IPL 2023: আরসিবির বিরুদ্ধে ম্যাচে নিয়ম ভেঙে কড়া শাস্তির মুখে পড়লেন নাইট তারকা জেসন রয়
Jason Roy: আরসিবি ম্যাচে আচরণবিধি ভাঙার জন্য কেকেআর তারকা জেসন রয়ের ১০ শতাংশ বার্ষিক বেতন কাটা হল।
বেঙ্গালুরু: গতকাল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ২১ রানের ব্যবধানে হারিয়ে অবশেষে জয়ের সরণিতে ফিরেছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন কেকেআর অধিনায়ক জেসন রয় (Jason Roy)। নাগাড়ে দ্বিতীয় ম্যাচে অর্ধশতরান হাঁকান কেকেআরের ইংলিশ তারকা। ২৯ বলে ৫৬ রানের ইনিংস খেলেন রয়। তাঁর ধুঁয়াধার ইনিংসই কেকেআরের জয়ের ভিত গড়ে দেয়। কিন্তু ম্যাচ শেষেই শাস্তির মুখে পড়তে হল রয়কে।
রয়কে শাস্তি
দুরন্ত ছন্দে দেখানো রয় আউট হয়ে চূড়ান্ত হতাশায় উইকেটের বেলে আঘাত করেন। আইপিএল টুর্নামেন্টের আচরণবিধি ভাঙার কারণেই বিসিসিআইয়ের তরফে তাঁকে জরিমানা করা হল। আইপিএলের তরফে এক বিবৃতিতে বলা হয়, 'আইপিএলের আচরণবিধির আর্টিকেল ২.২ অন্তর্গত লেভেল ১ বিধি ভঙ্গ করার কথা রয় স্বীকার করে নিয়েছেন।' এই বিবৃতিতে আরও জানানো হয়, লেভেল ১ বিধিভঙ্গের ক্ষেত্রে ম্যাচ রেফারির সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত হিসাবে ধরা হয়। এই ভুলের জন্যই রয়ের ম্যাচ থেকে প্রাপ্ত বেতনের ১০ শতাংশ কেটে নেওয়া হয়েছে।
ক্ষুব্ধ বিরাট
কেকেআরের বিরুদ্ধে ম্যাচ হেরে দলের ফিল্ডিং নিয়ে সমালোচনায় মুখর বিরাট কোহলি (Virat Kohli)। আরসিবি অধিনায়ক ম্যাচ শেষে বলেন, 'সত্যি বলতে আমরা ওদেরকে জয়টা উপহার দিয়েছি। আমাদের এই ম্যাচ হারাই উচিত ছিল। পেশাদারের মতো তো খেলতেই পারিনি। বোলিংটা ভাল হলেও, আমরা ফিল্ডিংটা খুবই খারাপ করেছি। সহজ দুইটো ক্যাচ ফেলায় ওরা আরও ২৫-৩০ বাড়তি করার সুযোদ পায়। ব্যাটিংয়ের শুরুটাও ভালভাবে করেছিলাম বটে, কিন্তু তারপরে চার-পাঁচখানা খারাপ শট খেলে সহজেই উইকেট হারাই। যে বলগুলিতে উইকেট হারাই, সেগুলো তো উইকেট হারানোর মতো বলই ছিল না।'
কেকেআরের বিরুদ্ধে প্রথমে মহম্মদ সিরাজ ও পরে হর্ষল পটেল নীতীশ রানার অত্যন্ত সহজ দুইটি ক্যাচ ফেলে দেন। দুইবার জীবনদান পেয়ে নাইট অধিনায়ক ২১ বলে ৪৮ রানের গুরুত্বপূর্ণ এক ইনিংস খেলেন। বোলিংয়ে ক্যাচ ফেললেও, ব্যাট হাতে আরসিবি শুরুটা খারাপ করেনি। অধিনায়ক কোহলিও দুরন্ত অর্ধশতরান হাঁকান। তবে তাঁর দল ম্যাচ জিততে ব্যর্থ হয়।
কোহলির মতে আর একটা পার্টনারশিপ গড়তে পারলেই ম্যাচের ফলাফল ভিন্ন হলেও হতে পারত। 'রান তাড়া করতে নেমে আমরা পরপর উইকেট হারালেও, একটি পার্টনারশিপেই কিন্তু আমরা লড়াইয়ে ফিরে এসেছিলাম। যদি আরেকটা পার্টনারশিপ গড়তে পারতাম। আমাদের ফোকাসটা গোটা ম্যাচ জুড়ে বজায় রাখতে হবে। প্রতিপক্ষকে ম্য়াচে ফিরে আসার সুযোগ দিলেই মুশকিল।' বলে জানান কোহলি।
আরও পড়ুন: পরপর হার সত্ত্বেও দলের ওপর আস্থা অটুট ছিল, আরসিবিকে হারিয়েই দাবি নাইট অধিনায়ক রানার