IPL 2023: 'আসল কিংগ', বিরাটের শতরানে প্রশংসা সচিনের, মুগ্ধ আমির, ডিভিলিয়ার্সরাও
Virat Kohli: সানরাইজার্সের বিরুদ্ধে নিজের আইপিএল কেরিয়ারের ষষ্ঠ শতরান হাঁকান বিরাট কোহলি।
হায়দরাবাদ: সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে জ্বলে উঠলেন বিরাট কোহলি (Virat Kohli)। আজ থেকে কয়েক বছর আগে ১৮ মেতেই পাঞ্জাব কিংসের বিরুদ্ধে এক ঝোড়ো শতরান হাঁকিয়েছিলেন বিরাট। একইদিনে আবারও আইপিএলের মঞ্চে শতরান এল বিরাটের ব্যাট থেকে। তাঁর ৬২ বলে ১০০ রানের ইনিংসে মন্ত্রমুগ্ধ হয়ে থাকল গোটা ক্রিকেটবিশ্ব। বিরাট কোহলির শতরান দেখে উচ্ছ্বসিত 'মাস্টার ব্লাস্টার' সচিন তেন্ডুলকরও (Sachin Tendulkar)।
সচিন স্পষ্টই জানিয়ে দেন যে কোহলির প্রথম শটটা দেখেই মনে হয়েছিল দিনটি তাঁরই হতে চলেছে। তিনি কোহলির প্রশংসা করে লেখেন, 'আজকের দিনটা যে বিরাটের হতে চলেছে, তা ও যখন শুরুতে ওই কভার ড্রাইভটা মেরেছিল, তখনই বোঝা যাচ্ছিল যে আজকের দিনটা ওরই হতে চলেছে। বিরাট এবং ফাফ উভয়েই দারুণ নিয়ন্ত্রণের সঙ্গে ব্যাটিং করেছে। ওরা শুধু বড় শটই খেলেনি, উইকেটের মাঝে দারুণ দৌড়েছেও। ওরা যেভাবে ব্যাট করছিল, তাতে স্বাভাবিকভাবেই ১৮৬ রান কমই ছিল।'
It was evident that this would be Virat’s day from the very first ball when he played that cover drive.
— Sachin Tendulkar (@sachin_rt) May 18, 2023
Virat and Faf both looked in total control, they not only played many big shots but also ran rather well between the wickets to build a successful partnership.
186 wasn’t a… pic.twitter.com/YpIFVroZfi
বিরাটের ইনিংসের প্রশংসায় ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের প্রাক্তন বোলার মহম্মদ আমিরও (Mohammad Amir)। বিরাটকেই তিনি আসল কিংগ বলে সম্বোধন করেন। আমির লেখেন, 'আসল কিংগ বিরাট কোহলি কী দারুণ ইনিংসটাই না খেললেন।' বিরাটের প্রাক্তন সতীর্থ তথা আরসিবি 'হল অফ ফেমার' এবি ডিভিলিয়ার্সও (AB de Villiers) বিরাটের ইনিংসে উচ্ছ্বসিত।
what a inning by one and only the real king @imVkohli take a bow. pic.twitter.com/3wOA8hj0Ki
— Mohammad Amir (@iamamirofficial) May 18, 2023
VIRAAAAAAAAAAAT💪💪💪
— AB de Villiers (@ABdeVilliers17) May 18, 2023
একগুচ্ছ রেকর্ড
সানরাইজার্স-আরসিবি ম্যাচে আইপিএল ইতিহাসে প্রথমবার দুই প্রতিপক্ষ দলের ক্রিকেটার একই ম্যাচে শতরান হাঁকালেন। সানরাইজার্সের হয়ে প্রথমে হেনরিক ক্লাসেন ১০৪ ও দ্বিতীয় ইনিংসে বিরাট কোহলি ১০০ রানের ইনিংস খেলেন। ঘটনাক্রমে, এটি আইপিএল ইতিহাসে বিরাট কোহলির ষষ্ঠ শতরান। এই শতরানের ফলে তিনি ক্রিস গেলের সঙ্গে যুগ্মভাবে আইপিএলে সর্বোচ্চ শতরানের রেকর্ডের মালিক হয়ে গেলেন বিরাট। এর পাশাপাশি বিরাট-ফাফ ডুপ্লেসির ১৭২ রানেরপ পার্টনারশিপ সানরাইজার্সের বিরুদ্ধে তাঁদেরই ঘরের মাঠে কোনও প্রতিপক্ষ দলের ওপেনারদের সর্বোচ্চ রানের পার্টনারশিপও বটে।
আরও পড়ুন: অনলাইনে ২৫ কোটির আম অর্ডার করলেন ভারতীয়রা! সবচেয়ে বেশি বিকোল আলফানসো