বোলারদের তালিকার শীর্ষে আফগানিস্তানের রশিদ খান। যিনি আইপিএলেও দুরন্ত ছন্দে রয়েছেন। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচ হারতে হলেও রশিদ হ্যাটট্রিক করেছিলেন। হার্দিক পাণ্ড্য। অসুস্থ থাকায় সেই ম্যাচে গুজরাত টাইটান্সের নেতৃত্বও দিয়েছিলেন আফগান লেগস্পিনার। তাঁর পরে দুই নম্বরে রয়েছেন ফজলহক ফারুকি। অস্ট্রেলিয়ার জস হ্যাজলউড রয়েছেন বোলারদের তালিকায় তিন নম্বরে। চার নম্বরে রয়েছেন শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা। তবে বোলারদের তালিকায় প্রথম দশের মধ্যে ভারতের কেউ নেই। যশপ্রীত বুমরা চোটের জন্য দীর্ঘদিন মাঠের বাইরে। তিনিও ব়্যাঙ্কিংয়ে অনেকটাই পিছিয়ে পড়েছেন। বুমরা কবে মাঠে ফেরেন, তা নিয়ে রয়েছে প্রশ্ন।
ICC T20 Rankings: ব্যাটে রান নেই, তবে টি-২০ ব়্যাঙ্কিংয়ে ব্যাটারদের মধ্যে শীর্ষে সূর্যকুমারই
Suryakumar Yadav: মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ব্যাট হাতে ম্যাচের পর ম্যাচ ব্যর্থ। তবে আইসিসি ব়্যাঙ্কিংয়ে তার প্রভাব পড়েনি। টি-টোয়েন্টি ব্যাটারদের মধ্যে শীর্ষে রয়েছেন মুম্বইয়ের তারকা।
মুম্বই: একটা সময় ভারতীয় ব্যাটিংকে নেতৃত্ব দিচ্ছিলেন তিনি। টি-টোয়েন্টি ক্রিকেটে বোলারদের ত্রাস হয়ে উঠেছিলেন। এ বি ডিভিলিয়ার্সের মতোই উইকেটের চারধারে এত শটের বৈচিত্র যে, তাঁকে বিশ্ব ক্রিকেটের নতুন মিস্টার থ্রি সিক্সটি ডিগ্রি বলা হচ্ছিল।
তবে ছন্দ হারিয়েছেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেটে রান পাননি। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে শূন্য রানের হ্যাটট্রিক করেছিলেন। লজ্জার যে রেকর্ড ওয়ান ডে বিশ্বকাপের দলে তাঁর সুযোগ পাওয়ার দাবিকে বেশ ধাক্কা দিয়েছে। আইপিএলেও (IPL 2023) রান নেই। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ব্যাট হাতে ম্যাচের পর ম্যাচ ব্যর্থ। তবে আইসিসি ব়্যাঙ্কিংয়ে তার প্রভাব পড়েনি। টি-টোয়েন্টি ব্যাটারদের মধ্যে শীর্ষে রয়েছেন মুম্বইয়ের তারকা।
আইপিএল ভাল কাটছে না সূর্যকুমারের। মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম তিন ম্যাচে তাঁর রান ১৫, ১ ও ০। এমনকী, প্রথম একাদশে সূর্যের জায়গা নিয়েই প্রশ্ন উঠে গিয়েছে। তবে আইসিসি প্রকাশিত টি-টোয়েন্টি ব্যাটারদের তালিকায় শীর্ষে রয়েছেন তিনি।