IPL 2022 : আইপিএলের পরের মরসুমে ৭৪টি ম্যাচ, প্রত্যেক দলের ৭টি করে হোম ও অ্যাওয়ে লড়াই
আগামী মরসুমেই যোগ দিচ্ছে দুই নতুন ফ্র্যাঞ্চাইজি...
দুবাই : আগামী মরসুমেই যোগ দিচ্ছে দুই নতুন ফ্র্যাঞ্চাইজি। অর্থাৎ আইপিএল ২০২২-এ খেলবে ১০টি দল। মোট ৭৪টি ম্যাচ খেলা হবে। যার মধ্যে প্রত্যেকটি দল ৭টি করে হোম ও অ্যাওয়ে ম্যাচ খেলবে।
৮ থেকে বেড়ে ১০ দলের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) হতে চলেছে। আমদাবাদ ও লখনউ থেকে নতুন দুটি ফ্র্যাঞ্চাইজি খেলবে পরের আইপিএল থেকে। সিভিসি গ্রুপের দখলে আমদাবাদ ও সঞ্জীব গোয়েঙ্কার আরপিএসজি গ্রুপের দখলে গিয়েছে লখনউ ফ্র্যাঞ্চাইজি। আর একাধিক কাটাছেঁড়ার পর যে নতুন ফ্র্যাঞ্চাইজিকে সংযোজিত করেছে বিসিসিআই।
সামনের মরসুমে দুটি নতুন ফ্র্যাঞ্চাইজির জন্য টেন্ডার ডেকেছিল আইপিএল গভর্নিং কাউন্সিল। একাধিক সংস্থা বিড জমা করে। সংস্থাগুলি সোমবার দুবাইয়ে তাদের নিজস্ব প্রতিনিধিদের মাধ্যমে বিড জমা করে। এরপর দুই সফল ফ্র্যাঞ্চাইজির নাম ঘোষণা করে বিসিসিআই।
আরও পড়ুন ; আইপিএলে আরও দুই ফ্র্যাঞ্চাইজি, কী জানালেন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়
ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে দুবাইয়ে এক বৈঠকে দরপত্র খতিয়ে দেখার পর দুটি নতুন ফ্র্যাঞ্চাইজি ঘোষণা করা হয়। যে ঘোষণার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভারতীয় ক্রিকেটের অগ্রগতি নিয়ে খুশি গোপন করেননি সৌরভ গঙ্গোপাধ্যায়। বিসিসিআই প্রেসিডেন্ট বলেছেন, 'ভারতীয় ক্রিকেটে যেভাবে এগিয়ে চলেছে তাতে আমরা দারুণ খুশি। আমাদের কাছে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতীয় ক্রিকেটকে আরও এগিয়ে নিয়ে যাওয়া, সমৃদ্ধ করাটাই আমাদের কাজ।'
সৌরভ আরও বলেন, আইপিএলের পরের মরসুমে দুই নতুন দলকে স্বাগত জানাতে পেরে খুশি বিসিসিআই। RPSG Ventures Ltd ও Irelia Company Pte Ltd-কে অভিনন্দন। আমদাবাদ ও লখনউ-ভারতের আরও দুটি নতুন শহরে পাড়ি দেবে আইপিএল। 'Where Talent Meets Opportunity', আইপিএলের এই নীতির সঙ্গে সামঞ্জস্য রেখেই, নতুন দুটি দলের অন্তর্ভুক্তির সঙ্গে সঙ্গে ভারতের এই জায়গাগুলি থেকে আরও নতুন নতুন ক্রিকেটার উঠে আসবেন। যাঁরা বিশ্বমঞ্চে পৌঁছতে পারবেন।