এক্সপ্লোর

IPL Highlights: শুভমনের তাণ্ডবে মুগ্ধ রোহিতও, ফাইনালে গুজরাত, আইপিএলের সারাদিন

IPL 2023: আইপিএলের সেরা পাঁচ খবর এক ঝলকে।

আমদাবাদ: কোয়ালিফায়ার টুয়ে মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে আইপিএলের ফাইনালে গুজরাত টাইটান্স। শুভমন গিলের সেঞ্চুরি দেখে মুগ্ধ মুম্বই অধিনায়ক রোহিত শর্মাও। আইপিএলের সেরা পাঁচ খবর এক ঝলকে।

ফাইনালে গুজরাত-চেন্নাই

এবারের আইপিএলের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল গুজরাত টাইটান্স (Gujrat Titans) ও চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। আগামী রবিবার শেষ ম্যাচেও মুখোমুখি হবে এই দুই দল। মুম্বই ইন্ডিয়ান্সকে (Mumbai Indians) ৬২ রানে হারিয়ে ফাইনালে পৌঁছে গেল হার্দিক পাণ্ড্যর দল। শুভমন গিলের শতরানের পর বল হাতে মোহিত শর্মার ৫ উইকেট শিকার। গোটা ম্যাচে সব বিভাগেই রোহিতদের টেক্কা দিল গুজরাত শিবির। আগামী রবিবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেতাব জয়ের লড়াইয়ে নামবে টাইটান্স ব্রিগেড।

ঈশানের চোট

কোয়ালিফায়ার টুয়ে যেন ভাগ্য সঙ্গ দিচ্ছে না মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians)। শুরুটা হয়েছিল ক্রিস জর্ডানের বলে টিম ডেভিড যখন মাত্র ৩০ রানে থাকা শুভমন গিলের (Shubman Gill) ক্যাচ ফেলে দেন, সেটা দিয়ে। তারপর রোহিত শর্মার চোট। হার্দিক পাণ্ড্যর শর্ট বলে ক্যামেরন গ্রিনের হাতে চোট। পরিস্থিতি এমনই দাঁড়ায় যে, মাঠ ছেড়ে বেরিয়ে যেতে হয় দুরন্ত ছন্দে থাকা গ্রিনকে। পরে তিনি অবশ্য ফের ব্যাট করতে নামেন।

তবে ঈশান কিষাণকে (Ishan Kishan) মুখোমুখি হতে হল দুর্ভাগ্যজনক ঘটনার। গুজরাত টাইটান্স ইনিংসের ১৬ তম ওভারের ঘটনা। বোলার ছিলেন ক্রিস জর্ডান। ওভার শেষ হওয়ার পর উইকেটকিপার ঈশান কিষাণ প্রান্ত বদল করছিলেন। সেই সময়ই পিচের পাশে দাঁড়িয়ে থাকা বোলার ক্রিজ জর্ডান তাঁর হাত নামাতে যান। তাঁর কনুই সোজা গিয়ে লাগে ঈশানের চোখে। ঝাড়খণ্ডের ক্রিকেটারের চোখে এতই জোরে ধাক্কা লাগে যে, তিনি মাটিতে কার্যত বসে পড়েন। ফিজিও এসে শুশ্রূষা করেন। কিন্তু ঈশান চোখে কিছুই দেখতে পাচ্ছিলেন না। চোখে তোয়ালে চাপা দিয়ে তিনি মাঠ ছাড়েন।

অরেঞ্জ ক্যাপ শুভমনের

শুভমন গিলের (Shubman Gill) রান তখন ৩০। ক্রিস জর্ডানের বলে শুভমনের ক্যাচ ফেলে দেন টিম ডেভিড (Tim David)।

প্রাণরক্ষা হওয়ার পর ব্যাট নয়, মুম্বই ইন্ডিয়ান্সের বোলারদের ওপর যেন চাবুক চালালেন শুভমন। ৪৯ বলে করলেন সেঞ্চুরি। 

