এক্সপ্লোর
Advertisement
IPL 2023: সচিন-পুত্র, নাকি বাংলার মুকেশ, আইপিএলে সেরা উদীয়মান ক্রিকেটার হবেন কে?
IPL News: প্রত্যেকবারের মতো এবারও আইপিএলে নজর কাড়তে তৈরি এক ঝাঁক তরুণ তুর্কি। যাঁরা হতে পারেন টুর্নামেন্টের সেরা উঠতি খেলোয়াড়ও।
কলকাতা: আর ২৪ ঘণ্টাও বাকি নেই। শুক্রবার শুরু হতে চলেছে ষোড়শ আইপিএল (IPL 2023)। আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে প্রথম ম্যাচে মুখোমুখি গতবারের চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্স ও চেন্নাই সুপার কিংস।
প্রত্যেকবারের মতো এবারও আইপিএলে নজর কাড়তে তৈরি এক ঝাঁক তরুণ তুর্কি। যাঁরা হতে পারেন টুর্নামেন্টের সেরা উঠতি খেলোয়াড়ও। কারা আইপিএলের ইমার্জিং প্লেয়ার হওয়ার দাবিদার? দেখে নেওয়া যাক এক ঝলকে।
অর্জুন তেন্ডুলকর (মুম্বই ইন্ডিয়ান্স)
২০২১ সালের আইপিএলের নিলাম থেকে অর্জুন তেন্ডুলকরকে (Arjun Tendulkar) দলে নিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। অর্জুনের আর এক পরিচয়, তিনি কিংবদন্তি সচিন তেন্ডুলকরের পুত্র। তবে আইপিএলে এখনও অভিষেক হয়নি অর্জুনের। এবার কি খুলে যেতে পারে প্রথম একাদশে তাঁর দরজা? বিশেষজ্ঞরা মনে করছেন, অর্জুনের খেলার সম্ভাবনা প্রবল। কারণ, চোটের জন্য নেই যশপ্রীত বুমরা। মুম্বই ইন্ডিয়ান্সে ভাল কোনও ভারতীয় পেসার নেই। তাই সেই জায়গায় খেলানো হতে পারে অর্জুনকে। অর্জুনের সুবিধা হচ্ছে, তিনি মিডিয়াম পেস বোলিং করার পাশাপাশি ব্যাটিংও করেন। হাতে বড় শট রয়েছে। প্রথম শ্রেণির ক্রিকেটে সুযোগ পাওয়ার জন্য মুম্বই ছেড়ে গোয়ায় গিয়েছেন অর্জুন। রঞ্জি অভিষেকেই সেঞ্চুরি করেছিলেন। আইপিএলের তুরুপের তাস হয়ে দেখা দিতে পারেন।
যশ ধূল (দিল্লি ক্যাপিটালস)
ভারতের অনূর্ধ্ব ১৯ দলের অধিনায়ক ছিলেন। ঘরোয়া ক্রিকেটে দারুণ ছন্দে ছিলেন। চলতি বছর ৮ টি-টোয়েন্টি ম্যাচে ৩৬৩ রান করেছেন। স্ট্রাইক রেট ১৩১। আইপিএলে এখনও অভিষেক হয়নি। তবে দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অফ ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো জহুরি জহর চিনতে ভুল করবেন না। ছন্দে থাকা যশ ধূল (Yash Dhull) নজর কাড়তে প্রস্তুত।
এন জগদিশান (কলকাতা নাইট রাইডার্স)
আইপিএলের মিনি অকশন থেকে ৯০ লক্ষ টাকায় তামিলনাড়ুর ক্রিকেটার এন জগদিশানকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। শ্রেয়স আইয়ার পিঠের চোটে কাবু। তিনি টুর্নামেন্টের শুরুর দিকে নেই। শ্রেয়সের অনুপস্থিতিতে জগদিশানের ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে। চলতি মরসুমে বিজয় হাজারে ট্রফিতে ৮ ম্যাচে ৮৩০ রান করেছিলেন। যে টুর্নামেন্টে ২৭৭ রান করেছিলেন এক ইনিংসে। লিস্ট এ ক্রিকেটে এটাই ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর।
মুকেশ কুমার (দিল্লি ক্যাপিটালস)
বাংলার পেসার মুকেশ কুমারকে ৫ কোটি ৫০ লক্ষ টাকায় কিনেছে দিল্লি ক্যাপিটালস। বাংলার কোনও ক্রিকেটার এর আগে আইপিএলে এত দাম পাননি। ঘরোয়া টি-টোয়েন্টিতে ২৩ ম্যাচে ২৫ উইকেট নিয়েছেন। ওভার প্রতি খরচ করেছেন মাত্র ৭.২০ রান। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে ওয়ান ডে সিরিজের জন্য ভারতীয় দলে সুযোগ পেয়েছিলেন গত অক্টোবরে। তবে প্রথম একাদশের দরজা খোলেনি। আইপিএলে জ্বলে উঠতে পারেন।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement