IPL 2023: তালিকায় সামিল কার্তিক, নারাইন, আইপিএলে 'শূন্যের সওদাগর' এঁরা
IPL: আইপিএলে সর্বাধিকবার শূন্য করার রেকর্ড যুগ্মভাবে তিন-তিন তারকার দখলে রয়েছে।
কলকাতা: আইপিএলে একদা 'পিঞ্চ হিটার' হিসাবে সুনীল নারাইনের (Sunil Narine) বেশ সুখ্যাতি ছিল। এমনকী ১৫ বলে যুগ্মভাবে আইপিএলের (IPL) দ্রুততম অর্ধশতরানও হাঁকিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার। কিন্তু সেইসব দিন অতীত। গত কয়েক মরসুম ধরেই সম্ভবত নারাইনের দুর্বলতা ধরে ফেলেছে বাকি দলগুলি। সেই কারণেই তিনি ব্যাটে নামলেই একের পর এক শর্ট বল ধেয়ে আসে তাঁর দিকে। সুনীলও বারংবার কার্যত একই ফাঁদে পা দিচ্ছেন। এ মরসুমটা তো ব্যাট হাতে তাঁর কাছে দুঃস্বপ্নের মতো কাটছে বললেও ভুল বলা হবে না।
গত রবিবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচে জেসন রয় চোট পাওয়ায় সুনীল নারাইনকেই ওপেন করতে পাঠানো হয়। বড় রানের লক্ষ্য সামনে থাকায় নাইট ম্যানেজমেন্ট আশা করছিল যে নারাইন কয়েকটি বড় শট মেরে দলকে শুরুটা দারুণভাবে করতে সাহায্য করবেন। সে গুড়ে বালি। নারাইন তিন বলে শূন্য রান করে সাজঘরে ফেরেন। এই শূন্য রানের সুবাদেই তিনি এক ইতিহাস গড়ে ফেলেন। বর্তমান কেকেআর সতীর্থ মনদীপ সিংহ ও প্রাক্তন নাইট অধিনায়ক দীনেশ কার্তিকের (Dinesh Karthik) সঙ্গে যুগ্মভাবে নারাইন আইপিএলের ইতিহাসে সর্বাধিকবার শূন্য রানে আউট হওয়ার হতাশাজনক রেকর্ড নিজের নামে করলেন।
নারাইন এ মরসুমে অবশ্য এক, দুই নয়, চার চারবার খাতা খোলার আগেই সাজঘরে ফিরেছেন। সিএসকে বাদেও সানরাইজার্স হায়দরাবাদ, গুজরাত টাইটান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে শূন্য রানে আউট হন নারাইন। রবিবারের ইনিংস মিলিয়ে আইপিএলে মোট ১৫বার শূন্য রানে আউট হয়েছেন নারাইন এবং কার্তিকের থেকে অনেক কম ১৫৫ ম্যাচ খেলে ১৫ বার শূন্য রানে আউট হয়েছেন। অপরদিকে, কার্তিক ২৩৬টি ম্যাচে ১৫ বার শূন্য রান করেছেন। সেখানে মনদীপ সিংহ মাত্র ১১১টি ম্যাচ খেলেই ১৫ বার শূন্য রান করেছেন। অবশ্য এই তালিকায় কিন্তু শুধু দীনেশ কার্তিক, মনদীপ সিংহরাই যে রয়েছেন তেমনটা নয়, আরও অনেক তারকা ব্যাটাররাও এই তালিকার একেবারে শীর্ষের দিকেই রয়েছেন, যেমন রোহিত শর্মা।
ভারতীয় অধিনায়ক রোহিত দিনকয়েক আগেই ছয় হাজার আইপিএল রানের গণ্ডি পার করেছেন। মাত্র চতুর্থ ব্যাটার হিসাবে আইপিএলে ছয় হাজার রান করেছেন তিনি। তালিকায় কার্তিক, নারাইন, মনদীপ ত্রয়ীর পরেই রয়েছেন রোহিত। তিনি ২২৩টি আইপিএল ম্যাচ খেলে মোট ১৪ বার শূন্য রানে আউট হয়েছেন। রোহিতের পর একসঙ্গে ছয় তারকার দখলে ১৩ বার শূন্য রানে আউট হওয়ার রেকর্ড রয়েছে। এই তারকাদের মধ্যে যেমন পীযূষ চাওলা, হরভজন সিংহরা রয়েছেন, তেমনই গ্লেন ম্যাক্সওয়েল, অজিঙ্ক রাহানের মতো তারকা ব্যাটাররাও রয়েছেন।
আরও পড়ুন: স্পিন ভেল্কিতে মুম্বই ইন্ডিয়ান্সকে কুপোকাত করেই পার্পল ক্যাপ তালিকার শীর্ষে রশিদ