CSK vs RR Match Highlights: ধোনি-মিসাইল অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট, চেন্নাইয়ের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় রাজস্থানের
IPL 2023, CSK vs RR: সন্দীপ শর্মার শেষ ওভারে শেষরক্ষা হল না। ছক্কা হাঁকিয়ে শুরু করেও, পরপর তিন ইয়র্কারে খেই হারাল সিএসকে। ঘরের মাঠে মাত্র ৩ রানে ম্যাচ হারতে হল সিএসকে-কে।
চেন্নাই: শেষ ৩ ওভারে বাকি ৫৪ রান। রাজস্থান রয়্যালসের ১৭৫/৮ তাড়া করতে নেমে ১৭ ওভারের শেষে চেন্নাই সুপার কিংসের স্কোর ১২২/৬ (CSK vs RR)। কিন্তু তবু আশা হারাননি সিএসকে ভক্তরা। কেন? ক্রিজে রয়েছেন থালাইভা মহেন্দ্র সিংহ ধোনি (MS Dhoni)। সঙ্গী বহু যুদ্ধের সৈনিক রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja)।
বুড়ো হাড়ে ভেল্কি প্রায় দেখিয়ে দিয়েছিলেন ধোনি। পরের ৩ ওভারে ৫১ রান তুলে ফেলেছিল সিএসকে। শেষ পর্যন্ত ১৭২/৬ স্কোরে আটকে গেল চেন্নাই। ১৭ বলে ৩২ রান করে অপরাজিত রইলেন ধোনি। মারলেন একটি চার ও তিনটি ছক্কা। ১৫ বলে ২৫ রান করলেন জাডেজা। সপ্তম উইকেটে মাত্র ২৬ বলে ৫০ রান যোগ করেছিলেন দুজনে। সন্দীপ শর্মার শেষ ওভারে শেষরক্ষা হল না। ছক্কা হাঁকিয়ে শুরু করেও, পরপর তিন ইয়র্কারে খেই হারাল সিএসকে। ঘরের মাঠে মাত্র ৩ রানে ম্যাচ হারতে হল সিএসকে-কে।
ঘরের মাঠে মহেন্দ্র সিংহ ধোনিদের (MS Dhoni) সামনে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ১৭৫/৮ তোলে রাজস্থান রয়্যালস (IPL 2023)। দলের ইনিংসকে টানলেন জস বাটলার (Jos Buttler)। ঝকঝকে হাফসেঞ্চুরি করলেন ইংরেজ তারকা। দেখিয়ে দিলেন, কেন তাঁর ধারাবাহিকতাকে সমীহ করেন আইপিএলের সব দলের অধিনায়করা।
বুধবার ঘরের মাঠে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি।রাজস্থানের ইনিংসের শুরুটা ভাল হয়নি। ছন্দে থাকা ওপেনার যশস্বী জয়সবালকে শুরুতেই তুলে নেন তুষার দেশপাণ্ডে। মাত্র ১০ রান করে ফেরেন যশস্বী। কিন্তু তিনি ফিরলেও, রাজস্থান ইনিংসের হাল ধরেন বাটলার ও দেবদত্ত পড়িক্কল। দ্বিতীয় উইকেটে দুজনে ৭৭ রান যোগ করেন। ২৬ বলে ৩৮ রান করে রবীন্দ্র জাডেজার বলে আউট হন পড়িক্কল। এক বল পরেই রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসনকে ফিরিয়ে দেন জাডেজা। কোনও রান না করেই বোল্ড হয়ে যান সঞ্জু। এক উইকেটে ৮৮ থেকে ৮৮/৩ হয়ে যায় রাজস্থান।
পাঁচ নম্বরে আর অশ্বিনকে নামিয়ে ফাটকা খেলা হয়। এর আগে একটি ম্যাচে অশ্বিনকে দিয়ে ওপেন করিয়েছিল রাজস্থান। শূন্য রানে আউট হয়ে গিয়েছিলেন তারকা অফস্পিনার। তবে বুধবার হতাশ করেননি। ২২ বলে ৩০ রানের ইনিংস খেলে যান তামিলনাড়ুর তারকা। বাটলার আউট হওয়ার পর ১৮ বলে অপরাজিত ৩০ রানের ঝোড়ো ইনিংস খেলে যান শিমরন হেটমায়ার। সিএসকে বোলারদের মধ্যে দুটি করে উইকেট পেয়েছেন আকাশ সিংহ, তুষার দেশপাণ্ডে ও রবীন্দ্র জাডেজা।
জবাবে ব্যাট করতে নেমে ডেভন কনওয়ে হাফসেঞ্চুরি করেন। মূল্যবান ৩১ রান করে যান অজিঙ্ক রাহানে। তবে মাঝের দিকের আর কেউই রান পাননি। শেষ দিকে লড়াই চালালেন ধোনি ও জাডেজা। যদিও কাজে এল না তাঁদের প্রয়াস।