SRH vs DC Innings Highlights: ছন্দে সুন্দর, ফের ব্যাটিং বিপর্যয় দিল্লির, হায়দরাবাদের সামনে লক্ষ্য ১৪৫
IPL 2023: ওয়াশিংটন সুন্দর ঘুরে দাঁড়ানোর জন্য বেছে নিলেন দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচকে। যে ম্যাচে ৪ ওভার বল করে ২৮ রান দিয়ে তিন উইকেট তুলে নিলেন তামিলনাড়ুর তারকা।
হায়দরাবাদ: বলা হচ্ছিল, তাঁকে দলের সেরা অলরাউন্ডার মনে করা হলেও, তিনি হতাশ করে চলেছেন। আইপিএলে সোমবারের আগে পর্যন্ত কোনও উইকেট পাননি। ব্যাট হাতেও ব্যর্থ। সব ম্যাচ মিলিয়ে মাত্র ৩৬ রান করেছিলেন। সানরাইজার্স হায়দরাবাদের প্রথম একাদশে তাঁর জায়গা নিয়েও প্রশ্ন উঠে গিয়েছিল।
ওয়াশিংটন সুন্দর ঘুরে দাঁড়ানোর জন্য বেছে নিলেন দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচকে। যে ম্যাচে ৪ ওভার বল করে ২৮ রান দিয়ে তিন উইকেট তুলে নিলেন তামিলনাড়ুর তারকা। তাঁর দাপটেই ধ্বংস হয়ে গেল দিল্লি ক্যাপিটালসের মিডল অর্ডার। এক ওভারেই ম্যাচের রং কিছুটা পাল্টা দিলেন সুন্দর। প্রথমে ব্যাট করে দিল্লি ক্যাপিটালস ফের ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ল। হায়দরাবাদে রাজীব গাঁধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নির্ধারিত ২০ ওভারে দিল্লি তুলল ১৪৪/৯।
দশ দলের টুর্নামেন্টের পয়েন্ট টেবিলে এক দলের অবস্থান ৯। আরেক দলের ১০। সোমবার আইপিএলে (IPL 2023) মুখোমুখি সেই সানরাইজার্স হায়দরাবাদ (SRH) ও দিল্লি ক্যাপিটালস (DC)। ৬ ম্যাচের দুটিতে জিতে ৪ পয়েন্ট-সহ ন'নম্বরে রয়েছে হায়দরাবাদ। সমসংখ্যক ম্যাচে দিল্লি জিতেছে মাত্র একটিতে। ২ পয়েন্ট-সহ সকলের নীচে ডেভিড ওয়ার্নাররা।
হায়দরাবাদ ম্যাচের আগে ব্যাটিং চিন্তায় রেখেছিল দিল্লি শিবিরকে। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে আগের ম্যাচে সামান্য রানের লক্ষ্য তাড়া করতে নেমেও কেঁপে গিয়েছিল দিল্লি। ডেভিড ওয়ার্নার ও অক্ষর পটেল ছাড়া আর কেউই রানের মধ্যে নেই। ৬ ম্যাচের শেষে একমাত্র এই দুই ব্যাটারের মোট রান সংখ্যা একশো ছাড়িয়েছে।
View this post on Instagram
সবচেয়ে বড় কাঁটা ছিল ওপেনার পৃথ্বী শ-র ফর্ম। ৬ ইনিংসে মাত্র ৪৭ রান করেছেন পৃথ্বী। ব্য়াটিং গড়? ৭.৮৩। সোমবার তাঁকে বাদ দিয়ে প্রথম একাদশ সাজায় দিল্লি। মিডল অর্ডারও ব্যর্থ। মিচেল মার্শ হায়দরাবাদ ম্যাচের আগে পর্যন্ত ৪ ম্যাচে ৬ রান করেছিলেন। হায়দরাবাদের বিরুদ্ধে ১৫ বলে ২৫ রান করে আউট হয়ে গেলেন। ফিল সল্ট, সরফরাজ খান, কেউই রান পাননি সোমবারও।
লড়াই করলেন একমাত্র মণীশ পাণ্ডে ও অক্ষর পটেল। মণীশ ২৭ বলে ৩৪ রান করলেন। ৩৪ বলে ৩৪ রান করলেন অক্ষর। সুন্দর ছাড়া বল হাতে নজর কেড়েছেন ভুবনেশ্বর কুমার। ৪ ওভারে মাত্র ১১ রান খরচ করে ২ উইকেট নিয়েছেন তিনি।