KKR in IPL: আরসিবির বিরুদ্ধে ম্যাচেই মাইলফলক গড়তে চলেছেন রাসেল, নারাইন উভয়েই
KKR: আইপিএলে নারাইন কেকেআরের হয়েই খেললেও, রাসেল ২০১২ ও ২০১৩, দুই মরসুমে দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে সাতটি ম্যাচ খেলেছিলেন।
কলকাতা: রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ম্যাচ দিয়েই ইডেনে চার বছর পর কলকাতা নাইট রাইডার্স (KKR vs RCB) প্রত্যাবর্তন ঘটাতে চলেছে। এই ম্যাচেই কেকেআরের দুই ওয়েস্ট ইন্ডিয়ান তারকা আন্দ্রে রাসেল (Andre Russell) ও সুনীল নারাইন (Sunil Narine) মাইলফলক গড়তে চলেছেন।
মাইলফলক ম্যাচ
কেকেআরের জার্সিতে এক দশক পার করে ফেলেছেন দুই ওয়েস্ট ইন্ডিয়ান তারকাই। জিতেছেন আইপিএল খেতাবও। দলের সাফল্যের অনেকটাই তাঁদের পারফরম্যান্সের ওপর নির্ভরশীল। এই দুই তারকাই আজ আরসিবির বিরুদ্ধে ম্যাচে মাঠে নেমেই মাইলফলক গড়ে ফেলবেন। এটি সুনীল নারাইনের ১৫০তম ও আন্দ্রে রাসেলের শততম আইপিএল ম্যাচ। আইপিএলে নারাইন কেকেআরের হয়েই খেললেও, রাসেল ২০১২ ও ২০১৩, দুই মরসুমে দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে সাতটি ম্যাচ খেলেছিলেন।
দুই তারকার পরিসংখ্যান
নারাইন আইপিএলের সর্বোচ্চ উইকেটশিকারীদের অন্যতম। তিনি এখনও পর্যন্ত আইপিএলে ২৫.২৩ গড়ে ও ৬.৬৫ ইকোনমিতে মোট ১৫৩ উইকেট নিয়েছেন। অপরদিকে, ব্যাট হাতে আইপিএলের সর্বকালের অন্যতম সেরা স্ট্রাইক রেটের মালিক নারাইন। তিনি ১৬৩.২৯ গড়ে মোট ১০৩২ রান করেছেন। অপরদিকে, রাসেলের ১৭৭.৯৯-র স্ট্রাইক রেট আইপিএলের ইতিহাসে সর্বকালের সেরা। তিনি ৩০.৪৪ গড়ে এখনও পর্যন্ত মোট ২০৭০ রান করেছেন। বল হাতে ২৪.৪৮ গড়ে তিনি ৮৯টি উইকেটও নিয়েছেন।
নেটে বাংলার দুই
কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ যে, শহরের দল হয়েও বাংলার ক্রিকেটারদের সেভাবে সুযোগ দেয় না। কেউ কেউ এও বলে থাকেন যে, ভিন রাজ্যের খুব সাধারণ মানের ক্রিকেটার দলে নিলেও বাংলার ক্রিকেটারেরা ব্রাত্যই থেকে যান নাইট শিবিরে। এমনকী, এবারের দলে (IPL 2023) তো বাংলার একজন ক্রিকেটারও জায়গা পাননি।
সেই ছবি কি সামান্য হলেও বদলাতে চলেছে? অবশেষে কি শাহরুখ খান-জুহি চাওলার দলে দেখা যাবে বাংলার কোনও ক্রিকেটারকে? বুধবারের পর থেকে সেই জল্পনা মাথাচাড়া দিয়েছে। কারণ, নাইটদের নেটে আচমকা দেখা যাচ্ছে বাংলার দুই ক্রিকেটারকে। অভিমন্যু ঈশ্বরণ ও সুদীপ ঘরামি। তাৎপর্যপূর্ণ হচ্ছে, দুজনের কেউই নেট বোলার নন। বাংলা থেকে নেট বোলার হিসাবে অনেকেই কেকেআরের প্র্যাক্টিসে আগেও গিয়েছেন। কিন্তু অভিমন্যু ও সুদীপ উভয়েই ব্যাটার।
নাইট শিবির সূত্রে যা খবর, আপাতত আর একজন ক্রিকেটারকে দলে নেওয়ার ব্যাপারে ভাবনাচিন্তা চলছে। একসঙ্গে জোড়া ধাক্কা খেতে হয়েছে কেকেআরকে। প্রথমত, চোটের জন্য গোটা আইপিএল থেকে ছিটকে গিয়েছেন শ্রেয়স আইয়ার। যিনি শুধু নাইটদের ব্যাটিংয়ের অন্যতম ভরসা ছিলেন তাই নয়, তিনি ছিলেন দলের অধিনায়কও। তারপর শাকিব আল হাসানও ব্যক্তিগত কারণ দেখিয়ে আইপিএল থেকে সরে দাঁড়িয়েছেন। বুধবার ইংল্যান্ডের জেসন রয়কে দলে নিয়েছে কেকেআর। মনে করা হচ্ছে, জেসন দলে যোগ দেওয়ায় শ্রেয়সের অভাব অনেকটাই মিটবে। তবে ভারতীয় একজন ব্যাটারের প্রয়োজন রয়েছে কেকেআরে। আর সেই কারণেই নতুন করে খোঁজ শুরু হয়েছে।
আরও পড়ুন: ৪ বছর পর ইডেনে নামছেন রাসেলরা, কেকেআর বনাম আরসিবির ম্যাচটি কোথায় দেখবেন?