IPL Auction 2024 : নিলামে নেই আর্চার, তালিকায় একাধিক তারকা, ভারতীয়রা কে কত বাঁধলেন দর ?
IPL : নিলামের তালিকায় থাকা মোট ১১৬৬ জন ক্রিকেটারের মধ্যে রয়েছেন ৮৩০ জন ভারতীয় ক্রিকেটার। পাশাপাশি ৩৩৬ জন বিদেশি খেলোয়াড়কে দেখা যাবে যেখানে।
![IPL Auction 2024 : নিলামে নেই আর্চার, তালিকায় একাধিক তারকা, ভারতীয়রা কে কত বাঁধলেন দর ? IPL 2024 Auction no Jofra Archer Several Stars in the list four Indian players set maximum 2 crore base prize IPL Auction 2024 : নিলামে নেই আর্চার, তালিকায় একাধিক তারকা, ভারতীয়রা কে কত বাঁধলেন দর ?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/02/25999d0463b540cd76b7b223fff251f0170152215295352_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
দুবাই : ক্রিকেটার ধরে রাখা-ছেড়ে দেওয়ার পর্ব শেষ। ট্রেডিংয়ের শেষে এবার অপেক্ষা আইপিএলের নিলামের (IPL Auction 2024)। আগামী ১৯ নভেম্বর দুবাইয়ে বসতে চলেছে পরবর্তী নিলামের আসর। যেখানে ১১৬৬ জন খেলোয়াড় নাম নথিভুক্ত করেছেন।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (Indian Premier League) নিলামে মিচেল স্টার্ক, রাচিন রবীন্দ্র, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, ট্রাভিস হেডের মতো তারকা ক্রিকেটাররা নাম নথিভুক্ত করেছেন। যদিও আগামী আইপিএলে খেলবেন না জোফ্রা আর্চার। মুম্বই ইন্ডিয়ান্স তাঁকে দল থেকে ছেড়ে দেওয়ার পর আইপিএলের নিলামের জন্য নাম নথিভুক্ত করাননি ব্রিটিশ পেসার।
নিলামের তালিকায় থাকা মোট ১১৬৬ জন ক্রিকেটারের মধ্যে রয়েছেন ৮৩০ জন ভারতীয় ক্রিকেটার। পাশাপাশি ৩৩৬ জন বিদেশি খেলোয়াড়কে দেখা যাবে যেখানে। ক্যাপড হিসেবে ২১২ জন ও আনক্যাপড ৯০৯ জন ক্রিকেটার রয়েছেন যে তালিকায়। আইসিসি-র বিভিন্ন অ্যাসোসিয়েট দেশের মোট ৪৫ জন। মোট ১১৬৬ জন খেলোয়াড় নিলামে নাম লেখাতেও বিভিন্ন আইপিএল ফ্র্যাঞ্চাইজি মিলিয়ে মাত্র ৭৭ জন ক্রিকেটারকেই নেওয়ার জায়গা রয়েছে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি মিলিয়ে। বিদেশি ৩০ জনের স্থান ফাঁকা রয়েছে।
আসন্ন নিলামের টেবিলে উঠতে চলেছেন ১৮ জন ক্যাপড ভারতীয় ক্রিকেটার। যার মধ্যে ৪ জন তাঁদের বেস প্রাইজ বেঁধেছেন ২ কোটি টাকায়। বাকি ১৪ জন খেলোয়াড় নিলামের টেবিলের জন্য তাঁদের নূন্যতম মূল্য বেঁধেছেন ৫০ লক্ষ টাকায়। ২ কোটি টাকা বেস প্রাইস বাঁধা চারজন ভারতীয় ক্রিকেটার হলেন যথাক্রমে শার্দুল ঠাকুর, হর্ষল প্যাটেল, উমেশ যাদব ও কেদার যাদব।
নিলামে ক্যাপড খেলোয়াড় হিসেবে ৫০ লক্ষ টাকা নূন্যতম দর বাকি ১৪ ভারতীয়র। যাঁরা হলেন বরুণ অ্যারন, কেএস ভারত, সিদ্ধার্থ কৌল, ধবল কুলকার্নি, শিবম মাভি, শাহবাজ নাদিম, করুণ নায়ার, মনীশ পাণ্ডে, চেতন সাকারিয়া, বারিন্দার স্রান, জয়দেব উনাদকাত, হনুমা বিহারী ও সন্দীপ ওয়ারিয়র।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)