IPL Lucknow Team : লখনউ দলের নাম ঘোষণা আরপি-সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপের
IPL 2022 : নিজেদের ট্যুইটার অ্যাকাউন্টে দলের নাম ঘোষণা ...
লখনউ : আইপিএল দলের নাম ঘোষণা লখনউ ফ্র্যাঞ্চাইজির। নতুন দলের নাম দেওয়া হল- লখনউ সুপার জায়েন্টস (Lucknow Super Giants)। ২০১৬ ও ২০১৭ সালে রাইজিং পুণে সুপারজায়েন্ট (Rising Pune Supergiant) টিম চালানো আরপি-সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপ লখনউ দলের মালিকানা নিয়েছে। এজন্য প্রায় ৭০৯০ কোটি টাকা ব্যয় করেছে এই গ্রুপ। গত অক্টোবর মাসেই লখনউ ফ্র্যাঞ্চাইজি কিনে নেয় তারা। এরপর আজ নিজেদের ট্যুইটার অ্যাকাউন্টে দলের নাম ঘোষণা করা হয়।
মজার বিষয় হল, প্রথমে পুণে ফ্র্যাঞ্চাইজির নামও রাইজিং পুণে সুপারজায়েন্টস রেখেছিলেন আর-সঞ্জীব গোয়েঙ্কা। ২০১৭ সালে এই দল রানার আপ হয়। RPSG গ্রুপ সিদ্ধান্ত নিয়েছিলে, লখনউ দলের নামকরণের জন্য ফ্যানদের মতামত নেবে তারা। সেই অনুযায়ী সোমবার এক ভিডিও বার্তায় দলের নাম শেয়ার করেন সঞ্জীব গোয়েঙ্কা।
জল্পনা চলছিলই। ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) একাংশ থেকেও ইঙ্গিত দেওয়া হয়েছিল যে, আসন্ন আইপিএলের (IPL 2022) নতুন দল লখনউয়ের (Team Lucknow) অধিনায়ক হবেন কে এল রাহুল (KL Rahul)। সেই জল্পনাতেই সিলমোহর পড়ে শুক্রবার। আনুষ্ঠানিকভাবে ফ্র্যাঞ্চাইজির পক্ষে জানানো হয়, ড্রাফটিংয়ের মাধ্যমে তাঁরা যে তিনজন ক্রিকেটারকে বেছে নিয়েছেন, তাঁরা হলেন রাহুল, মার্কাস স্টোইনিস ও রবি বিষ্ণোই। সেই সঙ্গে জানিয়ে দেওয়া হয়, দলকে নেতৃত্ব দেবেন রাহুলই।
আরও পড়ুন ; আইপিএলে ইতিহাস রাহুলের, দাম শুনলে চমকে উঠবেন
রাহুল গত মরসুমে পঞ্জাব কিংস দলের অধিনায়ক ছিলেন। যদিও পঞ্জাব তাঁর নেতৃত্বে বলার মতো কিছু করতে পারেনি। প্রীতি জিন্টার দলের ট্রফি খরাও কাটেনি। যে কারণে এবার তারা দল ঢেলে সাজানোর পরিকল্পনা করেছে। রাহুলকে ছেড়ে দেওয়া হয়েছে। তখন থেকেই জল্পনা চলছিল যে, লখনউ দলে যোগ দিতে পারেন রাহুল। যা শেষ পর্যন্ত সত্যি প্রমাণিত হল।
এদিকে আইপিএলে নতুন ইতিহাস গড়েছেন কে এল রাহুল (KL Rahul)। তিনিই হলেন যুগ্মভাবে আইপিএলের সবচেয়ে দামি প্লেয়ার। ভারতীয় মুদ্রায় ১৭ কোটি টাকা দিয়ে রাহুলকে দলে নিয়েছে লখনউ (Lucknow IPL Team)। আইপিএলে এত দাম পেয়েছেন আর একজন মাত্র ক্রিকেটার। তিনি, বিরাট কোহলি। ২০১৮ সালে যাঁকে ১৭ কোটি টাকা দিয়ে সই করিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এবার সেই একই দাম পাচ্ছেন রাহুল।