Virat Kohli: বাইশ গজে কোহলি ফের কিংগ, ৩৩ বলে হাফসেঞ্চুরি করে বুক ঠুকে হুঙ্কার
RCB vs DC: চলতি আইপিএলে তৃতীয় হাফসেঞ্চুরি। মাত্র ৪ ম্যাচে। আইপিএলের সর্বোচ্চ স্কোরার হওয়ার দৌড়েও রয়েছেন তিনি।
![Virat Kohli: বাইশ গজে কোহলি ফের কিংগ, ৩৩ বলে হাফসেঞ্চুরি করে বুক ঠুকে হুঙ্কার IPL 2023: Virat Kohli celebrates after scoring half century in 33 balls in RCB vs DC match Virat Kohli: বাইশ গজে কোহলি ফের কিংগ, ৩৩ বলে হাফসেঞ্চুরি করে বুক ঠুকে হুঙ্কার](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/15/954c3459568b203b8084b8f1b4cbf2c3168155657233250_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
বেঙ্গালুরু: আইপিএলে ব্যাট হাতে বিরাট কোহলির (Virat Kohli) তাণ্ডব চলছে। শনিবার বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের (DC) বিরুদ্ধে ফের ব্যাট হাতে জ্বলে উঠলেন কোহলি। মাত্র ৩৩ বলে পূর্ণ করলেন হাফসেঞ্চুরি। স্মরণীয় হয়ে রইল হাফসেঞ্চুরির পর তাঁর সেলিব্রেশনও। হাত দিয়ে বুক ঠুকে হুঙ্কার করতে দেখা গেল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের তারকাকে। মাঠের যে আগ্রাসনের জন্য কোহলি বিখ্যাত। ভক্তরাও চান, সাফল্যের পর এভাবেই উৎসব করুন কোহলি। তাতে যে গোটা দলের মনোবল এক ধাক্কায় বেড়ে যায়।
শেষ পর্যন্ত ৩৪ বলে ৫০ রান করে আউট হলেন কোহলি। তাঁর ইনিংসে রয়েছে ৬টি চার ও একটি বিশাল ছক্কা। আইপিএলে এটি কোহলির ৪৭তম হাফসেঞ্চুরি। সঙ্গে রয়েছে ৫টি সেঞ্চুরিও।
চলতি আইপিএলে (IPL 2023) দুরন্ত ছন্দে রয়েছেন কোহলি। মুম্ব ইন্ডিয়ান্সের বিরুদ্ধে প্রথম ম্যাচেই অপরাজিত ৮২ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন দিল্লির তারকা। ইডেনে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ছন্দে ছিলেন। তবে বড় রান পাননি। ১৮ বলে ২১ রান করে আউট হয়ে গিয়েছিলেন। তবে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে তার পরের ম্যাচে ফের ব্যাট হাতে জ্বলে ওঠেন। ফের হাফসেঞ্চুরি করেন তিনি। সেই ম্যাচে ৬১ রানে আউট হন কোহলি। শনিবার ফের হাফসেঞ্চুরি। চলতি আইপিএলে তৃতীয় হাফসেঞ্চুরি। মাত্র ৪ ম্যাচে। আইপিএলের সর্বোচ্চ স্কোরার হওয়ার দৌড়েও রয়েছেন তিনি।
শনিবার কি বুক ঠকে সেলিব্রেট করে কাউকে কোনও উত্তর দিলেন কোহলি?
অনেকে বলাবলি করছেন, কোহলির লক্ষ্য ছিল হয়তো সাইমন ডুল। কোহলির স্ট্রাইক রেট নিয়ে যিনি প্রশ্ন তুলেছেন। বলেছেন, ব্যক্তিগত কীর্তির জন্য খেলছেন কোহলি। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ম্যাচে মাত্র ২৫ বলে ৪২ রান তুলে ফেলেছিলেন কোহলি। কিন্তু পরের ৮ রান করতে নেন ১০ বল। সেদিকে ইঙ্গিত করে প্রাক্তন নিউজিল্যান্ড ক্রিকেটার ডুল বলেছিলেন, 'কোহলি শুরু করেছিল ট্রেনের গতিতে। ২৫ বলে শটের ফুলঝুরি দেখিয়ে ৪২ রান করে। তারপর ৮ রান করতে নিল ১০ বল। ব্যক্তিগত মাইলফলকের জন্য। এটা চিন্তার বিষয় এবং আমার মনে হয় না ক্রিকেটে আর সেই জায়গা রয়েছে বলে।'
সেই মন্তব্য ভালভাবে নেননি কোহলি। ডিজিট্যাল প্ল্যাটফর্মে ম্যাচের সম্প্রচারকারী সংস্থার সঞ্চালক রবিন উথাপ্পাকে কোহলি বলেন, 'পাওয়ার প্লে শেষ হওয়ার পরই পরিস্থিতি বদলে গিয়েছিল। অনেকে অনেক কথা বলে কারণ তাদের নিজেদের সেই পরিস্থিতিতে পড়তে হয় না।'
শনিবার ঝোড়ো হাফসেঞ্চুরি করে যেন তারই জবাব দিলেন কোহলি।
আরও পড়ুন: চিংড়ির মালাইকারি, ভেটকি পাতুরি, মিষ্টি দই, নববর্ষে কেকেআর শিবিরের মেন্যুতে কী?
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)