IPL 2024: আইপিএলে একাধিক দল তাঁর জন্য ঝাঁপাতে পারে, বিয়ে সারলেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার
Gerald Coetzee: ৮ ম্যাচে ২০ উইকেট নিয়ে তিনি সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকায় ওপরের দিকেই ছিলেন। বিশ্বকাপের পরই বিয়ে সারলেন প্রোটিয়া তারকা।
জোহানেসবার্গ: তিনি সদ্যসমাপ্ত বিশ্বকাপের অন্যতম সেরা আবিষ্কার। দক্ষিণ আফ্রিকাকে সেমিফাইনালে তোলার নেপথ্যে অন্যতম বড় অবদান রেখেছিলেন। ৮ ম্যাচে ২০ উইকেট নিয়ে তিনি সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকায় ওপরের দিকেই ছিলেন। বিশ্বকাপের পরই বিয়ে সারলেন প্রোটিয়া তারকা।
তিনি, জেরাল্ড কোয়েৎজ়ে (Gerald Coetzee)। প্রোটিয়া পেসারকে পেতে এবারের আইপিএলে রেষারেষি হতে পারে দশ দলের। আর অশ্বিন তো বলেই দিয়েছেন যে, মুম্বই ইন্ডিয়ান্সের উচিত দক্ষিণ আফ্রিকার তরুণকে দলে নেওয়া।
বিশ্বকাপ শেষ হতেই দীর্ঘদিনের বান্ধবীকে বিয়ে করলেন কোয়েৎজ়ে। সোশ্যাল মিডিয়ায় তিনি নিজেই ছবি পোস্ট করে সেই সুখবর দিয়েছেন গোটা বিশ্বকে। তবে তাঁর স্ত্রীর নাম বা পরিচয় কিছুই জানাননি কোয়েৎজ়ে। আগেও বহুবার বান্ধবীর সঙ্গে নিজের ছবি পোস্ট করেছেন দক্ষিণ আফ্রিকার ২৩ বছরের তরুণ। যাঁর প্রতিভা দেখে মুগ্ধ ওয়াসিম আক্রমের মতো কিংবদন্তিও। আক্রম তো সতর্ক করে দিয়েছেন কোয়েৎজ়েকে। বলেছেন, আর একজন আন্দ্রে নেল হয়ে যেও না। প্রাক্তন পেসার আন্দ্রে নেল আগ্রাসী হতে গিয়ে অনেক সময়ই লাইন-লেংথে ভুল করে ফেলতেন।
ভারতের আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরের জন্য টি-টোয়েন্টি ও টেস্ট দলে রয়েছেন কোয়েৎজ়ে। আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপেও তাঁর ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি দল: এইডেন মারক্রাম (অধিনায়ক), ওট্টনিয়েল বার্টমান, ম্যাথু ব্রিৎজকে, নান্দ্রে বার্গার, জেরাল্ড কোয়েৎজ়ে (প্রথম দুই ম্যাচের জন্য), ডোনোভান ফেরেইরা, রিজা হেনড্রিকস, মার্কো জানসেন (প্রথম দুই ম্যাচের জন্য), হেনরিখ ক্লাসেন, কেশব মহারাজ, ডেভিড মিলার, লুনগি এনগিডি (প্রথম দুই ম্যাচের জন্য), অ্যান্ডাইল ফেলুকায়ো, তাবারেজ শামসি, ট্রিস্টান স্টাবস ও লিজাড উইলিয়ামস।
ওয়ান ডে দল: এইডেন মারক্রাম (অধিনায়ক), ওট্টনিয়েল বার্টমান, নান্দ্রে বার্গার, টোনি দে জোর্জি, রিজা হেনড্রিকস, হেনরিখ ক্লাসেন, কেশব মহারাজ, মিহলালি মঙ্গাওনা, ডেভিড মিলার, উইয়ান মাল্ডার, অ্যান্ডাইল ফেলুকায়ো, তাবারেজ শামসি, রাসি ফান ডার ডাসেন, কাইল ভেরেইন ও লিজাড উইলিয়ামস।
টেস্ট দল: তেম্বা বাভুমা (অধিনায়ক), ডেভিড বেডিংহাম, নান্দ্রে বার্গার, জেরাল্ড কোয়েৎজ়ে, টোনি দে জোর্জি, ডিন এলগার, মার্কো জানসেন, কেশব মহারাজ, এইডেন মারক্রাম, উইয়ান মাল্ডার, লুনগি এনগিডি, কিগান পিটারসেন, কাগিসো রাবাডা, ট্রিস্টান স্টাবস ও কাইল ভেরেইন।
আরও পড়ুন: যতদিন না হাঁটাচলা বন্ধ হচ্ছে, আইপিএল খেলে যাব, ঘোষণা ম্যাক্সওয়েলের
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।