yadav), শিভম মাভি, আন্দ্রে রাসেল, সুনীল নারাইনদের চমকদার পারফরম্যান্স দেখা গিয়েছে প্রথম ম্যাচেই। ব্যাট হাতেও ওপেনিংয়ে রাহানে-ভেঙ্কটেশ জুটিও নজর কেড়েছে। রাহানে কলকাতার জার্সিতে প্রথম ম্যাচেই ৪৪ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন। আজ আরসিবির বিরুদ্ধে মাঠে নামতে চলেছে কেকেআর। আর নিজেদের দ্বিতীয় ম্যাচে কিছু বদল প্রথম একাদশে করতে পারে টিম ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে প্রথম একাদশে ঢুকে পড়তে পারেন এক তারকা বিদেশি।
এক নজরে আজকের কেকেআরের প্রথম একাদশ কেমন হতে পারে
ভেঙ্কটেশ আইয়ার, অজিঙ্ক রাহানে, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), নীতিশ রানা, স্যাম বিলিংস/মহম্মদ নবি, শেলডন জ্যাকসন, আন্দ্রে রাসেল, সুনীল নারাইন, উমেশ যাদব, টিম সাউদি, বরুণ চক্রবর্তী
আগের ম্যাচে খেলেছিলেন স্যাম বিলিংস। কিন্তু আরসিবির বিরুদ্ধে মহম্মদ নবিকে খেলানো হতে পারে। তাঁর অলরাউন্ড ক্ষমতাই নবিকে প্রথম একাদশে সুযোগ পাওয়ার অন্যতম দাবিদার করে তুলেছ। বিলিংস আগের ম্যাচে ব্যাট হাতে কিছু রান পেলেও উইকেট কিপার হিসেবে তাঁকে খেলাচ্ছে না কলকাতা শিবির। শেলডন জ্যাকসনকে প্রথম একাদশে উইকেট কিপার ব্যাটার হিসেবে খেলছেন। ফলে নবিকে খেলালে টিম ম্যানেজমেন্ট একজন বোলারও পেয়ে যাচ্ছে। আবার টিম সাউদিও অনুশীলনে ফিরেছেন। তাঁকেও প্রথম একাদশে দেখা যেতে পারে। সেক্ষেত্রে মাভিকে বসিয়ে কিউয়ি পেসারকে খেলানো হতে পারে।
আরসিবি তাদের প্রথম ম্যাচে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে গেরে গিয়েছে বোর্ডে বড় রান তুলেও। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে প্রথম ম্যাচে বোর্ডে ২০৫ রান তুলে নিয়েছিল আরসিবি। কিন্তু সেই রান তাড়া করতে নেমে ম্যাচ জিতে নেয় পাঞ্জাব। তবে আরসিবির অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচেই ব্যাট হাতে ঝোড়ো ইনিংস খেলেছেন ফাফ ডু প্লেসি। ৮৮ রানের দুরন্ত ইনিংস খেলেছেন তিনি। বিরাট কোহলি, দীনেশ কার্তিকও রান পেয়েছেন। তবে বোলিং ডিপার্টমেন্ট নিয়ে ভাবতে হবে আরসিবিকে। বিশেষ করে ডেথ ওভার স্পেশালিস্ট হিসেবে প্রথম ম্যাচে কাউকে সেভাবে পাওয়া যায়নি।