এক্সপ্লোর
Advertisement
আইপিএলে ফের ম্যাচ ফিক্সিংয়ের কালো ছায়া, জেরা করা হতে পারে গুজরাত লায়ন্সের দুই ক্রিকেটারকে?
নয়াদিল্লি: দশম আইপিএলে ম্যাচ ফিক্সিংয়ের কালো ছায়া।গুজরাত লায়ন্সের ২ ক্রিকেটারকে জিজ্ঞাসাবাদের সম্ভাবনা।ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগের তদন্তে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে জানা গেছে। গুজরাতের সঙ্গে দিল্লি ডেয়ারডেভিলসের ম্যাচের পর ফিক্সিংয়ের অভিযোগ প্রকাশ্যে আসে।২ দিন আগে কানপুরের হোটেল থেকে ৩ বুকি গ্রেফতার হয়।বাজেয়াপ্ত হয় ৪১ লক্ষ টাকা।ওই হোটেলেই গুজরাত লায়ন্সের ক্রিকেটাররা ছিলেন। সূত্রের খবর, আইপিএলের ২ ক্রিকেটারের সঙ্গে বুকিদের যোগাযোগের চাঞ্চল্যকর দাবি ধৃতদের মধ্যে একজনের ।
অভিযুক্ত ২ ক্রিকেটার গুজরাত লায়ন্সের।
সূত্রের খবর, অভিযুক্তদের দাবি, গুজরাত ওই ম্যাচে ২০০ রান করলেও হারত। উল্লেখ্য, ওই ম্যাচে প্রথমে ব্যাট করে গুজরাত তোলে ১৯৫ রান। দুই বল বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় দিল্লি।
বিসিসিআই-এর পক্ষ থেকে বৃহস্পতিবার একটি প্রেস রিলিজের মাধ্যমে জানানো হয় যে, গ্রেফতার হওয়ার আগে তাদের অ্যান্টি করাপশন ইউনিট ওই তিন অভিযুক্তের কার্যকলাপ নজরে রাখছিল। অ্যান্টি করাপশন ইউনিটের তত্পরতাতেই উত্তরপ্রদেশ পুলিশ অভিযুক্তদের বেটিংয়ের চেষ্টা ভেস্তে দেয় উত্তরপ্রদেশ পুলিশ।
সূত্রের খবর, আমমেঢ়ের এক বুকি বান্টির সঙ্গে লাগাতর যোগাযোগ রাখছিল ধৃত তিনজন। ধৃত তিনজনের পরিচয় জানা গিয়েছে। একজনের নাম রমেশ নারায়ণ শাহ। তিনি ঠানের ব্যবসায়ী। অন্য দুই জন স্থানীয় বাসিন্দা রমেশ কুমার ও বিকাশ কুমার।
বান্টিকে ধরতে আজমেঢ়ে তল্লাশি শুরু করেছে পুলিশ।
কানপুরের সিনিয়র পুলিশ সুপার বলেছেন, গুজরাতের দুই ক্রিকেটারের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। শাহর সঙ্গে ওই দুই ক্রিকেটারের যোগাযোগ থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া হচ্ছে না।
উল্লেখ্য, ২০১৩-তে আইপিএলে বেটিং ও ম্যাচ ফিক্সিংয়ের ঘটনা ঘিরে তীব্র বিতর্ক দানা বাঁধে। কয়েকজন ক্রিকেটারের শাস্তি হয়। দুটি ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement