IPL 2023: গম্ভীরকে পাশে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট লখনউ তারকা নবীনের
IPL: লখনউ-আরসিবি ম্যাচে বিবাদের পর নবীনের ৫০ শতাংশ ও কোহলি ও গম্ভীরের ১০০ শতাংশ বেতন কাটা গিয়েছিল।
আমদাবাদ: সোমবার, ১ মে লখনউ সুপার জায়ান্টস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে ম্যাচ শিরোনাম কেড়ে নিয়েছিল। বিরাট কোহলি (Virat Kohli) ও গৌতম গম্ভীরের (Gautam Gambhir) মধ্যেকার বিবাদের ছবি, ভিডিও সোশ্যাল মিডিয়ায় হু হু করে ভাইরাল হয়। সেই ম্যাচে গোটা ঘটনার শুরুটা কিন্তু আফগানিস্তানের ফাস্ট বোলার নবীন-উল-হক (Naveen-Ul-Haq) ও কোহলির কথা কাটাকাটি থেকে। তারপরেই নবীনের পাশে দাঁড়িয়ে কোহলির সঙ্গে বিবাদে জড়ান গম্ভীর। এই বিবাদের জেরে অবশ্য নবীনের ৫০ শতাংশ ও কোহলি ও গম্ভীরের ১০০ শতাংশ ম্যাচ থেকে প্রাপ্ত বেতন কাটা গিয়েছিল।
ইঙ্গিতপূর্ণ পোস্ট
এবার গম্ভীরকে পাশ নিয়ে আবারও এক ইঙ্গিতপূর্ণ পোস্ট করেন নবীন। তিনি সদ্যই লখনউ মেন্টর গৌতম গম্ভীরের সঙ্গে একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লেখেন, 'লোকের থেকে নিজে যে ব্যবহার আশা কর, তাদের সঙ্গে তেমনই ব্যবহার কর। লোকজন যেভাবে কথা বলবে আশা কর, তুমিও সেইভাবেই কথা বল।' নবীনের এই পোস্টের জবাবে গৌতম গম্ভীর লেখেন, 'তুমি যেমন রয়েছ, তেমনই থেকো। নিজেকে কখনও বদলাবে না।' এই পোস্টের মাধ্যমে নবীন বিরাট কোহলিকে খোঁচা দিয়েছেন বলেই অনেক মনে করছেন।
View this post on Instagram
কোহলি-গম্ভীরের কথোপকথন
এবার সর্বভারতীয় এক সংবাদসূত্র মারফৎ একটি রিপোর্ট পেশ করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে ঠীক কী বাক্যালাপ হয়েছিল গম্ভীর-কোহলির। সেই রিপোর্ট মারফৎ জানা যাচ্ছে যে সেদিন পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আগে গৌতম যখন বিরাটের দিকে এগিয়ে আসে, তখন তিনি বলেন, 'কী বলতে চাও, বলো আমাকে।' জবাবে বিরাট বলেন, ''আমি তো আপনাকে কিছুই বলিনি। আপনি কেন মাঝখানে আসছেন।' সেই কথার উত্তরে পাল্টা গম্ভীর বলেন, ''তুমি যদি আমার প্লেয়ারদের কিছু বলে থাকো, তার মানে আমার পরিবারকে কিছু বলছ। কথা শোনাচ্ছো।' এরপর বিরাট ফের বলেন, ''তাহলে আপনি আপনার পরিবারের সদস্যদের সামলে রাখুন একটু।'' এরপর ২ জনে পেছন ফিরে চলে যাওয়ার আগে শেষবার গম্ভীর বলেন, ''এখন তোমার থেকে আমাকে শিখতে হবে...?'
আরও পড়ুন: অসময়ে চুল পেকে যাওয়ার সমস্যা এড়াতে কী কী করবেন এবং কী কী করবেন না