এলিমিনেটরে লখনউ সুপার জায়ান্টসকে ধ্বংস করে দিয়েছিলেন আকাশ মাধওয়াল। মুম্বই ইন্ডিয়ান্সের ডানহাতি পেসার মাত্র ৫ রান দিয়ে ৫ উইকেট তুলে রেকর্ড গড়েছিলেন। ইঞ্জিনিয়ারিং ছেড়ে ক্রিকেটে আসা মাধওয়ালকে নিয়ে রীতিমতো হইচই চলছে।

উত্তরাখণ্ডের পেসারকে নিয়ে শুক্রবার ছেলেখেলা করলেন গিল। তাঁর এক ওভারে নিলেন ২১ রান। মারলেন ৩ ছক্কা।

অরেঞ্জ ক্যাপও ফাফ ডুপ্লেসির কাছ থেকে ছিনিয়ে নিলেন গিল। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের  অধিনায়কের চেয়ে মাত্র ৮ রানে পিছিয়ে ছিলেন। ৯ রান করলেই অরেঞ্জ ক্যাপের মালিক হয়ে যাওয়ার কথা ছিল শুভমনের। সেখানে তিনি করলেন ১২৯। এখন সর্বোচ্চ স্কোরার শুভমনই। ১৬ ম্যাচে ৮৫১ রান হয়ে গেল তাঁর।

এমনই অবস্থা যে, তিনি ইনিংস ওপেন করতে নামতে পারেননি। রোহিত শর্মার সঙ্গে ইনিংস ওপেন করতে নামেন নেহাল ওয়াধেরা। 

সমাপ্তি অনুষ্ঠান

রবিবার আইপিএলের (IPL 2023) ফাইনাল। ট্রফি জয়ের যুদ্ধের চূড়ান্ত পর্বে পৌঁছে গিয়েছে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। শুক্রবার কোয়ালিফায়ার টুয়ে গুজরাত টাইটান্স ও মুম্বই ইন্ডিয়ান্স (Gujarat Titans vs Mumbai Indians) ম্যাচে যারা জিতবে, তারা ফাইনালে মহেন্দ্র সিংহ ধোনিদের (MS Dhoni) বিরুদ্ধে খেলবে। 

রবিবার ফাইনাল ম্য়াচ হবে আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। গতবার আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছিল গুজরাত টাইটান্স। নিয়ম হচ্ছে, যারা আইপিএল চ্যাম্পিয়ন হয়, তাদের ঘরের মাঠে পরের বার আইপিএলের উদ্বোধনী ম্যাচ ও ফাইনাল হয়। সেই কারণেই আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হচ্ছে ফাইনাল ম্যাচ।

ফাইনালের আগে সমাপ্তি অনুষ্ঠানের বন্দোবস্ত করছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আমদাবাদে উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ মাতিয়েছিলেন অরিজিৎ সিংহ। সঙ্গে নেচেছিলেন রশ্মিকা মন্দানা ও তমন্না ভাটিয়া।

সমাপ্তি অনুষ্ঠানে অবশ্য ভিন্ন স্বাদের বিনোদনের পসরা সাজাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড। যেখানে পারফর্ম করবেন ব়্যাপার ভিভিয়ান ডিভাইন। সঙ্গে থাকবেন ব়্যাপার কিংগ। গান গাইবেন জনিতা গাঁধী। যিনি বলিউডের পাশাপাশি দক্ষিণী সিনেমাতেও গান করেন। পারফর্ম করবেন সঙ্গীতশিল্পী নিউক্লিয়া। যিনি ইলেকট্রনিক মিউজিক প্রোডিউসার। লেটস নাচো, ভয়ানক আত্মার মতো জনপ্রিয় গান যিনি শ্রোতাদের উপহার দিয়েছেন।

শোনা যাচ্ছে, আরও বড় চমকের জন্য চেষ্টা করছেন বোর্ড কর্তারা। বলিউডের কোনও প্রথম সারির অভিনেতাকে আনার চেষ্টা চলছে। কথাবার্তা চলছে এক বিখ্যাত সঙ্গীত পরিচালকের সঙ্গেও। আপাতত শুধু ডিভাইন, কিংগ, জনিতা ও নিউক্লিয়ার নামই ঘোষণা করা হয়েছে আনুষ্ঠানিকভাবে।

