IPL 2023: জাতীয় দলে ব্রাত্য হয়েও উদ্বিগ্ন নন, ফ্র্যাঞ্চাইজির হয়েই নিজের সেরাটা দিতে মুখিয়ে ঋদ্ধিমান
Team India: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে জাতীয় দলের হয়ে আহত রাহুলের বদলি হিসাবে সুযোগ পেয়েছেন ঈশান কিষাণ।
![IPL 2023: জাতীয় দলে ব্রাত্য হয়েও উদ্বিগ্ন নন, ফ্র্যাঞ্চাইজির হয়েই নিজের সেরাটা দিতে মুখিয়ে ঋদ্ধিমান IPL 2023: Wriddhiman Saha not too bothered about India call up just focused on playing for Gujarat Titans IPL 2023: জাতীয় দলে ব্রাত্য হয়েও উদ্বিগ্ন নন, ফ্র্যাঞ্চাইজির হয়েই নিজের সেরাটা দিতে মুখিয়ে ঋদ্ধিমান](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/09/c2baddb3c0f9a90271f2e5606e242fcc1683627697915507_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: উইকেটের পিছনে দস্তানা হাতে ঋদ্ধিমান সাহার (Wriddhiman Saha) দক্ষতা নিয়ে কোনরকম প্রশ্ন থাকতে পারে না। চলতি আইপিএলে ব্যাট হাতেও বেশ সফল ঋদ্ধি। সদ্যই গুজরাত টাইটান্সের (Gujarat Titans) হয়ে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ৮১ রানের ইনিংস খেলেছেন তিনি। কেএল রাহুল চোট পেয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (World Test Championship Final 2023) থেকে ছিটকে যাওয়ায় অনেকেই আশা করছিলেন ঋদ্ধি হয়তো তাঁর বদলে ভারতীয় দলে (Team India) ডাক পাবেন। কিন্তু তেমনটা হয়নি।
উদ্বিগ্ন নন ঋদ্ধি
গতকাল সোমবার, ৮ মেতেই বিসিসিআইয়ের তরফে কেএল রাহুলের বদলি হিসাবে ঈশান কিষাণের (Ishan Kishan) নাম ঘোষণা করা হয়েছে। ঋদ্ধি ব্রাত্য হওয়ায় বিশেষজ্ঞদের একাংশ বেশ ক্ষুব্ধই হয়েছেন বটে। তবে ঋদ্ধি নিজে এই বিষয়ে নিরুত্তাপ। তিনি স্পষ্ট জানিয়ে দিচ্ছেন আপাতত নিজের ফ্র্যাঞ্চাইজির হয়ে সেরাটা দেওয়ায় তাঁর লক্ষ্য। এক সাংবাদিক সম্মেলনে গুজরাতের তারকা কিপার-ব্যাটার বলেন, 'আমি আপাতত আইপিএলে আমার ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলছি, তাই আমি ফ্র্যাঞ্চাইজির কথাই ভাবছি। বাকিটা আমার হাতে নেই, তাই সেই বিষয়ে ভাবনাচিন্তা করে কোনও লাভও নেই।'
ক্রিকেট উপভোগ
৩৮-র ঋদ্ধি ভালভাবেই জানেন তিনি নিজের ক্রিকেট কেরিয়ারের একেবারে শেষ পর্যায়ে রয়েছেন। এই মুহূর্তে তাঁর কাছে নতুন করে তেমন কিছু পাওয়ার নেই। তবে যতদিন পর্যন্ত তিনি গোটা বিষয়টা উপভোগ করছেন, ততদিন তিনি খেলা চালিয়ে যেতে আগ্রহী। 'আমি নিজের ক্রিকেট কেরিয়ারের যে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, সেটা বলাই বাহুল্য। আমি ক্রিকেট খেলাটা পছন্দ করতাম, উপভোগ করতাম, তাই খেলাটা শুরু করেছিলাম এবং সেই কারণেই এতদিন খেলা চালিয়ে গিয়েছি। যতদিন খেলাটা উপভোগ করব, দলের হয়ে নিজের অবদান রাখতে পারব, ততদিন খেলাটা চালিয়ে যেতে চাই, তা সে ঘরোয়া ক্রিকেট হোক বা আইপিএল। কোনও দলের হয়ে আমি নির্বাচিত হব কি না, সেটা পরের বিষয়, কিন্তু আমি নিজের কাজটা করে যেতে চাই।'
NEWS - KL Rahul ruled out of WTC final against Australia.
— BCCI (@BCCI) May 8, 2023
Ishan Kishan named as his replacement in the squad.
Standby players: Ruturaj Gaikwad, Mukesh Kumar, Suryakumar Yadav.
More details here - https://t.co/D79TDN1p7H #TeamIndia
আরও পড়ুূন: পার্ক না কি ট্রেডমিল? দৌড়নোর লাভ কোথায় বেশি? কোনটা বাছবেন?
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)