IPL 2023 Points Table: সানরাইজার্সকে হারিয়ে কি আদৌ কোন লাভ হল? লিগ তালিকায় কত নম্বরে রয়েছে কেকেআর?
IPL: আইপিএলের লিগ তালিকায় আপাতত তিন দলের দখলে ১০ পয়েন্ট রয়েছে।
কলকাতা: বৃহস্পতিবার, ৪ মে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad) ঘরের মাঠে এক রুদ্ধশ্বাস ম্যাচ পাঁচ রানে জিতে নিয়েছে। প্লে-অফের দৌড়ে টিকে থাকতে কেকেআরকে নিজেদের বাকি সবকয়টি ম্যাচই জিতত হবে। সানরাইজার্সকে হারিয়ে তাই প্লে-অফের দৌড়ে আপাতত টিকে রইল নাইট রাইডার্স। তবে ম্যাচ জেতায় নাইটরা পয়েন্ট তালিকায় আদৌ কি এগল?
কেকেআরের দখলে আপাতত আট পয়েন্ট রয়েছে। নীতীশ রানার নেতৃত্বাধীন দল ১০ ম্যাচের মধ্যে চারটিতে জয় পেয়েছে এবং ছয়টি ম্যাচে পরাজিত হয়েছে। সানরাইজার্সকে হারিয়ে নাইটদের পয়েন্ট বাড়লেও লিগ তালিকায় (IPL 2023 Points Table) অবশ্য তাঁরা একই স্থানে রয়ে গেল। আপাতত লিগে আট নম্বরেই রয়েছে নাইটরা। তাঁদের নেট রান রেট -০.১০৩। অপরদিকে, কেকেআরের কাছে হারলেও সানরাইজার্সও একই স্থানে রয়ে গেল। কেকেআরের ঠিক পরেই লিগ তালিকায় নয় নম্বরে রয়েছে নিজামের শহরের ফ্র্যাঞ্চাইজি। নয় ম্যাচে তিন জয় ও ছয়টি হারের ফলে তাঁদের দখলে আপাতত ছয় পয়েন্ট রয়েছে, নেট রান রেট -০.৫৪০।
আরও পড়ুন: রান্নার তেলের বোতলে কেন এমন ঢাকনা থাকে জানেন?
লিগ তালিকায় শেষ স্থানে রয়েছে দিল্লি ক্যাপিটালস। রাজধানীর ফ্র্য়াঞ্চাইজির দখলেও নয় ম্য়াচে ছয় পয়েন্ট। তবে তাঁদের নেট রান রেট (-০.৭৬৮) সানরাইজার্সের থেকে খারাপ হওয়ায় তাঁরা আপাতত লাস্টবয়। তালিকার এক নম্বরে নিজেদের দখল অব্যাহত রেখেছে গত বারের চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্স। হার্দিক পাণ্ড্যর নেতৃত্বাধীন দলের দখলে আপাতত ৯ ম্যাচের পর ছয়টি জয়ের সুবাদে ১২ পয়েন্ট রয়েছে। নেট রান রেট +০.৫৩২।
লখনউ সুপার জায়ান্টস রয়েছে দুই নম্বরে। ১০ ম্যাচ খেলে ৫টি জিতেছেন কে এল রাহুলরা। বুধবার চেন্নাই সুপার কিংসের সঙ্গে তাদের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায়। পয়েন্ট ভাগাভাগি হয়ে যায় দুই দলের। লখনউয়ের পয়েন্ট ১১। লখনউয়ের নেট রান রেট +০.৬৩৯। তিন নম্বরে সিএসকে। ১০ ম্যাচ খেলে মহেন্দ্র সিংহ ধোনিদের ঝুলিতে ১১ পয়েন্ট। সিএসকে-র নেট রান রেট +০.৩২৯।
মুম্বই ইন্ডিয়ান্সের কাছে রুদ্ধশ্বাস ম্যাচে হেরে গেলেও প্লে অফের দৌড়ে ভালমতোই রয়েছে রাজস্থান রয়্যালস। ৯ ম্যাচের মধ্যে ৫টি জিতেছেন সঞ্জু স্যামসনরা। তাঁদের ঝুলিতে রয়েছে ১০ পয়েন্ট। নেট রান রেটেও বেশ এগিয়ে রাজস্থান। +০.৮০০। লিগ তালিকায় আপতত চার নম্বরে সঞ্জু স্যামসনের দল। রাজস্থানের মতোই লিগ তালিকায় আরও তিন দলের দখলে ১০ পয়েন্ট রয়েছে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, মুম্বই ইন্ডিয়ান্স ও পাঞ্জাব কিংসের যথাক্রমে লিগ তালিকায় পাঁচ, ছয় ও সাতে রয়েছে। তফাৎ শুধু তাঁদের নেট রান রেটে।
আরসিবির নেট রান রেট, -০.০৩০, পল্টনদের -০.৩৭৩ এবং পাঞ্জাবের -০.৪৭২। আইপিএল 'বিজনেস এন্ড'-এ পৌঁছে গিয়েছে। জমে উঠেছে প্লে-অফের দৌড়। শেষমেশ কোন চারটি দল প্লে-অফে নিজেদের স্থান পাকা করে এখন সেটাই দেখার বিষয়।
আরও পড়ুন: অরেঞ্জ ক্যাপ এখনও ডুপ্লেসির, সর্বোচ্চ স্কোরার হওয়ার দৌড়ে আর কারা?