Ben Stokes CSK: আইপিএল ফাইনালে উঠলে ধোনির চেন্নাই পাবে না স্টোকসকে?
CSK: আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে সিরিজ ও চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাশেজের জন্য প্রস্তুতি সারতে দেশে ফিরে যাবেন বেন স্টোকস। ফলে আইপিএলের শেষ লগ্নে তাঁকে হয়তো পাবে না সিএসকে।
![Ben Stokes CSK: আইপিএল ফাইনালে উঠলে ধোনির চেন্নাই পাবে না স্টোকসকে? IPL 2023 CSK Ben Stokes to Miss Final Stages IPL Matches To Prepare for Ireland Test and Ashes Ben Stokes CSK: আইপিএল ফাইনালে উঠলে ধোনির চেন্নাই পাবে না স্টোকসকে?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/22/3c8f31aee8c21c7ec12e348f237721f5167707490900650_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
চেন্নাই: নিলামের টেবিল থেকে তাঁকে ১৬ কোটি ২৫ লক্ষ টাকায় কিনেছে চেন্নাই সুপার কিংস। মহেন্দ্র সিংহ ধোনিদের (MS Dhoni) দলে অন্যতম সেরা অস্ত্র তিনি। কিন্তু ইংল্যান্ডের মহাতারকা সেই বেন স্টোকস (Ben Stokes) পুরো আইপিএল খেলতে পারবেন না। সূত্রের খবর, আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে সিরিজ ও চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাশেজের জন্য প্রস্তুতি সারতে দেশে ফিরে যাবেন বেন স্টোকস। ফলে আইপিএলের শেষ লগ্নে তাঁকে হয়তো পাবে না সিএসকে।
ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়ক স্টোকস বুধবার জানিয়েছেন, লর্ডসে আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে একমাত্র টেস্টের প্রস্তুতি সারতে চান ভালভাবে। আর সেক্ষেত্রে আইপিএলের চূড়ান্ত পর্বে পাওয়া যাবে না স্টোকসকে। আইপিএলের পাঁচটি মরসুম মিলিয়ে ৪৩টি ম্যাচ খেলেছেন স্টোকস। তবে ২০২১ সালের পর আর আইপিএলে দেখা যায়নি স্টোকসকে। রাজস্থান রয়্যালসের হয়ে ২০২১ আইপিএলের প্রথম ম্যাচে আঙুল ভেঙেছিল স্টোকসের। তাঁর আঙুলে অস্ত্রোপচার করাতে হয়েছিল। তারপর বেশ কিছুদিন মাঠের বাইরে থাকতে হয়েছিল। ২০২২ সালের আইপিএলেও দেখা যায়নি স্টোকসকে।
২০২৩ আইপিএলের সূচি ঘোষণা হয়ে গিয়েছে। আগামী ৩১ মার্চ থেকে শুরু হতে চলেছে এবারের আইপিএল। প্রথম ম্যাচেই মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্স ও চেন্নাই সুপার কিংস। আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে খেলতে নামবে ২ দল। পরের দিন এপ্রিল কলকাতা নাইট রাইডার্স তাঁদের অভিযান শুরু করছে। প্রতিপক্ষ পঞ্জাব কিংস। সেদিন দুটো ম্যাচ রয়েছে। দিল্লি ক্যাপিটালস নামবে লখনউ সুপারজায়ান্টসের বিরুদ্ধে। ২ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলতে নামবে। অন্যদিকে আরসিবি নামবে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। উল্লেখ্য, টুর্নামেন্টের ফাইনালও আগামী ২৮ মে হবে আমদাবাদ। প্রায় তিন বছর বাদে হোম-অ্য়াওয়ে ফর্ম্যাটে আইপিএলের আসর বসছে এবার।
এবারের আইপিএল শুরু হচ্ছে উইমেন্স প্রিমিয়ার লিগের ফাইনালের পাঁচদিন পর থেকে। মার্চ মাসের ২৬ তারিখ উইমেন্স প্রিমিয়ার লিগের ফাইনাল আয়োজিত হবে। কিছুদিন আগেই তার নিলাম ও ক্রীড়াসূচি ঘােষণা হয়ে গিয়েছে।
৩১ মার্চ থেকে ২১ মে পর্যন্ত লিগ পর্যায়ের মোট ৭০টি ম্যাচ খেলা হবে। মোট ১২টি শহরে খেলা হবে। ভেনু হল- চেন্নাই, বেঙ্গালুরু, হায়দরাবাদ, মুম্বই, কলকাতা, নখনউ, দিল্লি, আমদাবাদ, জয়পুর ও মোহালি। কিছু ম্যাচ হবে গুয়াহাটি ও ধর্মশালায়। গুয়াহাটি রয়্যালসের সেকেণ্ড হোম ও ধর্মশালা পঞ্জাব কিংসের সেকেণ্ড হোম।
আইপিএলের দ্বিতীয় ম্যাচেই খেলতে দেখা যাবে শ্রেয়স আইয়ারের নেতৃত্বাধীন কেকেআরকে। ১ এপ্রিল অভিযান শুরু করছে নাইট রাইডার্স। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ পঞ্জাব কিংস। পঞ্জাবের ঘরের মাঠ মোহালিতেই এই ম্যাচটি আয়োজিত হবে। করোনার কারণে প্রায় তিন বছর সিংহভাগ ফ্রাঞ্চাইজিই নিজেদের ঘরের মাঠে আইপিএল খেলতে পারেনি। তবে করোনার চোখ রাঙানি কমেছে। তাই এ মরসুম থেকে আবারও হোম এবং অ্যাওয়ে ফর্ম্যাটে আইপিএল অনুষ্ঠিত হচ্ছে।
আরও পড়ুন: আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক হবেন কে? ঘোষণা আগামীকাল
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)