IPL 2023 Highlights: দিল্লির জয়, কোথায় দাঁড়িয়ে কেকেআর, আইপিএলের সারাদিনের সেরা খবরের ঝলক
Indian Premier League: আইপিএলের সারাদিনের সেরা ৫ খবর এক নজরে।
কলকাতা: পাঞ্জাব কিংসকে হারিয়ে কলকাতা নাইট রাইডার্সের সুবিধা করে দিল দিল্লি ক্যাপিটালস। আইপিএলে সারাদিন আর কী হল?
পাঞ্জাবের হার
প্লে অফ নিশ্চিত করতে বাকি দুই ম্যাচই জিততে হতো পাঞ্জাব কিংসকে (Punjab Kings)। কিন্তু পয়েন্ট টেবিলের তলানিতে থাকা দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) কাছে পরাজয় হজম করতে হল প্রীতি জিন্টার দলকে। ধর্মশালায় ১৫ রানে পাঞ্জাব কিংসকে হারিয়ে দিল্লি। সেই সঙ্গে সুবিধা করে দিল কলকাতা নাইট রাইডার্সের। ম্যাচ জিতে গেলেই কেকেআরকে পয়েন্টের নিরিখে পেরিয়ে যেত পাঞ্জাব। তা পারলেন না শিখর ধবনরা। ১৩ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তালিকায় আট নম্বরে পাঞ্জাব। প্লে অফে যেতে গেলে শেষ ম্যাচে বিরাট ব্যবধানে জিততে হবে ধবনদের।
পয়েন্ট টেবিলে কে কোথায়
সব দল অন্তত ১২ ম্যাচ খেলে ফেলেছে। এখনও পর্যন্ত একমাত্র দল হিসাবে প্লে অফে জায়গা করে নিয়েছে গুজরাত টাইটান্স। গতবারের চ্যাম্পিয়নরা এবারও ট্রফি জয়ের দাবিদার। প্লে অফের দৌড় থেকে (IPL Play Off) ছিটকে গিয়েছে দিল্লি ক্যাপিটালস ও সানরাইজার্স হায়দরাবাদ। প্লে অফের দৌড়ে টিকে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। পয়েন্ট টেবিলের ছবিটা ঠিক কী রকম?
রবিবার চেন্নাই সুপার কিংসের ডেরায় গিয়ে মহেন্দ্র সিংহ ধোনিদের ৬ উইকেটে হারিয়ে দিয়েছে কেকেআর। ১৩ ম্যাচ খেলে ১২ পয়েন্ট নাইটদের। শেষ ম্যাচে ঘরের মাঠে লখনউ সুপার জায়ান্টসকে হারাতেই হবে কেকেআরকে। জিততে হবে বিরাট ব্যবধানে। সেই সঙ্গে অন্য দলের ফলাফলের দিকেও তাকিয়ে থাকতে হবে। তবে যদি প্লে অফের দরজা খোলে। আপাতত ১৩ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তালিকায় সাত নম্বরে রয়েছে কেকেআর।
বিরাট পরীক্ষা
রবিবার রাজস্থান রয়্যালসকে (Rajasthan Royals) ১১২ রানে হারিয়ে দিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB)। বিরাট ব্যবধানে জয় এক ধাক্কায় আরসিবির নেট রান রেট -০.৩৪৪ থেকে +০.১৬৬ করে দিয়েছে। এত বিরাট ব্যবধানে জয় পয়েন্ট টেবিলও ওলট পালট করে দিয়েছে। ১২ পয়েন্টে রয়েছে ৪টি দল। তার মধ্যে সবচেয়ে ভাল জায়গায় আরসিবিই। আর সেটা রান রেটের সুবাদে। পয়েন্ট টেবিলে পাঁচ নম্বরে রয়েছেন ফাফ ডুপ্লেসি-বিরাট কোহলিরা। প্রতিদ্বন্দ্বী তিন দলের চেয়ে এগিয়ে কোহলিরা। প্লে অফে যাওয়ার ভাল সুযোগ রয়েছে আরসিবির। তবে হারলেই পয়েন্ট টেবিলের ছ'নম্বরে নেমে যাবে আরসিবি। রাজস্থানেরও নীচে। সেই রাজস্থান, যাদের আগের ম্যাচে দুরমুশ করেছে আরসিবি।
যোগীর সাক্ষাৎ
তিনি উত্তরপ্রদেশের ক্রিকেটার। ঘরোয়া ক্রিকেটে খেলেন উত্তরপ্রদেশের হয়েই। কিন্তু আইপিএলে (IPL 2023) তিনি লখনউ সুপার জায়ান্টস (LSG) দলে নেই। খেলেন মুম্বই ইন্ডিয়ান্সে (Mumbai Indians)। মঙ্গলবার তিনি ঘরের মাঠে খেললেন অ্যাওয়ে ম্যাচ। লখনউয়ের একানা ক্রিকেট স্টেডিয়ামে তাঁর দল মুম্বই ইন্ডিয়ান্স ম্য়াচ হেরে গিয়েছে। তবে পীযূষ চাওলা রয়েছেন খোশমেজাজে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে দেখা করলেন। মুম্বই ইন্ডিয়ান্সের লেগস্পিনারকে শুভেচ্ছা জানালেন যোগী আদিত্যনাথ।
ভক্ত গাওস্কর
গত রবিবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে এ মরসুমে নিজেদের ঘরের মাঠে শেষ ম্যাচটি খেলে ফেলল চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। নাইটদের বিরুদ্ধে ম্যাচে সিএসকে পরাজিত হলেও চিপকে দর্শকরা শেষ পর্যন্ত অপেক্ষা করেছিল। তাঁর কারণ অবশ্য়ই মহেন্দ্র সিংহ ধোনি (Mahendra Singh Dhoni)। ম্যাচের শেষে ধোনিসহ গোটা সিএসকে দলকে ল্যাপ অফ অনার নিতে দেখা যায়। সেই সময়ই সুনীল গাওস্কর (Sunil Gavaskar) ধোনিকে তাঁর শার্টে সই করার অনুরোধ করেন এবং ধোনি সেই অনুরোধ রাখেনও বটে।
এবার সেই অটোগ্রাফ দেওয়া নিয়ে মুখ খুললেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক গাওস্কর। তিনি বলেন, 'আমি যখন জানতে পারি সিএসকে এবং এমএস ধোনি মাঠে ল্যাপ অফ অনার নেবে, তখন আর আমি সুযোগ হাতছাড়া করিনি। সেই কারণেই আমি ধোনির অটোগ্রাফ নিতে ওর দিকে ছুটে যায়। এটা চিপকে ওর শেষ ম্যাচ। সিএসকে প্লে-অফে কোয়ালিফাই করলে অবশ্য এই মাঠে আবারও ওকে খেলতে দেখা যেতে পারে। তবে আমি সুযোগ হাতছাড়া করতে চাইনি। ভাগ্যবশত ক্যামেরা ইউনিটের একজনের কাছে মার্কার পেন ছিল। তাই ধোনির পাশাপাশি মার্কার পেনটা যার, তাকেও আমি ধন্যবাদ জানাতে চাই।'