SRH vs MI, Match Highlights: গ্রিনের সেঞ্চুরি, সানরাইজার্স বধ, প্লে অফের লক্ষ্যে এবার আরসিবি ম্যাচের দিকে তাকিয়ে রোহিতরা
IPL 2023, SRH vs MI: একই সঙ্গে প্রথম আইপিএলে শতরানও এলে ক্যামেরন গ্রিনের ব্যাট থেকে। সানরাইজার্সকে ৮ উইকেটে হারিয়ে দিয়েও অবশ্য পরের ম্যাচে আরসিবির হারের প্রার্থনা করতে হবে রোহিতদের।
মুম্বই: একটা দল প্লে অফের দৌড় থেকে আগেই ছিটকে গিয়েছে। অন্য দলটি টুর্নামেন্টের ইতিহাসে সফলতম দল মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ওয়াংখেড়েতে নিজেদের ঘরের মাঠে শেষ লিগ ম্যাচ খেলল রোহিত বাহিনী। দুরন্ত জয় তো এলই, একই সঙ্গে প্রথম আইপিএলে শতরানও এলে ক্যামেরন গ্রিনের ব্যাট থেকে। সানরাইজার্সকে ৮ উইকেটে হারিয়ে দিয়েও অবশ্য পরের ম্যাচে আরসিবির হারের প্রার্থনা করতে হবে রোহিতদের। যদি বিরাটরা জিতে যান, তবে মুম্বই ছিটকে যাবে টুর্নামেন্ট থেকে। কারণ রান রেটে অনেকটাই এগিয়ে রয়েছে রয়্য়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
২০১ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে এদিন শুরুতেই ঈশান কিষাণের উইকেট হারায় মুম্বই শিবির। ১২ বলে ১৪ রান করে প্যাভিলিয়নে ফেরেন ঈশান কিষাণ। তবে চলতি টুর্নামেন্টে অফফর্মে থাকা রোহিত শর্মা এদিন রান পেলেন। এদিন অর্ধশতরানের ইনিংস খেলেন রোহিত শর্মা। ৩৭ বলে ৫৬ রানের ইনিংস খেলেন হিটম্যান। নিজের ইনিংসে ৮টি বাউন্ডারি ও ১টি ছক্কা হাঁকান তিনি। এরপর সূর্যকুমার যাদবকে নিয়ে দলের জয় নিশ্চিত করেন গ্রিন।
এবারের আইপিএলে প্রচুর অর্থ খরচ করে গ্রিনকে দলে নিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। এদিন নিজের প্রথম আইপিএল মরসুমের প্রথম সেঞ্চুরিটি হাঁকিয়ে ফেললেন গ্রিন। ৪৭ বলে ১০০ রান করে অপরাজিত থেকে মাঠ ছাড়েন গ্রিন। নিজের ইনিংসে ৮টি বাউন্ডারি ও ৮টি ছক্কা হাঁকান অজি তারকা। সূর্যকুমার যাদব ২৫ রানে অপরাজিত থাকেন।
এদিন টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন পল্টনদের অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। সানরাইজার্সের হয়ে সিংহভাগ ম্যাচ না খেললেও, এই ম্যাচে উমরন মালিককে একাদশে সুযোগ দেওয়া হয়। দলে ফেরেন অভিজ্ঞ ওপেনার ময়ঙ্ক আগরওয়ালও। তবে বাদ পড়েন রাহুল ত্রিপাঠী। সানরাইজার্সের হয়ে শুরুটা কিন্তু দুই ওপেনার ময়ঙ্ক ও ভিভ্রান্ত দুর্দান্তভাবে করেন। পাওয়ার প্লের ছয় ওভারেই ৫০ রানের গণ্ডি পার করে ফেলে সানরাইজার্স। এরপরেও রান করার গতি কমেনি। ভিভ্রান্ত ৩৬ বলে সাতটি চার ও একটি ছক্কার সুবাদে অর্ধশতরান পূরণ করেন।
ভিভ্রান্ত আগ্রাসীভাবে ব্যাট করায় শুরুটা তুলনামূলকভাবে মন্থর গতিতেই করেছিলেন ময়ঙ্ক। তিনিও ধীরে ধীরে নিজের ইনিংসের গতি বাড়ান। তবে বড় শট মারতে গিয়েই বাউন্ডারি লাইনে ধরা পড়েন আকাশ মাধওয়াল। ৪৭ বলে ৬৯ রানের ইনিংস খেলে আউট হন তিনি। ময়ঙ্ক ৩২ বলে নিজের অর্ধশতরান পূর্ণ করেন। এক সময় মনে হচ্ছিল হেসেখেলে দু'শো রানের গণ্ডি পার করে ফেলবে। কিন্তু মাধওয়াল দুরন্তভাবে মুম্বইকে লড়াইয়ে ফেরান।প্রথমে ৪৬ বলে ৮৩ রানে ব্যাট করা ময়ঙ্ককে ফেরান তিনি। তারপর ফেরান হেনরিক ক্লাসেন, হ্যারি ব্রুককে।