RR vs PBKS: ব্যর্থ হেটমায়ার-জুরেলের লড়াই, রুদ্ধশ্বাস ম্যাচে ৫ রানে জয়ী পাঞ্জাব
IPL 2023, RR vs PBKS: সপ্তম উইকেটে মাত্র ২৭ বলে ৬২ রান যোগ করে পাঞ্জাব শিবিরের রক্তচাপ বাড়িয়ে দিয়েছিলেন দুজনে। এঁদের মধ্যে ধ্রুব নেমেছিলেন ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে।
গুয়াহাটি: আইপিএলে পাঞ্জাব কিংসের (PBKS) জয়রথ ছুটছে। প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে হারানোর পর দ্বিতীয় ম্য়াচ থেকেও ২ পয়েন্ট ঘরে তুললেন শিখর ধবনরা। যদিও খুব সহজে নয়, রীতিমতো স্নায়ুর চাপ বাড়িয়ে দেওয়ার মতো পরিস্থিতি থেকে মাত্র ৫ রানে জিতল পাঞ্জাব কিংস (IPL 2023)।
লক্ষ্য ১৯৮ রানের। সেখানে একটা সময় ১৬ ওভারের শেষে রাজস্থান রয়্যালসের রান ছিল ১২৯/৬। সেখান থেকে খেলার রং কার্যত পাল্টে দিয়েছিলেন ধ্রুব জুরেল ও শিমরন হেটমায়ার। সপ্তম উইকেটে মাত্র ২৭ বলে ৬২ রান যোগ করে পাঞ্জাব শিবিরের রক্তচাপ বাড়িয়ে দিয়েছিলেন দুজনে। এঁদের মধ্যে ধ্রুব নেমেছিলেন ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে। কার্যত ম্যাচের মোড় ঘুরিয়ে দিচ্ছিলেন।
তবে শেষ ওভারে চাপের মুখে মাথা ঠান্ডা রেখে মাত্র ১০ রান খরচ করেন আইপিএলের সবচেয়ে দামি ক্রিকেটার স্যাম কারান। ১৯৭/৪ তাড়া করতে নেমে ১৯২/৭ স্কোরে আটকে যায় রাজস্থান।
প্রথমে ব্যাট করে বড় রান তুলেছিল পাঞ্জাব। সামনে থেকে নেতৃত্ব দিলেন শিখর ধবন। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ঝোড়ো ৪০ রান করেছিলেন। বুধবার গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে হাফসেঞ্চুরি করলেন। শেষ পর্যন্ত ৫৬ বলে ৮৬ রানে অপরাজিত রইলেন ধবন। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে পাঞ্জাব কিংস তুলল ১৯৭/৪।
টসে হেরেও রাজস্থান রয়্য়ালসের বিরুদ্ধে ১৯৭/৪ রানের বিরাট চ্যালেঞ্জ ছুড়ে দেয় পাঞ্জাব কিংস। সৌজন্য প্রথম উইকেটে প্রভসিমরন সিংহ ও অধিনায়ক শিখর ধবনের অনবদ্য পার্টনারশিপ। এদিন ওপেন করতে নেমে দুজনে মাত্র ৯.৪ ওভারে ৯০ রানের পার্টনারশিপ গড়েন।
রাজস্থান অধিনায়ক সঞ্জু স্য়ামসন টসে জিতে পাঞ্জাব কিংসকে ব্যাট করতে পাঠান। প্রথম থেকেই চালিয়ে খেলতে থাকেন প্রভসিমরন ও ধবন। প্রভসিমরন মাত্র ৩৪ বলে ৬০ রান করে ফিরলেও অভিজ্ঞ ধবন ইনিংস এগিয়ে নিয়ে যান।
জবাবে ব্যাট করতে নেমে রাজস্থানের শুরুটা ভাল হয়। আর অশ্বিনকে দিয়ে ইনিংস ওপেন করিয়ে ফাটকা খেলেছিলেন কুমার সঙ্গকারা। কিন্তু কোনও রান না করেই ফেরেন অশ্বিন। একটা সময় ৫৭/৩ হয়ে গিয়েছিল রাজস্থান। সেখান থেকে সঞ্জু স্যামসন পাল্টা লড়াই শুরু করেন। ২৫ বলে ৪২ রান করে তিনি আউট হন। শেষ দিকে হেটমায়ার-জুরেলের পার্টনারশিপ পাল্টা লড়াই চালালেও শেষরক্ষা হয়নি। ৪ ওভারে ৩০ রান দিয়ে ৪ উইকেট নিয়ে পাঞ্জাব বোলারদের মধ্যে সেরা নাথান এলিস।