KKR Varun Chakravarthy: ইডেনে বল হাতে তাণ্ডব বরুণের, টিভিতে দেখল শিশুপুত্র, ভিডিও ভাইরাল
IPL 2023: বল হাতে বাবার তাণ্ডব দেখল খুদে আত্মন। সেই ভিডিও বরুণ ও কেকেআর, উভয়ই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে। মুহূর্তে তা ভাইরাল হয়ে গিয়েছে।
কলকাতা: বিস্ময় স্পিনার হিসাবে তিনি আইপিএলে (IPL 2023) আত্মপ্রকাশ ঘটিয়েছিলেন। সাড়া জাগিয়েছিলেন বল হাতে। জায়গা করে নিয়েছিলেন ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে। তবে চোট-আঘাত ও খারাপ ফর্মের জেরে জাতীয় দল থেকে বাদ পড়েন। আইপিএলেও কলকাতা নাইট রাইডার্সের প্রথম একাদশে অনিয়মিত হয়ে পড়েন।
এবারের আইপিএল তাঁর কাছে প্রত্যাবর্তনের মঞ্চ। ইডেন গার্ডেন্সে বৃহস্পতিবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে বল হাতে জ্বলে উঠলেন বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy)। তামিলনাড়ুর স্পিনার ৩.৪ ওভারে মাত্র ১৫ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন।
আইপিএলের প্রথম ম্যাচের আগে এবিপি লাইভকে দেওয়া সাক্ষাৎকারে বরুণ বলেছিলেন, তাঁর শিশুপুত্র আত্মন এতই ছোট যে, স্ত্রী এবার সঙ্গে থাকতে পারছেন না। এক শহর থেকে আর এক শহরে যাতায়াতের ধকল সামলাতে পারবেন না বলে।
কিন্তু তাই বলে কেকেআরের ম্যাচ দেখা থেমে থাকছে না। বরুণের স্ত্রীর সঙ্গী আত্মন। সদ্যোজাতকে কোলে নিয়ে বসে টিভিতে কেকেআর বনাম আরসিবি ম্যাচ দেখলেন বরুণের স্ত্রী। বল হাতে বাবার তাণ্ডব দেখল খুদে আত্মন। সেই ভিডিও বরুণ ও কেকেআর, উভয়ই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে। মুহূর্তে তা ভাইরাল হয়ে গিয়েছে।
বাদশার প্রশংসা
ইডেন গার্ডেন্সে (Eden Gardens) তাঁর দল তখন বেশ চাপে। ৮৯ রানে পড়ে গিয়েছে ৫ উইকেট। সেখান থেকে মাথা ঠান্ডা রেখে দুরন্ত ইনিংস খেলেন রিঙ্কু সিংহ (Rinku Singh)। ৫ নম্বরে নেমে ৩৩ বলে ৪৬ রান করেন। ষষ্ঠ উইকেটে ৪৭ বলে ১০৩ রানের পার্টনারশিপ গড়েন শার্দুল ঠাকুরের (Shardul Thakur) সঙ্গে। সেখান থেকেই ম্যাচের রং পাল্টে যায়।
ইডেন গার্ডেন্সে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ৮১ রানে দুরমুশ করার পর আবেগে ভাসলেন কেকেআর মালিক শাহরুখ খান। ম্যাচের শেষে তিনি ড্রেসিংরুমে গিয়ে ক্রিকেটারদের উৎসাহ দেন। সেখানেই বাদশা উচ্ছ্বাস প্রকাশ করেন রিঙ্কুকে নিয়ে। শাহরুখ বলেন, 'যারা পুরনো, তারা আমার বক্তৃতার ধাঁচ জানে। তাই আমি বেশি কথা বলে তাদের বিরক্ত করব না। ওরা প্রত্যেক বছর আমার কথা শুনে চলেছে। আন্দ্রে, সুনীল, সাউদি অনেকে আছে। নীতীশ আছে। উমেশ আছে। মনদীপ দলে ফিরেছে।'
তারপরই কিংগ খান বলেন, 'রিঙ্কু, আমার বাচ্চা। তোমরা সবাই আছো।' শাহরুখ রিঙ্কুকে নিজের বাচ্চা বলতেই হাততালিতে ভরে ওঠে ড্রেসিংরুম। কোচ চন্দ্রকান্ত পণ্ডিত থেকে শুরু করে অধিনায়ক নীতীশ রানা, সকলেই অভিবাদন জানান রিঙ্কুকে। শাহরুখ বলে চলেন, 'আমি বেশি কথা বলে সময় নষ্ট করব না। লোকে তোমাদের বিশ্বাস করুক বা না করুক, তোমরা নিজেদের ওপর বিশ্বাস রাখবে। মাঠে যাও, যেটা সবচেয়ে ভাল পার সেটাই করো। নিজেরা উপভোগ করো। আর সুস্থ থাকো। চোট আঘাত পেয়ো না। ঈশ্বর তোমাদের মঙ্গল করুক। সকলকে ধন্যবাদ।'
আরও পড়ুন: হায়দরাবাদকে ৫ উইকেটে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রাহুলের লখনউ