IPL 2023: পাঞ্জাবকে হারিয়ে দিল্লি ক্যাপিটালসের অনুরাগীদের মুখে হাসি ফোটাতে পারায় খুশি রুসো
Rilee Rossouw: পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ৩৭ বলে ৮২ রানের বিধ্বংসী ইনিংস খেলেন দিল্লি ক্যাপিটালস তারকা রাইলি রুসো।
ধর্মশালা: বুধবার আইপিএলের মঞ্চে এক হাড্ডাহাড্ডি লড়াইয়ের সাক্ষী থাকলেন ক্রিকেটপ্রেমীরা। রোমাঞ্চকর ম্যাচে ১৫ রানে পাঞ্জাব কিংসকে (Punjab Kings) পরাজিত করল দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। প্রথমে ব্যাট করতে নেমে মাত্র দুই উইকেটের বিনিময়ে ২১৩ রান তোলে দিল্লি ক্যাপিটালস। জবাবে আট উইকেটের বিনিময়ে ১৯৮ রানেই থামে পাঞ্জাবের ইনিংস। দিল্লির জয়ে মুখ্য ভূমিকা নেন রাইলি রুসো (Rilee Rossouw)। ৩৭ বলে অপরাজিত ৮২ রানের ইনিংস খেলেন দক্ষিণ আফ্রিকান তারকা ব্যাটার।
পরপর সুযোগ পেয়েও বড় রানের ইনিংস খেলতে ব্যর্থ হওয়ায় এর আগে সমালোচনার সম্মুখীন হতে হয়েছিল দিল্লি ক্যাপিটালসের প্রোটিয়া তারকাকে। তবে অবশেষে ধর্মশালায় ব্যাট হাতে নিজের দক্ষতা প্রমাণ করলেন রুসো। ম্যাচ শেষে কিন্তু নিজের দুরন্ত ইনিংসের জন্য খুশি হওয়ার থেকেও দিল্লি ক্যাপিটালসের অনুরাগীদের মুখে হাসি ফোটাতে পেরে বেশি খুশি রুসো। তিনি বলেন, 'দিল্লি ক্যাপিটালস ম্যাচটি জিততে পারায় ভীষণ খুশি। এই জয়টা সমর্থকদের প্রাপ্য। ওরা গোটা মরসুম জুড়েই আমাদের হয়ে গলা ফাটিয়েছেন।'
দিল্লির হয়ে দুই ওপেনার পৃথ্বী শ (Prithvi Shaw) ও ডেভিড ওয়ার্নার শুরুটা দারুণভাবেই করেছিলেন। ওপেনিংয়ে ৯৪ রান যোগ করেন দুইজনে। এরপরে পৃথ্বী ও রুসো ওপেনারদের গড়া ভিতে দিল্লির হয়ে বড় রান খাড়া করতে সাহায্য করে। পৃথ্বী-রুসো দ্বিতীয় উইকেটে ২৮ বলে ৫৪ রান যোগ করেন। পৃথ্বীর সঙ্গে কিন্তু ব্যাটিং করা বেশ উপভোগই করেছেন রুসো। এ বিষয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, 'ভাল ব্যাটিং উইকেটে আমার দক্ষতা প্রদর্শন করতে পেরে ভালই লাগছে। পৃথ্বী এবং আমি উভয়েই ব্যাটিংটা উপভোগ করছিলাম। তবে খুব বেশি কথাবার্তা বলিনি। এমন একজন ব্যাটার যে ব্যাটিং সময় একদমই চাপ নেয় না, তার সঙ্গে ব্যাটিং করাটা খুব আনন্দদায়কই বটে।'
দিল্লি ইতিমধ্যেই প্লে-অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে। নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচ চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলবে রাজধানীর ফ্র্যাঞ্চাইজি। সেই ম্যাচেও শেষ বল পর্যন্ত দিল্লি লড়াই চালিয়ে যাবে বলে আগেভাগেই স্পষ্ট জানিয়ে দিলেন রুসো। 'পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচের আগে আমরা স্বাধীনভাবে খেলব বলেই সিদ্ধান্ত নিয়েছিলাম। পরের ম্যাচেও শেষ বল পর্যন্ত আমরা লড়াই করব। আমরা চ্যালেঞ্জ নিতে তৈরি।' শনিবার নিজেদের ঘরের মাঠে সিএসকের মুখোমুখি হবে দিল্লি ক্যাপিটালস।
আরও পড়ুন: রোজ খাবার প্যাক করছেন অ্যালমিনিয়াম ফয়েলে ? কতটা ক্ষতি জানেন?