Kolkata Knight Riders: পণ্ডিত-মশাইয়ের উদ্যোগ, ইডেন পরিষ্কার করলেন কেকেআর ক্রিকেটারেরাই
IPL 2023: পণ্ডিতমশাই এবার নতুন এক উদ্যোগ নিলেন। তাঁর নির্দেশে মাঠ পরিষ্কার করলেন নাইট ক্রিকেটারেরা!
কলকাতা: কোচ হিসাবে তিনি ব্যতিক্রমী। তারকা প্রথায় বিশ্বাসী নন। ঘরোয়া ক্রিকেটে কোচ হিসাবে তিনি কিংবদন্তি। মুম্বই হোক বা বিদর্ভ, মধ্যপ্রদেশ - কোচ হিসাবে রঞ্জি ট্রফি জিতেছেন। এবার সেই চন্দ্রকান্ত পণ্ডিতকে কোচ করেছে কলকাতা নাইট রাইডার্স (KKR)। আর কোচ হিসাবে ইতিমধ্যেই নজর কেড়ে নিয়েছেন।
সেই পণ্ডিতমশাই এবার নতুন এক উদ্যোগ নিলেন। তাঁর নির্দেশে মাঠ পরিষ্কার করলেন নাইট ক্রিকেটারেরা!
শুক্রবার সানরাইজার্স হায়দরাবাদের (SRH) বিরুদ্ধে ইডেনে (Eden Gardens) খেলবে কেকেআর। তার আগের দিন, বৃহস্পতিবার সন্ধ্যায় ইডেনে প্র্যাক্টিস করল দুই দলই। প্র্যাক্টিসের শেষে কেকেআর ক্রিকেটারদের দেখা যায় মাঠ পরিষ্কার করছেন। কীভাবে? দেখা যায়, জলের খালি বোতল কুড়োচ্ছেন নীতীশ রানা, রিঙ্কু সিংহরা। তারপর ডাস্টবিন এনে তাতে ফেলছেন। জানা যায়, কেকেআরের হেড কোচ পণ্ডিতই বলেছিলেন, প্র্যাক্টিসের শেষে মাঠ সাফ করতে। সেই নির্দেশই পালন করেছেন ক্রিকেটারেরা।
ফুটবল মাঠে এই দৃশ্য আগেও দেখা গিয়েছে। জাপান বা দক্ষিণ কোরিয়ার ফুটবলাররা বিশ্বকাপের ম্যাচের পরেও ড্রেসিংরুম পরিষ্কার করেছেন। মাঠ পরিপাটি করে গিয়েছেন। এমনকী, দু দেশের সমর্থকদের গ্যালারি সাফ করতেও দেখা যায়। এবার পণ্ডিতের হাত ধরে কি ক্রিকেট মাঠেও সেই ছবি দেখা যাবে?
লকি ফার্গুসনের (Lockie Ferguson) সাংবাদিক বৈঠক সবে শেষ হয়েছে। তিনি লিফটে করে ইডেন গার্ডেন্সের (Eden Gardens) ক্লাব হাউসের তিনতলা থেকে নীচে নামছেন। প্রায় সঙ্গে সঙ্গেই সিঁড়ি দিয়ে উঠে এলেন কলকাতা নাইট রাইডার্স (KKR) শিবিরের দুই সদস্য। হাতে মিষ্টির হাঁড়ি। রসের ভেতর সাঁতার কাটছে দুধ সাদা রসগোল্লা। কেকেআরের কনটেন্ট টিমের অন্যতম সদস্য ঋতম ভট্টাচার্য বলছিলেন, 'শনিবার নববর্ষ। তার আগের দিনই আমাদের ম্যাচ। তাও আবার কলকাতার বুকে। তার আগাম সেলিব্রেশন। দ্রে রাস (দলে আন্দ্রে রাসেলের ডাকনাম) রসগোল্লা পাঠিয়েছেন সকলের জন্য।'
শুনে বেশ অবাক হতে হল। রাসেল কি বাঙালি নববর্ষের কথা জানেন? পরে কেকেআর শিবির থেকেই ব্যাখ্যা করে দেওয়া হল। বলা হল, পয়লা বৈশাখ বিশেষভাবে পালন করার পরিকল্পনা নিয়েছেন নাইটরা। রাসেলও গোটা বিষয়টায় মজা পেয়েছেন। মিষ্টিমুখের পরিকল্পনাও পছন্দ হয়েছে তাঁর। সেই কারণে সকলের মধ্যে রসগোল্লা বিতরণ করা হল।
এর আগে রবীন্দ্র জয়ন্তী পালন করতে দেখা গিয়েছে কেকেআরকে। শহরের আবেগের সঙ্গে একাত্ম হতে চেয়ে উদ্যোগ নিতে দেখা গিয়েছে স্বয়ং কেকেআর মালিক শাহরুখ খানকে। ২০০৮ সালে, আইপিএলের জন্মবর্ষে পঁচিশে বৈশাখের জন্য ইডেনে একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেদিন ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সঙ্গে কেকেআরের ম্যাচ। মমতা শঙ্করের ডান্স গ্রুপ পারফর্ম করেছিল ইডেনে। শাহরুখ স্বয়ং 'চিত্ত যেথা ভয়শূন্য' আবৃত্তি করেছিলেন। গোটা স্টেডিয়াম দেখেছিল কেকেআরের বাঙালি আবেগের সঙ্গে একাত্ম হওয়ার আন্তরিক প্রয়াস।
পরে অবশ্য কেকেআরে বাংলার ক্রিকেটারদের সুযোগ না দেওয়া নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। তবে কলকাতার সঙ্গে আত্মিক যোগ তৈরির চেষ্টায় কোনও ফাঁক রাখছে না কেকেআর। তাই পয়লা বৈশাখকেও স্মরণীয় করে রাখতে চায় নাইট শিবির। শুক্রবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচের আগে বা পরে ধুতি-পাঞ্জাবি পরে কোনও চমক দেওয়া যায় কি না, রাতের দিকে শোনা গেল তা নিয়েও কেকেআর শিবিরে আলোচনা চলছে।
আরও পড়ুন: KKR Exclusive: নববর্ষের জন্য আগাম মিষ্টিমুখ কেকেআরের, ইডেন বেল বাজাবেন লারা?