ধোনি-সাক্ষাৎ

ভারতীয় দলের বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির (Mahendra Singh Dhoni) কাছে অভিজ্ঞতার কোনও কমতি নেই। আইপিএলে প্রতিটি ম্যাচের পরেই তরুণ ক্রিকেটারদের তাঁর সঙ্গে নিয়ম করে পরামর্শ নিতে দেখা যায়। তরুণ ক্রিকেটারদের পরামর্শ দেওয়ার ক্ষেত্রে ধোনির থেকে ভাল বিকল্প খুঁজে পাওয়া বেশ কঠিনই। তাঁর তত্ত্বাবধানে খেলা রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজারা আজ ভারতীয় দলের অবিচ্ছেদ্য অঙ্গ। ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) হয়ে খেলা মাথিশা পাথিরানাও (Matheesha Pathirana) এ মরসুমে বেশ নজর কেড়েছেন।

শ্রীলঙ্কান তরুণ মাথিশা পাথিরানা এবারের আইপিএলে ইতিমধ্যেই ১৯.২৩ গড়ে ১১ ম্য়াচে ১৭টি উইকেট নিয়েছেন। 'বেবি মালিঙ্গা'র বোলিংয়ে সকলেই প্রভাবিতও হয়েছেন। এবার সেই পাথিরানার পরিবারের সঙ্গেই দেখা করলেন ধোনি। কিংবদন্তি ভারতীয় ক্রিকেটারের সঙ্গে দেখা করার পর উচ্ছ্বসিত এবং আশ্বস্ত পাথিরানা পরিবারও। মাথিশার বোন বিশুকা পাথিরানা সোশ্যাল মিডিয়ায় ধোনির সঙ্গে সাক্ষাতের বেশ কয়েকটি ছবি পোস্ট করেন।

ছবিগুলির ক্যাপশনে তিনি লেখেন, 'মালিকে নিয়ে এবার আমরা আশ্বস্ত হলাম যখন থালা বলল আপনাদের মাথিশার বিষয়ে চিন্তা করার কোনও কারণ নেই, ও সবসময় আমার সঙ্গে সঙ্গেই থাকে। এই মুহূর্তগুলো আমি কোনদিন আমার স্বপ্নেও কল্পনা করতে পারিনি।' 

আরও পড়ুন: প্রচণ্ড গরম থেকে শরীরকে বাঁচাতে পাতে রাখুন এই খাবারগুলি  

আরও পড়ুন: ABP Exclusive: শুরু হয়ে গেল সংস্কারের কাজ, বিশ্বকাপের আগে ভোল পাল্টে যাচ্ছে ইডেনের

আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

Tollywood Controversy: তিনমাসেও হল না সুরাহা ! টলিপাড়ায় ফের অসন্তোষের আঁচ
তিনমাসেও হল না সুরাহা ! টলিপাড়ায় ফের অসন্তোষের আঁচ
Ram Mandir New Shrines: অযোধ্যায় রামমন্দির চত্বরে আরও ৬ মন্দিরের নির্মাণ, বর্ষপূর্তির আগে সামনে এল ছবি
অযোধ্যায় রামমন্দির চত্বরে আরও ৬ মন্দিরের নির্মাণ, বর্ষপূর্তির আগে সামনে এল ছবি
Multibagger Stock : বাজারে রয়েছে এলসিড ইনভেস্টমেন্টের 'যমজ ভাই', এক বছরে ১০ হাজার টাকা রাখলে পেতেন এক কোটিরও বেশি
বাজারে রয়েছে এলসিড ইনভেস্টমেন্টের 'যমজ ভাই', এক বছরে ১০ হাজার টাকা রাখলে পেতেন এক কোটিরও বেশি
PV Sindhu: সিন্ধু পরিবারে বিয়ের সানাই, জোড়া অল্পিম্পিক্স পদকজয়ীর হবু স্বামীর রয়েছে IPL-যোগ
সিন্ধু পরিবারে বিয়ের সানাই, জোড়া অল্পিম্পিক্স পদকজয়ীর হবু স্বামীর রয়েছে IPL-যোগ
Advertisement
ABP Premium

