IPL 2023: রাজস্থান শিবিরে বড় ধাক্কা, দিল্লির বিরুদ্ধে তারকার মাঠে নামা নিয়ে অনিশ্চয়তা
Rajasthan Royals পঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচে শেষ ওভারে ক্যাচ ধরতে গিয়ে আঙুলে চোট পান রাজস্থান রয়্যালসের তারকা। তাঁর আঙুলে সেলাইও পড়ে।
![IPL 2023: রাজস্থান শিবিরে বড় ধাক্কা, দিল্লির বিরুদ্ধে তারকার মাঠে নামা নিয়ে অনিশ্চয়তা IPL 2023: Rajasthan Royals' Jos Buttler might miss Delhi Capitals game IPL 2023: রাজস্থান শিবিরে বড় ধাক্কা, দিল্লির বিরুদ্ধে তারকার মাঠে নামা নিয়ে অনিশ্চয়তা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/08/19f5713a8b423125c4f9f20f61e53cd81680895248041507_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: শনিবার দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) বিরুদ্ধে মাঠে নামতে চলেছে রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। সেই ম্যাচের আগেই রাজস্থান শিবিরে বড় ধাক্কা। এই ম্যাচে সম্ভবত দলের তারকা ওপেনিং ব্যাটার জস বাটলার (Jos Buttler) খেলতে পারবেন না। তবে শুধু রাজস্থান নয়, দিল্লিও এই ম্যাচের জন্য় তারকা অলরাউন্ডার মিচেল মার্শকে (Mitchell Marsh) পাবে না বলেই খবর।
তারকার চোট
বুধবার পঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচের শেষ ওভারে ফিল্ডিং করার সময় আঙুলে চোট পান বাটলার। জেসন হোল্ডারের বলে বাউন্ডারি থেকে ছুটে এসে ক্যাচ ধরার সময়ই বাটলারের আঙুলে চোট লাগে। ইনিংসের দুই বল বাকি থাকলেও, তিনি সঙ্গে সঙ্গে মাঠ ছেড়ে বেরিয়ে যান। এমনকী পরের ইনিংসে ওপেন করতেও নামেননি বাটলার। তাঁর বদলে রবিচন্দ্রন অশ্বিন ওপেন করেন। কারণ হিসাবে ম্যাচ শেষে জানান বাটলারের আঙুলে সেলাই পড়েছে এবং সেই কারণেই তিনি ওপেন করতে পারেননি। সেই চোটের কারণেই বাটলারের শনিবার মাঠে নামা ঘিরে সংশয়।
খবর অনুযায়ী, রাজস্থান ম্যানেজমেন্ট দলের মেডিক্যাল স্টাফের পরামর্শ মেনেই এগিয়ে যেতে ইচ্ছুক। সেই কারণেই বাটলারের ম্যাচ খেলা ঘিরে যত সংশয়। অপরদিকে, মিচেল মার্শ শুধু শনিবারের ম্যাচ নয়, আসন্ন সপ্তাহখানেক দিল্লির কোনও ম্যাচেই খেলবেন না। তবে অজি তারকার ম্যাচ না খেলার কারণ চোট নয়, বরং সম্পূর্ণ ব্যক্তিগত। তিনি নিজের বিয়ে সম্পন্ন করতে অস্ট্রেলিয়ায় ফিরে যাচ্ছেন। সেই কারণেই তিনি আগামী এক সপ্তাহ ম্যাচ খেলতে মাঠে নামতে পারবেন না।
ভারতীয় অধিনায়ক স্যামসন!
জাতীয় দলের জার্সিতে সুযোগ পেয়েও ঠিকভাবে কাজে লাগাতে পারেননি এখনও পর্যন্ত। কিন্তু আইপিএলে (IPL) রাজস্থান রয়্যালস শিবিরের অধিনায়ক হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন। আর ঠাণ্ডা মাথা, নিঁখুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, দল পরিচালনার জন্য প্রশংসা কুড়িয়েছেন। এবার সেই তালিকায় যোগ দিলেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক কিংবদন্তি এবি ডিভিলিয়ার্স। তিনি মনে করেন যে স্যামসনের আগামীতে জাতীয় দলকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রয়েছে।
এক সাক্ষাৎকারে এবি ডিভিলিয়ার্স বলেন, 'আমি মনে করি স্যামসন দুর্দান্ত একজন প্লেয়ার। কিন্তু তার থেকেও বেশি ওঁর অধিনায়কত্ব বেশি নজর কেড়েছে। ভীষণ ঠাণ্ডা মাথার ছেলে ও। আমি মনে প্রাণে বিশ্বাস করি যে স্যামসনের একদিন দেশের জার্সিতে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রয়েছে। কে জানে যে আজ থেকে কয়েক বছর পরে হয়ত ভারতীয় ক্রিকেট দলের একটি ফর্ম্যাটে হয়ত স্যামসনই অধিনায়ক হতে পারে। যদি অধিনায়ক হিসেবে নিজে সফল হন, তবে জাতীয় দলে ওঁর উপস্থিতি ভারতীয় ক্রিকেটের জন্যই ভাল হবে।'
আরও পড়ুন: ইডেনে বল হাতে তাণ্ডব বরুণের, টিভিতে দেখল শিশুপুত্র, ভিডিও ভাইরাল
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)