KKR vs LSG: পয়েন্ট টেবিল দেখছেন না, শেষ ম্যাচে জয়ের জন্য মরিয়া হয়ে ঝাঁপাতে চান কেকেআর কোচ
IPL 2023: কলকাতা নাইট রাইডার্সের (KKR) প্লে অফ ভাগ্য অঙ্কের এমনই জটিল গোলকধাঁধায় ঘুরপাক খাচ্ছে যে, তার চেয়ে রকেট সায়েন্স বুঝে ফেলাও বুঝি সহজ কাজ!
কলকাতা: কলকাতা নাইট রাইডার্সের (KKR) প্লে অফ ভাগ্য অঙ্কের এমনই জটিল গোলকধাঁধায় ঘুরপাক খাচ্ছে যে, তার চেয়ে রকেট সায়েন্স বুঝে ফেলাও বুঝি সহজ কাজ!
নিজেদের শেষ ম্যাচে শুধু লখনউ সুপার জায়ান্টসকে (KKR vs LSG) বিরাট ব্যবধানে হারালে হবে না, তাকিয়ে থাকতে হবে অন্য দলের ফলাফলের দিকেও। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে রাজস্থান জিতলে চলবে না। পাঞ্জাব খুব বড় ব্যবধানে জিতলে হবে না। মুম্বই ইন্ডিয়ান্সকে শেষ ম্যাচ হারতে হবে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে শেষ ম্য়াচ জিতলে চলবে না। অঙ্কের লম্বা তালিকা...
কলকাতা নাইট রাইডার্সের কোচ চন্দ্রকান্ত পণ্ডিত (Chandrakant Pandit) অবশ্য এত অঙ্ক নিয়ে মাথা ঘামাতে চান না। সাফ বলে দিলেন, 'আমাদের হাতে আর একটা ম্যাচ রয়েছে। এই পরিস্থিতিতে যে কোনও দলই সামনের দিকে তাকাতে চাইবে। আমিও তাই চাইছি। পয়েন্ট টেবিলের দিকে তাকাচ্ছি না। শুধু নিজেদের শেষ ম্যাচে বড় ব্যবধানে জিততে হবে আর সেদিকেই মনোনিবেশ করছি। ছন্দ বজায় রাখতে চাই।'
চেন্নাই সুপার কিংসকে তাদের ডেরায় গিয়ে হারানোর পর নাইট নেতা নীতীশ রানা বলেছিলেন, ঘরের মাঠের সুবিধা পাচ্ছে না কেকেআর। অবশ্য পণ্ডিতের মতে, নীতীশের কথার ভুল ব্যাখ্যা করা হয়েছে। কেকেআরের হেড কোচ বললেন, 'ঘরের মাঠের সুবিধা বলতে ম্যাচ জেতা। সেই সুযোগ আমরা কাজে লাগাতে পারিনি। ইডেনের পিচ নিয়ে কেউ প্রশ্ন তুলছে না। খুব দুর্ভাগ্যজনক। এ নিয়ে বিতর্ক তৈরির চেষ্টা চলছে। আমরা ঘরের মাঠের সুবিধা নিতে পারতাম ম্যাচ জিতে। সেটাই বোঝাতে চেয়েছি।'
কেকেআরকে শেষ আইপিএল ট্রফি দেওয়া অধিনায়ক গৌতম গম্ভীর এখন নতুন ভূমিকায়। লখনউ সুপার জায়ান্টসের মেন্টর তিনি। ইডেন গার্ডেন্সে আইপিএলের ম্যাচে অ্যাওয়ে টিমের ডাগ আউটে বসছেন গম্ভীর, কেকেআর সমর্থকদের কাছেও যেন অপ্রত্যাশিত দৃশ্য। কিন্তু আইপিএল এমনই। আজ যে সতীর্থ, কাল সেই প্রতিপক্ষ। আজ যে ভরসা, কাল সেই উদ্বেগের কারণ।
গম্ভীরও এখন কেকেআরের নির্ভরতা নন, বরং সবচেয়ে বড় কাঁটা। ইডেনের উইকেট চেনেন হাতের তালুর মতো। তাঁর মগজাস্ত্র নাইটদের গেমপ্ল্যান ওলটপালট করে দিতে পারে। যদিও কেকেআরের মহাগুরু চন্দ্রকান্ত পণ্ডিত প্রতিপক্ষ ডাগ আউটে গম্ভীরের উপস্থিতিকে খুব একটা গুরুত্ব দিতে নারাজ। বললেন, 'ওটা কোনও ব্যাপার নয়। মাঠের বাইরে থেকে মনে হয় না খুব একটা ফ্যাক্টর হবে। আর কে কোন ড্রেসিংরুমে থাকল, তা কোনও দলকে সুবিধা করে দিল কি না, এরকম চর্চা বরাবর হয়। ম্যাচে তার কোনও প্রভাব পড়তে দেখিনি।'
আরও পড়ুন: প্রচণ্ড গরম থেকে শরীরকে বাঁচাতে পাতে রাখুন এই খাবারগুলি
আরও পড়ুন: কোহলিদের বিরাট জয়ে কোণঠাসা কেকেআর, প্লে অফে যেতে হলে চাই অলৌকিক ফল