ভিডিও

SFI Protest: অবিলম্বে ছাত্র ভোটের দাবিতে এসএফআইয়ের বিক্ষোভে তুলকালামBangladesh News Update: উত্তাল বাংলাদেশ, ভারতীয় হাই কমিশনারকে তলব ইউনূস সরকারেরAbas Scam : বিডিও অফিসে ঢুকতে বাধা, জোর করে দরজা খুলে ঢুকল বিজেপিBangladesh :'সল্টলেকের সাহা ইনস্টিটিউটের পাশে রোহিঙ্গাদের ডেরা', রাজ্যসভায় চাঞ্চল্যকর অভিযোগ শমীকের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tollywood Controversy: তিনমাসেও হল না সুরাহা ! টলিপাড়ায় ফের অসন্তোষের আঁচ
তিনমাসেও হল না সুরাহা ! টলিপাড়ায় ফের অসন্তোষের আঁচ
Ram Mandir New Shrines: অযোধ্যায় রামমন্দির চত্বরে আরও ৬ মন্দিরের নির্মাণ, বর্ষপূর্তির আগে সামনে এল ছবি
অযোধ্যায় রামমন্দির চত্বরে আরও ৬ মন্দিরের নির্মাণ, বর্ষপূর্তির আগে সামনে এল ছবি
Multibagger Stock : বাজারে রয়েছে এলসিড ইনভেস্টমেন্টের 'যমজ ভাই', এক বছরে ১০ হাজার টাকা রাখলে পেতেন এক কোটিরও বেশি
বাজারে রয়েছে এলসিড ইনভেস্টমেন্টের 'যমজ ভাই', এক বছরে ১০ হাজার টাকা রাখলে পেতেন এক কোটিরও বেশি
PV Sindhu: সিন্ধু পরিবারে বিয়ের সানাই, জোড়া অল্পিম্পিক্স পদকজয়ীর হবু স্বামীর রয়েছে IPL-যোগ
সিন্ধু পরিবারে বিয়ের সানাই, জোড়া অল্পিম্পিক্স পদকজয়ীর হবু স্বামীর রয়েছে IPL-যোগ
Swasthya Sathi : নিয়মের বজ্র আঁটুনিতে বেঁধে ফেলা হল স্বাস্থ্যসাথীকে, 'চুরি ঠেকাতে' অ্যাপ ও AI এর সাহায্য নেবে রাজ্য
নিয়মের বজ্র আঁটুনিতে বেঁধে ফেলা হল স্বাস্থ্যসাথীকে, 'চুরি ঠেকাতে' অ্যাপ ও AI এর সাহায্য নেবে রাজ্য
Honda Activa Electric: কেমন দেখতে হোন্ডা অ্যাক্টিভা ইলেকট্রিক স্কুটার, এক চার্জে যাবে কত কিমি ? দেখুন ছবি
কেমন দেখতে হোন্ডা অ্যাক্টিভা ইলেকট্রিক স্কুটার, এক চার্জে যাবে কত কিমি ? দেখুন ছবি
Skoda Kylaq: স্কোডা কুশাকের ছোট সংস্করণ, না পুরো আলাদা কাইলাক ? কোনটার কত দাম ?
স্কোডা কুশাকের ছোট সংস্করণ, না পুরো আলাদা কাইলাক ? কোনটার কত দাম ?
Kolkata Winter Update : সপ্তাহের শেষেই জাঁকিয়ে শীত, কলকাতায় কনকনে ঠান্ডা? কত নামবে পারদ?
সপ্তাহের শেষেই জাঁকিয়ে শীত, কলকাতায় কনকনে ঠান্ডা? কত নামবে পারদ?
Embed widget