KKR X Factor Award: এবার থেকে ম্যাচ জেতালেই বিশেষ পুরস্কার পাবেন ক্রিকেটারেরা, ঘোষণা কেকেআরের
IPL 2023: প্রায় ৪ বছর পর ইডেন গার্ডেন্সে নেমে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ৮১ রানে হারিয়েছে কেকেআর। উচ্ছ্বসিত ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ ক্রিকেটারদের জন্য নতুন পুরস্কার চালু করে দিল।
কলকাতা: দেখতে দেখতে ৯ বছর কেটে গিয়েছে। ট্রফিহীন কলকাতা নাইট রাইডার্স (KKR) শিবির। ষোড়শ আইপিএলের (IPL 2023) শুরুতেই হোঁচট খেতে হয়েছিল। পাঞ্জাব কিংসের কাছে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে মাত্র ৭ রানে হারতে হয়েছিল নাইটদের। তবে ঘরের মাঠে ঘুরে দাঁড়িয়েছে কেকেআর। প্রায় ৪ বছর পর ইডেন গার্ডেন্সে নেমে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ৮১ রানে হারিয়েছে কেকেআর। উচ্ছ্বসিত ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ ক্রিকেটারদের জন্য নতুন পুরস্কার চালু করে দিল।
বৃহস্পতিবার ইডেনে এসে ম্যাচ দেখেন টিম মালিক শাহরুখ খান। ছিলেন অন্যতম মালিক জুহি চাওলাও। আরসিবির বিরুদ্ধে ম্যাচ শেষ হওয়ার পর ড্রেসিংরুমে গিয়েছিলেন শাহরুখ। সঙ্গে ছিলেন মেয়ে সুহানা, কেকেআরের সিইও বেঙ্কি মাইসোর, জুহির স্বামী তথা অন্যতম মালিক জয় মেটা। শাহরুখ সকল ক্রিকেটারদের উৎসাহ দেন। তারপরই নতুন পুরস্কার চালু করার কথা ঘোষণা করেন দলের সিইও বেঙ্কি মাইসোর।
তিনি বলেন, 'এখানে শাহরুখ স্যার রয়েছেন। জয়, জুহি, সুহানারা রয়েছে। আমরা এবার থেকে একটা নতুন পুরস্কার চালু করছি। এক্স ফ্যাক্টর। যা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। আজকের এক্স ফ্যাক্টর পুরস্কার পাচ্ছেন শার্দুল ঠাকুর।' সকলে মিলে শার্দুলকে অভিনন্দন জানান। পরে সেই ভিডিও প্রকাশ করে কেকেআর।
আরসিবির বিরুদ্ধে ৮৯ রানে পাঁচ উইকেট হারিয়ে একসময় ধুঁকছিল কেকেআর (KKR vs RCB)। কিন্তু সেই সময়ই নাইটদের হয়ে ব্যাট ধরেন শার্দুল ঠাকুর (Shardul Thakur) ও রিঙ্কু সিংহ। শুরুটা কিছুটা নড়বড়েভাবে করলেও, একের পর এক বড় শটে তাক লাগিয়ে দেন শার্দুল। নিজের কেরিয়ারের প্রথম আইপিএল অর্ধশতরানও হাঁকিয়ে ফেলেন শার্দুল। ২৯ বলে ৬৮ রানের ইনিংস খেলেন তিনি। তাঁকেই ম্যাচের সেরা নির্বাচিত করা হয়।
View this post on Instagram
দুরন্ত ইনিংসের পর দলের কোচ, ম্যানেজমেন্টকেই ধন্যবাদ জানালেন ভারতের তারকা অলরাউন্ডার। তিনি বলেন, 'আমি নিজেই জানি না এটা কী ভাবে সম্ভব হল। স্কোরবোর্ডের নিরিখে আমরা কিন্তু চাপেই ছিলাম। তবে মাঠে নামার পর এতকিছু মাথায় থাকে না। এমন স্তরে ব্যাট করতে হলে দক্ষতার প্রয়োজন হয়ই, পাশাপাশি নেটে কড়া অনুশীলন করাটাও খুব জরুরি। কোচিং স্টাফ নেটে থ্রো-ডাউন দিয়ে আমাদের বড় শট খেলার জন্য তৈরি করেন। আর এখানকার পিচ তো বরাবরই ব্যাটারদের মদত করেই।'