RCB Replacements: রিস টপলি, রজত পাতিদারের বিকল্প হিসাবে কাদের দলে নিল আরসিবি?
RCB: একিলিস হিলে চোট পেয়েছিলেন রজত পাতিদার, মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচে কাঁধে চোট পান রিস টপলি।
বেঙ্গালুরু: আইপিএলের (IPL 2023) শুরু থেকেই আরসিবি শিবির চোট আঘাতে জর্জরিত। দিনকয়েক আগেই গোটা টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছিলেন গত মরসুমের আইপিএলে আলোড়ন সৃষ্টি করা রজত পাতিদার। গতকালই আবার রিস টপলির টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার খবরও জানিয়েছিলেন আরসিবি কোচ সঞ্জয় বাঙ্গার। এবার এই দুই তারকার বদলিও বেছে নিল আরসিবি কর্তৃপক্ষ।
রিস টপলির বদলে দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার ওয়েন পার্নেলকে (Wayne Parnell) দলে নিল আরসিবির, রজত পাতিদারের বদলে দলে এলেন বিশাখ বিজয় কুমার (Vyshak Vijay Kumar)।
🔊 ANNOUNCEMENT 🔊
— Royal Challengers Bangalore (@RCBTweets) April 7, 2023
South African all-rounder Wayne Parnell and Karnataka pacer Vyshak Vijaykumar replace Reece Topley and Rajat Patidar respectively for the remainder of #IPL2023.
Welcome to #ನಮ್ಮRCB, @WayneParnell and Vyshak! 🙌#PlayBold pic.twitter.com/DtVKapPSAY
আইপিএলের বিবৃতি
আইপিএলের তরফে এক বিবৃতিতে বলা হয়, 'টপলি মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আরসিবির প্রথম ম্যাচে কাঁধে চোট পান। পাতিদার গোড়ালির চোটের কারণে আরসিবির প্রথম ম্যাচে অংশগ্রহণই করেননি। ওঁর চোট এখনও সারেনি এবং সেই কারণেই আইপিএলের ১৬তম সংস্করণ থেকে তিনি ছিটকে গিয়েছেন।'
দক্ষিণ আফ্রিকান তারকা পার্নেল ৭৫ লক্ষ টাকায় আরসিবি দলে যোগ দিলেন। তিনি এর আগে আইপিএলে ২৬টি ম্য়াচ খেলে ২৬টি উইকেট নিয়েছেন। আন্তর্জাতিকে ৫৬টি বিশ ওভারের ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে পার্নেলের দখলে। অপরদিকে, বিজয় ২০ লক্ষ টাকার বিনিময়ে আরসিবিতে যোগ দিলেন। তিনি ঘরোয়া ক্রিকেটে কর্ণাটকের হয়ে ১৪টি ম্যাচ খেলে ২২টি উইকেট নিয়েছেন।
ঝাইয়ের বদলি রাইলি
পেশির চোটের কারণে আইপিএলের ১৬তম (IPL 2023) সংস্করণ থেকে ছিটকেই গিয়েছেন অজি তারকা ঝাই রিচার্ডসন (Jhye Richardson)। তাঁর বদলি আরেক অজি তারকা বোলারকেই বেছে নিল মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। রিচার্ডসনের বদলে মুম্বই দলে সুযোগ পেলেন রাইলি মেরিডিথ (Riley Meredith)। বৃহস্পতিবারই মুম্বই ইন্ডিয়ান্সের তরফে বদলি হিসাবে মেরিডিথের নাম সরকারিভাবে ঘোষণা করা হল।
রাইলি মেরিডিথ পাঁচটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে আটটি উইকেট নিয়েছেন। এর মধ্যে একটি ম্যাচে তিনি তিন উইকেট নিয়েছেন। গত মরসুমেও মুম্বই ইন্ডিয়ান্সের সদস্য ছিলেন ঝাই রিচার্ডসনের বদলি হিসাবে সুযোগ পাওয়া আরেক তারকা অজি বোলার। ২০২১ মরসুমে পঞ্জাব কিংসের হয়েও আইপিএলের মঞ্চ মাতিয়েছেন মেরিডিথ। তবে এ বারের আইপিএল নিলামে তিনি অবিক্রিত ছিলেন। তবে ঝাইয়ের চোটের কারণেই মেরিডিথের ভাগ্য খুলল। তাঁকে দেড় কোটি টাকার মূল্যে দলে নিল মুম্বই।
আরও পড়ুন: দুর্দান্ত জয়ের পর শাহরুখের অনুরোধে সাজঘরে গায়কের ভূমিকায় রিঙ্কু, গাইলেন কেকেআরের অ্যান্থেম