IPL 2023: মিডল স্টাম্প দু'টুকরো করে দিলেন অর্শদীপ, বিরাট আর্থিক ক্ষতির মুখে আইপিএল
Arshdeep Singh: মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে অপ্রতিরোধ্য স্পেল করে ম্যাচ জিতিয়েছেন পাঞ্জাব কিংসকে। সঙ্গে গড়ে ফেলেছেন অভিনব এক কীর্তি।
মুম্বই: একটা সময় জাতীয় দলের হয়ে ডেথ ওভারে অতিরিক্ত রান খরচের জন্য কাঠগড়ায় তোলা হয়েছে তাঁকে। তবে আইপিএলে দুরন্ত গতিতে ছুটছেন অর্শদীপ সিংহ (Arshdeep Singh)। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে অপ্রতিরোধ্য স্পেল করে ম্যাচ জিতিয়েছেন পাঞ্জাব কিংসকে। সঙ্গে গড়ে ফেলেছেন অভিনব এক কীর্তি।
মুম্বই ইনিংসের ১৮তম ওভারে বল করতে এসে মাত্র ৯ রান খরচ করেন পাঞ্জাব কিংসের পেসার। সঙ্গে সূর্যকুমার যাদবের উইকেট তুলে নেন। শেষ ওভারেও তাঁর হাতেই বল তুলে দেন পাঞ্জাব অধিনায়ক স্যাম কারান। প্রথম বলে টিম ডেভিড সিঙ্গলস নেন। পরের বল নষ্ট করেন তিলক বর্মা। শেষ ৪ বলে মুম্বই ইন্ডিয়ান্সের জেতার জন্য প্রয়োজন ছিল ১৫ রান। পরপর দুটি অনবদ্য ইয়র্কার করেন অর্শদীপ। বোল্ড করে দেন তিলক বর্মা ও নেহাল ওয়াধেরাকে। দুবারই স্টাম্প ভেঙে দেন বাঁহাতি পেসার। যার জেরে বড় ক্ষতির মুখে টুর্নামেন্টের আয়োজক ভারতীয় ক্রিকেট বোর্ড।
কেন? কারণ, আইপিএলে যে অত্যাধুনিক প্রযুক্তির এলইডি স্টাম্প ও বেল ব্যবহার করা হয়, তার একটি সেটের দাম ভারতীয় মুদ্রায় প্রায় ২৪ লক্ষ টাকা! সেখানে অর্শদীপ দুটি স্টাম্প ভেঙে দিয়েছেন বলের গতিতে। তাই বড় টাকার ক্ষতি হল বোর্ডের।
The cost of stumps is ₹30 lakh that Arshdeep broke. Ambani must deduct ₹60 lakh from Ishan Kishan's ₹15cr to compensate it.#ArshdeepSingh #MIvsPBKSpic.twitter.com/B5aRmrFCR5
— Farrago Abdullah Parody (@abdullah_0mar) April 23, 2023
জয়ের জন্য ২১৫ রানের লক্ষ্য একেবারেই সহজ ছিল না। তবে একসময় রোহিত শর্মা (Rohit Sharma), সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) ও ক্যামেরন গ্রিনের (Cameron Green) দাপটে তড়তড়িয়ে জয়ের দিকে এগোচ্ছিল মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। কিন্তু শেষমেশ লড়াই করেও রানে হারতেই হল পল্টনদের। চাপের মুখে শেষ ওভারে দুরন্তভাবে ১৬ রানে ডিফেন্ড করলেন পাঞ্জাব কিংসের (Punjab Kings) তারকা বোলার অর্শদীপ সিংহ (Arshdeep Singh)। শেষ ওভারে মাত্র দুই রান খরচ করে দুই উইকেট নেন অর্শদীপ। নির্ধারিত ২০ ওভারে ২০১/৬ থামল মুম্বইয়ের ইনিংস। শেষ পর্যন্ত ২৫ রানে ৪ উইকেট নেন তরুণ পেসার।
১৮তম ওভারে সেট সূর্যকুমার যাদবকে ৫৭ রানে ফিরিয়েই তিনি পাঞ্জাব সমর্থকদের মনে আশা জাগান। এরপরে বিশতম ওভারে ফুল লেংথের নিখুঁত বোলিংয়ে তিলক বর্মা (৩) ও নেহাল ওয়াদেরাকে (০) সাজঘরে ফেরান তিনি। টিম ডেভিড ১৩ বলে অপরাজিত ২৫ রানের ইনিংস খেলে মুম্বইকে জেতানোর চেষ্টা করেছিলেন বটে। তবে তিনি ব্যর্থ হন। শেষ ওভারে মাত্র একটি বল খেলতে পারেন সেট ডেভিড। তিনি আরও স্ট্রাইক পেলে হয়তো ম্যাচের রং ভিন্ন হলেও হতে পারত।
আরও পড়ুন: বৃষ্টিতে কি ভেস্তে যাবে সুপার সানডে? টস জিতলে রান তাড়া করার অঙ্ক