Wriddhiman Saha: জাতীয় দলে ব্রাত্য, অভিমানে বাংলা ছেড়েছেন, ঋদ্ধিমানের জবাব দেওয়ার মঞ্চ আইপিএল
IPL 2023: ঋদ্ধিমান সাহা অবশ্য অবসরের পথে হাঁটেননি। কারণ, শিলিগুড়ির তারকা মনেপ্রাণে বিশ্বাস করেন, বাইশ গজে তাঁর ইতি টানার সময় হয়নি। ক্রিকেটকে আরও কিছু ফিরিয়ে দিতে পারেন তিনি।
কলকাতা: জাতীয় টেস্ট দল থেকে তাঁকে ছেঁটে ফেলা হয়েছিল। বেশ অপ্রত্যাশিতভাবেই। বিভিন্ন সূত্র মারফত পরে জানা যায় যে, জাতীয় দলের কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid) তাঁকে হোটেলের ঘরে ডেকে সাফ বলে দিয়েছিলেন, টিম ইন্ডিয়ার ভবিষ্যৎ প্রকল্পে তাঁর নাম ভাবা হচ্ছে না। তিনি যেন চাইলে কোনও সিদ্ধান্ত (পড়ুন অবসরের সিদ্ধান্ত) নিতে পারেন।
ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha) অবশ্য অবসরের পথে হাঁটেননি। কারণ, শিলিগুড়ির তারকা মনেপ্রাণে বিশ্বাস করেন, বাইশ গজে তাঁর ইতি টানার সময় হয়নি। ক্রিকেটকে আরও কিছু ফিরিয়ে দিতে পারেন তিনি।
কিন্তু ঋদ্ধিমান সাহা ঘুণাক্ষরেও ভাবতে পারেননি যে, নিজের রাজ্য সংস্থাতেও হেনস্থার শিকার হতে হবে তাঁকে। যেখানে সিএবি-র এক পদাধিকারী সরাসরি প্রশ্ন তুলে দেবেন তাঁর খেলোয়াড়সুলভ মানসিকতা নিয়ে। অভিযোগ করবেন, বিভিন্ন চোটের অজুহাতে নাকি বাংলার হয়ে ম্যাচ খেলতে চান না ঋদ্ধিমান। এরপরই অপমানে, ক্ষোভে বাংলা ছাড়ার সিদ্ধান্ত নেন ঋদ্ধিমান। সই করেন ত্রিপুরাতে। গত মরসুমে ত্রিপুরার হয়েই ঘরোয়া ক্রিকেট খেলেছেন ঋদ্ধিমান।
ঋদ্ধিমান সাহা কি তবে ফুরিয়ে গিয়েছেন? দেশের হয়ে ৪০টি টেস্ট ম্যাচ ও ৯টি ওয়ান ডে খেলা ক্রিকেটারের কেরিয়ারের শেষ কি তবে এরকম বর্ণহীনভাবে হল?
ঋদ্ধিমান অন্তত তা মনে করেন না। বয়স ৩৮ পেরিয়েছে। তবে ঘনিষ্ঠমহলে ঋদ্ধিমান জানিয়েছেন, এখনও ক্রিকেট বেঁচে রয়েছে তাঁর মধ্যে। তাই এবারের আইপিএলকে ঋদ্ধিমান দেখছেন নিজেকে নতুন করে প্রমাণ করার মঞ্চ হিসাবে। সমালোচনার জবাব দেওয়ার সুযোগ হিসাবে।
প্রথম ম্যাচে সেই ঝলকও দেখিয়েছেন। ম্যাথু ওয়েডের মতো বিদেশি তারকা দলে থাকলেও, উইকেটকিপার হিসাবে ঋদ্ধিমানের দক্ষতায় আস্থা রেখেছে গতবারের চ্যাম্পিয়নরা। ফলও এসেছে হাতেনাতে। ষোড়শ আইপিএলের প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে উইকেটের পিছনে নজর কেড়েছেন। ব্যাট হাতেও সফল হয়েছেন। শুভমন গিলের সঙ্গে শুক্রবার ঋদ্ধিমানই গুজরাত টাইটান্সের ইনিংস ওপেন করেন। ১৬ বলে ২৫ রান করেন ঋদ্ধিমান। শুভমনের সঙ্গে ওপেনিং জুটিতে ২৩ বলে ৩৭ রান যোগ করে ফেরেন। গুজরাত ৪ বল বাকি থাকতে চেন্নাইয়ের রান তাড়া করে দেয়। যে জয়ের ভিত সাজিয়ে দেন ঋদ্ধিই।
আইপিএলে ১৪৫ ম্য়াচ খেলেছেন ঋদ্ধিমান। করেছেন ২৪৫২ রান। ১২৮.১১ স্ট্রাইক রেট রেখে। আইপিএলে একটি সেঞ্চুরিও রয়েছে। এবারও সুযোগ কাজে লাগাতে মরিয়া থাকবেন বাঙালি তারকা। দেখিয়ে দিতে চাইবেন, তাঁর মধ্যে এখনও ক্রিকেট বেঁচে রয়েছে।
আরও পড়ুন: শ্রেয়সের অভাব পূরণ করার মতো বিকল্প রয়েছে, নারাইনের সঙ্গে আমার জুটি ভয়ঙ্কর, হুঁশিয়ারি বরুণের