CSK vs SRH, 1 Innings Highlights: বল হাতে অনবদ্য পারফর্ম করলেন জাডেজা, ১৩৪/৭ থামল সানরাইজার্সের ব্যাটিং ইনিংস
IPL 2023, CSK vs SRH: সানরাইজার্সের বিরুদ্ধে নির্ধারিত চার ওভারে ২২ রানের বিনিময়ে তিন উইকেট নেন জাডেজা।
চেন্নাই: সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে দুরন্ত বোলিং করলেন চেন্নাই সুপার কিংসের (CSK vs SRH) তারকা রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja)। তিনি নির্ধারিত চার ওভারে ২২ রানের বিনিময়ে তিন উইকেট নেন। জাডেজাসহ সমস্ত সিএসকে বোলাররাই নিয়ন্ত্রিত বোলিং করে সানরাইজার্সকে ১৩ রানেই রুখে দিল। সানরাইজার্সের হয়ে ওপেনার অভিষেক শর্মাই সর্বাধিক ৩৪ রান করেন।
এদিন টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন সিএসকে অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। দুর্ভাগ্যবশত এই ম্যাচেও সিএসকের হয়ে মাঠে নামেননি ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার বেন স্টোকস। ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে হায়দরাবাদ ওপেনাররা শুরুটা একেবারে মন্দ করেননি। তবে হ্যারি ব্রুক এই ম্যাচেও বড় রান করতে ব্যর্থ হন। তিনি ১৮ রান করে সাজঘরে ফেরেন। তিন নম্বরে নামা রাহুল ত্রিপাঠী একেবারেই আজ ছন্দে ছিলেন না। শুরু থেকেই বড় শট খেলতে বেশ বেগ পেতে হয়।
তবে অভিষেক শর্মা মিডল অর্ডার থেকে ওপেনিংয়ে প্রমোশন পেয়ে কিন্তু ভালই ব্যাট করছিলেন। পাওয়ার প্লেতে এক উইকেটের বিনিময়ে ৪৫ রান তোলে সানরাইজার্স। পাওয়ার প্লের পরে সিএসকে স্পিনাররা বল হাতে তুলে নিতেই সানরাইজার্সের রানের গতি আরও কমে যায়। বল হাতে আগুন ঝরান রবীন্দ্র জাডেজা। একের পর এক অভিষেক শর্মা (৩৪), ত্রিপাঠী (২১) ও মিডল অর্ডারে নামা ময়ঙ্ক আগরওয়ালকে (২) সাজঘরে ফেরত পাঠান জাডেজা। এইডেন মারক্রামকে এক দুরন্ত ক্যাচ ধরে সাজঘরে ফেরত পাঠান ধোনি। মিডল অর্ডারে পরপর উইকেট হারানোর ধাক্কা কাটিয়েই উঠতে পারেনি সানরাইজার্স।
মার্কো জানসেন ২২ বল খেললেও মাত্র ১৭ রানে অপরাজিত থাকেন তিনি। ওয়াশিংটন সুন্দরও ৯ রানের বেশি করতে পারেননি। ডেথ ওভারে বড় শট খেলতে সম্পূর্ণ ব্যর্থ হন সানরাইজার্স ব্যাটাররা। শেষ তিন ওভারে ওঠে মাত্র ২০ রান। এর ফলে ১৩৪ রানেই সানরাইজার্সের ইনিংস থমকে যায়। ফের একবার নিজের বোলিংয়ে প্রভাবিত করলেন 'বেবি মালিঙ্গা' মাথিশা পাথিরানা। তিনি ২২ রান খরচ করে এক উইকেট নেন। ম্যাচ জেতার জন্য এই রানের লক্ষ্য খুব বড় না হলেও, অল্প রানের পুঁজি নিয়েও যে লড়াই করা যায়, তা গতকাল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধেই প্রমাণ করেছে কলকাতা নাইট রাইডার্স। এই ম্যাচেও সানরাইজার্স লড়াই করতে পারে কি না, এখন সেটাই দেখার বিষয়।
আরও পড়ুন: বড় ভূমিকায় ঋষভ পন্থ, উৎসাহ দেবেন দেশের তরুণ প্রজন্মকে