Top Uncapped Indian Buys : বড় দর শিবম মাভি, ভিভরান্ত শর্মার, নিলামে নজর কাড়লেন কোন 'আনক্যাপড' ভারতীয়রা
Unsold Players : অবিক্রিত থাকলেন অভিমন্যু ঈশ্বরণ, প্রিয়ম গর্গ, মুরুগান অশ্বিন, শ্রেয়স গোপাল, কেএম আসিফ, চিন্তল গাঁধী, মুস্তাবা ইউসুফ, লান্স মরিসের মতো ক্রিকেটাররা।
কোচি : শিবম মাভি, মুকেশ কুমার, ভিভরান্ত শর্মা, কেএস ভরত, এস জগদীশন, বৈভব অরোরা। ইতিহাস তৈরি করা আইপিএল নিলামে বড় দর পেলেন একাধিক আনক্যাপড ভারতীয়ও। ভারতীয় ক্রিকেটের একাধিক তরুণ তুর্কি অবিক্রিত থাকলেও দল পেলেন অনেকেই। কয়েকজন পেলেন বড় দরও।
যেমন শিবম মাভিকে দলে নিতে ৬ কোটি টাকা খরচ করেছে আইপিএল চ্যাম্পিয়ন্স গুজরাত টাইটান্স। কেকেআরের তাদের প্রাক্তন অলরাউন্ডারকে পেতে ঝাঁপালেও কার্যত স্ট্রেট ব্যাটে খেলে কলকাতা, চেন্নাই ও রাজস্থান ফ্র্যাঞ্চাইজিকে টেক্কা দিয়ে মাভিকে দলে নিল ২০২২ আইপিএলের চ্যাম্পিয়নরা। বাংলার পেসার মুকেশ কুমারকে দলে পেতেও চলেছে প্রবল দর কষাকষি। শেষপর্যন্ত পাঞ্জাব ক্যাপিটালসকে টেক্কা দিয়ে ৫.৫ কোটি টাকায় তাকে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস।
জম্মু ও কাশ্মীরের ভিভরান্ত শর্মাকে নিতে ২.৩ কোটি খরচ করেছে সানরাইজার্স হায়দরাবাদ। ২৩ বছরের অলরাউন্ডার তাঁর ফ্র্যাঞ্চাইজিতে পাবেন গত আইপিএলের আবিষ্কার উমরান মালিককে। এদিকে গুজরাত টাইটান্স কেএস ভরতকে নিতে খরচ করেছে ১.২ কোটি। এদিকে ঘরোয়া ক্রিকেটে দুরন্ত ছন্দে থাকা এন জগদীশনকে নিতে ৯০ লাখ ও বৈভব অরোরাকে নিতে ৬০ লাখ টাকা খরচ করেছে কলকাতা নাইট রাইডার্স।
এদিকে, অবিক্রিত থাকলেন অভিমন্যু ঈশ্বরণ, প্রিয়ম গর্গ, মুরুগান অশ্বিন, শ্রেয়স গোপাল, কেএম আসিফ, চিন্তল গাঁধী, মুস্তাবা ইউসুফ, লান্স মরিসের মতো ক্রিকেটাররা। ২০ লাখে হিমাংশু শর্মাকে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। নিশান্ত সিন্দুকে ৬০ লাখে নিল চেন্নাই সুপার কিংস।
প্রসঙ্গত, যেখানে ঘরোয়া ক্রিকেটে পুরনো বেশ কিছু ঘোড়াকে তার থেকেও কম দরে দলে নিয়েছে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি। যেমন জয়দেব উনাদকাতকে ৫০ লক্ষ টাকায় দলে নিয়েছে লখনউ সুপার জায়ান্টস, একই মূল্যে ইশান্ত শর্মাকে দলে পেয়ে গিয়েছে দিল্লি ক্যাপিটালস।
আরও পড়ুন- নিলামে ইতিহাসে তিন সর্বোচ্চ দর, বেন স্টোকসকে ১৬.২৫ কোটিতে নিল চেন্নাই সুপার কিংস
View this post on Instagram