GT in IPL : চিন্তা বাড়ল গুজরাত শিবিরে, তারকা এই ব্যাটারকে পাচ্ছে না তারা
David Miller : শুধু ডেভিড মিলারকেই নয় আইপিএলের শুরুতেই দক্ষিণ আফ্রিকার একাধিক ক্রিকেটারকে পাবে না বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি।
আমদাবাদ : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (Indian Premier League) শুরু হতে আর বেশিদিন বাকি নেই। আর তার ঠিক আগে ধাক্কা গেল গুজরাত শিবির। তারকা বিদেশি ব্যাটার ডেভিড মিলারকে (David Miller) প্রতিযোগিতার শুরুতে পাচ্ছে না গুজরাত ফ্র্যাঞ্চাইজি। নেদারল্যান্ডসের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার ওয়ার্ল্ড কাপ সুপার লিগের (World Cup Super League) দুটি ম্যাচ থাকায় আইপিএলের প্রথম পর্বে খেলতে পারবেন কিলার মিলার।
বেনোনিতে ডাচদের বিরুদ্ধে ৩১ মার্চ ও ২ এপ্রিল দুটি ম্যাচ খেলবে প্রোটিয়ারা। এদিকে, আগামী ৩১ মার্চ চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে তাদের আইপিএল অভিযান শুরু করছে গতবারের আইপিএল চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্স। আগামী বছরের অক্টোবর-নভেম্বরে ভারতে আয়োজিত হতে চলা একদিনের আন্তর্জাতিক বিশ্বকাপে খেলার সুযোগ পাকা করতে নেদারল্যান্ডসের বিরুদ্ধে যে দুটি ম্যাচে জিততেই হবে দক্ষিণ আফ্রিকাকে। যার জেরে, এই দুটি ম্যাচের জন্য পূর্ণশক্তির দলই নামাতে চলেছে প্রোটিয়ারা।
কিন্তু মোটা অঙ্কের বিনিময়ে তাঁকে দলে নেওয়ার পরও না পাওয়ার জেরে কী বলছে তাঁর ফ্র্যাঞ্চাইজি ? ডেভিড মিলার জানিয়েছেন, "স্বাভাবিক কারণেই ওরা বেশ হতাশ। আমদাবাদের মাঠে চেন্নাইয়ের বিরুদ্ধে প্রথম ম্যাচে খেলা অবশ্যই বড় ব্যাপার, যে ম্যাচে খেলতে না পারার জেরে আমি নিজেই হতাশ। তবে হ্যাঁ, জাতীয় দলের সবুজ-হলুদ জার্সি পরে মাঠে নামা সম্মান ও গর্বের। নেদারল্যান্ডস যথেষ্ট শক্তিশালী দল, তাই যে ম্যাচগুলোয় ভাল খেলার লক্ষ্যেই নামব আমরা। "
শুধুমাত্র ডেভিড মিলারই নন, নেদারল্যান্ডসের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার হতে খেলতে নামার জেরে একাধিক প্রোটিয়া ক্রিকেটারকে আইপিএলের শুরুতে পাওয়া যাবে না। যে তালিকায় রয়েছেন আইডেন মার্করাম, হেনরিক ক্লাসেন, মার্কো জানসেনের মতো তারকা ক্রিকেটাররাও। যারা খেলবেন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে। দিল্লি ক্যাপিটালস পাবে না আনরিজ নর্জে, লুঙ্গি এনগিডিকে । মুম্বই ইন্ডিয়ান্স ত্রিস্টান স্টাবস ও ডেওয়াল্ড ব্রেভিসকে পাবে না। কুইন্টন ডে কককে পাবে না লখনউ সুপার জায়ান্টস। পাঞ্জাব কিংস পাবে না কাগিসো রাবাদা।
গত আইপিএলের আগেও তৈরি হয়েছিল এরকম পরিস্থিতি। বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট ম্যাচ সিরিজ ছিল দক্ষিণ আফ্রিকার। যেবার অবশ্য খেলা বা না খেলার সিদ্ধান্ত ক্রিকেটারদের ওপরই ছেড়েছিল ক্রিকেট সাউথ আফ্রিকা। এবারে অবশ্য পরিস্থিতি ভিন্ন।
আরও পড়ুন- শেষ হাসি কাদের ? ভারত-অস্ট্রেলিয়া মরণ-বাঁচন ম্যাচে কেমন পিচ অপেক্ষায় ?