Lucknow IPL Franchise: লখনউ ফ্র্যাঞ্চাইজিতে রাহুল, আমদাবাদে হার্দিক, খবর সূত্রের
IPL 2022: আগামী মাসে আইপিএল-এর নিলাম। তবে তার আগেই দল গোছাতে শুরু করে দিয়েছে নতুন দুই ফ্র্যাঞ্চাইজি লখনউ ও আমদাবাদ। সূত্রের খবর, এবার লখনউ দলে কে এল রাহুল। আমদাবাদ দলে হার্দিক পাণ্ড্য।
নয়াদিল্লি: এবারের আইপিএল দেশে হবে কি না, সে বিষয়ে এখনও নিশ্চিতভাবে বলতে পারছেন না বিসিসিআই কর্তারা। তবে আইপিএল-এ নিলামের আগে নতুন দুই দল সহ সব ফ্র্যাঞ্চাইজিই ঘর গোছানোর কাজ শুরু করে দিয়েছে। ১২ ও ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে হবে এবারের আইপিএল-এর নিলাম। তার আগে সূত্রের খবর, কে এল রাহুলকে দলে নিয়েছে লখনউ ফ্র্যাঞ্চাইজি। এছাড়া অস্ট্রেলিয়ার টি-২০ বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য মার্কাস স্টোইনিস এবং রাজস্থানের রবি বিষ্ণোইকেও দলে নিয়েছে লখনউ।
রাহুল এর আগে ২০১৮ থেকে পঞ্জাব কিংসের হয়ে আইপিএল-এ খেলছিলেন। তিনিই দলের অধিনায়ক ছিলেন। তিনিই হয়তো লখনউয়ের অধিনায়ক হবেন।
অস্ট্রেলিয়ার অলরাউন্ডার স্টোইনিস এর আগে দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএল-এ খেলেছেন। রাহুলের সঙ্গেই পঞ্জাব কিংসের হয়ে খেলছিলেন বিষ্ণোই। তিনিও এবার দল বদলাচ্ছেন।
সূত্রের খবর, ১৫ কোটি টাকা দিয়ে রাহুলকে দলে নিয়েছে লখনউ। স্টোইনিস পাচ্ছেন ১১ কোটি টাকা। বিষ্ণোই পাচ্ছেন ৪ কোটি টাকা। এরপর নিলামে লখনউ ফ্র্যাঞ্চাইজির হাতে থাকছে ৬০ কোটি টাকা।
রাহুল এখন ভারতীয় দলের সঙ্গে দক্ষিণ আফ্রিকা সফরে আছেন। রোহিত শর্মা না থাকায় একদিনের সিরিজে তিনিই ভারতীয় দলের অধিনায়ক।
অন্যদিকে, এবারের আইপিএল-এর দ্বিতীয় নতুন ফ্র্যাঞ্চাইজি আমদাবাদও দল গোছাতে শুরু করে দিয়েছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, ইতিমধ্যেই হার্দিক পাণ্ড্য, রশিদ খান ও শুবমান গিলকে দলে নিয়েছে আমদাবাদ ফ্র্যাঞ্চাইজি। এরপর নিলামে বাকি ক্রিকেটারদের দলে নেওয়া হবে।
এ প্রসঙ্গে আইপিএল কমিটির নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্তা জানিয়েছেন, ‘নিলামের আগে কয়েকজন ক্রিকেটারকে দলে নিয়েছে আমদাবাদ। এই ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে বিসিসিআই-কে সে কথা জানিয়েও দেওয়া হয়েছে। হার্দিক, রশিদ ও শুবমান আমদাবাদের প্রথম পছন্দের তিন ক্রিকেটার।’
এবার যদি দেশে করোনা পরিস্থিতির উন্নতি না হয়, তাহলে আইপিএল দক্ষিণ আফ্রিকা বা শ্রীলঙ্কায় হতে পারে। গতবারের আইপিএল হয়েছিল সংযুক্ত আরব আমিরশাহিতে। তবে এবার অন্য কোনও দেশে এই প্রতিযোগিতা হতে পারে।