ABP Excluisve: বোলিং শুরু করলেও ফিট নন ফার্গুসন, শাকিবকে নিয়ে ধোঁয়াশায় নাইটরা
KKR News Exclusive: শাকিব যে দলকে বেশ বিপাকে ফেলেছেন এবং, বাংলাদেশের ক্রিকেটারের সিদ্ধান্তে যে কেকেআর খুশি নয়, তা ঠারেঠোরে বুঝিয়ে দেওয়া হয় নাইট শিবির থেকে।
সন্দীপ সরকার, কলকাতা: তিনি আগেও কলকাতা নাইট রাইডার্সে (KKR) খেলেছেন। তবে গতবারে ছিলেন আইপিএল চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্সে (Gujarat Titans)। এবার ফিরেছেন কলকাতা নাইট রাইডার্সে। তাঁর আগুনে গতির সামনে প্রতিপক্ষ ব্যাটারদের পরীক্ষা নেওয়ার রণকৌশল ছিল কেকেআরের।
লকি ফার্গুসন (Lockie Ferguson) অবশ্য নিজেই এখন পরীক্ষা দিচ্ছেন। দ্রুত সুস্থ হয়ে মাঠে ফেরার পরীক্ষা। তাঁর ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট রয়েছে। যে কারণে দেশের মাটিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে ম্যাচ খেলতে পারেননি নিউজিল্যান্ডের পেসার। কলকাতায় এসে নাইট শিবিরে যোগ দিয়েছেন ঠিকই। তবে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে প্রথম ম্যাচে খেলতে পারেননি চোট না সারায়।
বৃহস্পতিবার ইডেন গার্ডেন্সে (Eden Gardens) রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে খেলবেন নাইটরা। প্রতিপক্ষ দলে ফাফ ডুপ্লেসি, বিরাট কোহলি, গ্লেন ম্যাক্সওয়েলের মতো তারকা ব্যাটার। যে ব্যাটিং লাইন আপের বিরুদ্ধে নাইট নেতা নীতীশ রানারক তুরুপের তাস হতে পারতেন তিনি। লকি ফার্গুসন কি ৬ এপ্রিলের ম্যাচে খেলবেন?
সোমবার সন্ধ্যায় নৈশালোকের ইডেনে একটি দৃশ্য দেখে উৎসাহিত হয়ে পড়েছিলেন কেকেআর ভক্তরা। যখন বল হাতে তুলে নিলেন কিউয়ি ফাস্টবোলার। তবে পরের মুহূর্তেই উদ্বেগ। দেখা গেল, ২-৪ কদম দৌড়ে বল করছেন লকি। হয়তো দেখে নিচ্ছেন, ব্যথা রয়েছে কি না। এবং কেকেআর শিবির সূত্রে খবর, লকি এখনও ফিট নন। সময় লাগবে। আরসিবির বিরুদ্ধে তাঁকে পাবে না দল।
ফার্গুসনের চোট কাঁটার মধ্যেই উদ্বেগ বাড়ায় আরেকটি খবর। জানা যায়, শাকিব আল হাসান (Shakib Al Hasan) আইপিএল খেলবেন না। তিনি নাকি নাম তুলে নিয়েছেন। যা জানাজানি হতেই শোরগোল পড়ে যায় কেকেআর শিবিরে। পরে নাইট শিবির থেকে এবিপি লাইভকে জানানো হয় যে, প্র্যাক্টিসের ফাঁকেই তারা খবর পায় শাকিব ব্যক্তিগত কারণ ও গোটা টুর্নামেন্টে থাকতে না পারার কারণ দেখিয়ে আইপিএল থেকে সরে দাঁড়িয়েছেন। তাহলে কেকেআর কী করবে?
নাইট শিবির থেকে বলা হয়, ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেফ ঠিক হবে। শাকিব যে দলকে বেশ বিপাকে ফেলেছেন এবং, বাংলাদেশের ক্রিকেটারের সিদ্ধান্তে যে কেকেআর খুশি নয়, তা ঠারেঠোরে বুঝিয়ে দেওয়া হয় নাইট শিবির থেকে।
কে হতে পারেন শাকিবের বিকল্প?
বেশ কয়েকটি নাম নিয়ে আলোচনা হচ্ছে। শোনা যাচ্ছে, তিনটি নাম নিয়ে কাটাছেঁড়া চলছে। এক, টম কারান। দুই, দাসুন শনাকা ও তিন, আফগানিস্তানের মহম্মদ নবি। শেষ পর্যন্ত কাকে দলে নেয় কেকেআর, দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।