IPL 2023: 'ক্রিকেটবিশ্বকে শাসন করবে ও', গিলের ব্যাটিংয়ে মুগ্ধ অজি কিংবদন্তি হেডেন
Shubman Gill: চলতি আইপিএলের চার ইনিংসে ইতিমধ্যেই দুইটি অর্ধশতরানসহ মোট ১৮৩ রান করে ফেলেছে গিল।
নয়াদিল্লি: তাঁকে অনেকেই ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ বলে মনে করেন। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে (PBKS vs GT) বৃহস্পতিবার ব্যাট হাতে শুভমন গিল (Shubman Gill) আবারও প্রমাণ করে দিলেন কেন সকলে তাঁর প্রতিভার এত উচ্ছ্বসিত প্রশংসা করেন। ম্যাচ শেষ করে আসতে না পারলেও ৪৯ বলে ৬৭ রানের ইনিংসে গুজরাত টাইটান্সের (Gujarat Titans) হয়ে জয়ের ভিতটা গড়েই দিয়েছিলেন শুভমন। ভারতীয় তরুণের দুরন্ত ইনিংসে দেখে মুগ্ধ অস্ট্রেলিয়ান কিংবদন্তি ম্যাথু হেডেনও (Matthew Hayden)।
ক্রিকেটবিশ্বকে শাসন
কোনওরকম রাখঢাক না করে হেডেন স্পষ্ট জানিয়ে দিলেন যে পরবর্তী এক দশক ক্রিকেট দুনিয়াকে শাসন করবেন শুভমন। পাঞ্জাব-গুজরাত ম্য়াচ শেষে তিনি বলেন, 'পাঞ্জাব কিংসের ভাল বোলিং আক্রমণের বিরুদ্ধে ম্যাচ জিততে গুজরাত টাইটান্সের হয়ে কাউকে বড় ইনিংস খেলতে হত। শুভমন গিল ঠিক সেটাই করে দেখিয়েছেন। ওর কয়েকটা শট দেখে তো রীতিমতো তাক লেগে যাবে। ওর দুর্দান্ত ক্রিকেটার। আমি নিশ্চিত শুভমনই পরবর্তী অন্তত এক দশক ক্রিকেটবিশ্বকে শাসন করবে।'
অখুশি শুভমন-হার্দিক
অবশ্য ৬৭ রান করলেও, ম্য়াচ শেষ করতে না পারায় শুভমন নিজে কিন্তু বেশ হতাশ। তরুণ গুজরাত ওপেনার বলেন, 'শেষের দিকে এই পিচে ব্যাট করাটা বেশ কঠিন হয়ে গিয়েছিল। চার, ছয় তো মারাই যাচ্ছিল না। তাই এক, দুই রান করে নেওয়ার পাশাপাশি সুযোগ পেলে আমাদের খারাপ বলে বাউন্ডারি মারাটা খুব জরুরি ছিল। নিঃসন্দেহে আমার ম্যাচটা শেষ করে আসা উচিত ছিল।'
জয়ের কাছে এসেও শেষ ওভার পর্যন্ত ম্যাচ গড়ানোয় গুজরাত অধিনায়ক হার্দিক পাণ্ড্যও একদমই খুশি নন। ম্যাচ শেষে তিনি বলেন, 'আমরা যে পরিস্থিতিতে ছিলাম, সেখান থেকে এতদূর ম্যাচ টেনে নিয়ে আসাটা আমার একেবারেই পছন্দ হয়নি। এই ম্যাচ থেকে আমাদের শিক্ষার নেওয়ার মতো অনেক কিছু রয়েছে। খেলার তো এটাই মজা, ম্যাচ শেষ হওয়ার আগে পর্যন্ত দুই দলেরই জয়ের সম্ভাবনা থাকে। তবে আমাদের এই বিষয়টা নিয়ে ভাবনাচিন্তা করতে হবে। আমার মতে আমাদের মাঝের ওভারগুলিতে আরও কিছুটা ঝুঁকি নিয়ে আগেই ম্যাচ শেষ করে দেওয়া উচিত ছিল। শেষ ওভার পর্যন্ত ম্যাচ টেনে নিয়ে যাওয়ার একেবারেই পক্ষপাতী নই আমি।'
আরও পড়ুন: ৩ বছরের 'বনবাস' কাটিয়ে আইপিএল প্রত্যাবর্তনে ম্যাচ সেরা কী বললেন মোহিত শর্মা?