GT vs MI, 1 Innings Highlights: শুভমনের দুরন্ত অর্ধশতরানের পর মিলার-মনোহর ম্য়াজিক, মুম্বইকে ২০৮ রানের টার্গেট দিল গুজরাত
Gujarat Titans: মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে গুজরাত টাইটান্স নিজেদের আইপিএল ইতিহাসের সর্বোচ্চ ২০৭ রান তুলল।
আমদাবাদ: মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) বিরুদ্ধে ঘরের মাঠে প্রথমে ব্যাট করে বেশ বড় রান তুলল গুজরাত টাইটান্স (Gujarat Titans)। শুরুতে শুভমন গিলের দুরন্ত অর্ধশতরান ও শেষের দিকে ডেভিড মিলার, অভিনব মনোহর ও রাহুল তেওয়াটিয়ার সুবাদে আইপিএলের ইতিহাসে নিজেদের সর্বোচ্চ রান তুলল গুজরাত টাইটান্স। নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেটের বিনিময়ে ২০৭ রান তুলল গুজরাত।
ব্যর্থ ঋদ্ধি
এদিন টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। শুরুটা অবশ্য গুজরাত একদমই ভালভাবে শুরুটা করতে পারেনি। ইনিংসের দ্বিতীয় ওভারেই ঋদ্ধিমান সাহাকে সাজঘরে ফেরত পাঠান অর্জুন তেন্ডুলকর। চার রানে সাজঘরে ফেরেন ঋদ্ধি। তিন নম্বরে ব্যাট করতে নেমে হার্দিক পাণ্ড্যও (Hardik Pandya) বড় রান করতে ব্যর্থ হন। মাত্র ১৩ বলে সাজঘরে ফেরেন তিনি। অবশ্য ঋদ্ধি ও হার্দিক অল্প রানে ফিরলেও শুভমন গিল কিন্তু দুরন্ত অর্ধশতরান করেন। ৩৪ বলে ৫৬ রানের ইনিংস খেলেন শুভমন।
শুভমন ও বিজয় শঙ্কর ইনিংসটাকে ভালভাবেই এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। তবে পরপর দুই ওভারেই শুভমন ও বিজয় সাজঘরে ফেরেন। শুভমনকে ফেরান কুমার কার্তিকেয়া, বিজয়কে ১৯ রানে সাজঘরে ফেরান পীযূষ চাওলা। তবে ১০১ রানে চার উইকেট হারিয়ে ফেলার পর গুজরাতের ইনিংস সামাল দেন ডেভিড মিলার ও অভিনব মনোহর। পঞ্চম উইকেটে দুই তারকা ৩৫ বলে ৭১ রান যোগ করেন। তবে দুই তারকাই নিজেদের অর্ধশতরান হাতছাড়া করেন। মিলার ২২ বলে ৪৬ রানের ইনিংস খেলেন। অভিনব মনোহর ২১ বলে ৪২ রান করেন।
ঝোড়ো ইনিংস
শেষের দিকে রাহুল তেওয়াটিয়া মাত্র পাঁচ বলে ২০ রান করেন তিনি। তিনটি ছক্কা হাঁকান গুজরাতের তারকা অলরাউন্ডার। তাঁর দৌলতেই দু'শো রানের গণ্ডি পার করে গুজরাত। এদিন বল হাতে মুম্বইয়ের হয়ে পীযূষ চাওলাই সর্বসেরা বোলিং করেন। নির্ধারিত চার ওভারে ৩৪ রানের বিনিময়ে দুই উইকেট নেন তিনি। এছাড়া অর্জুন, জেসন বেরেনডর্ফ, রাইলি মেরিডিথ ও কুমার কার্তিকেয়া একটি করে উইকেট নেন।
Innings Break!
— IndianPremierLeague (@IPL) April 25, 2023
It was raining sixes in the first innings courtesy of some hard hitting from @gujarat_titans batters 🔥🔥@mipaltan chase coming 🆙 shortly 👊🏻
Scorecard ▶️ https://t.co/PXDi4zeBoD#TATAIPL | #GTvMI pic.twitter.com/yOgliD75Zd
আরও পড়ুন: বড় জরিমানা কোহলির, বিরাট-সহ ব্যাঙ্গালোরের গোটা দলের জরিমানা