এক্সপ্লোর

IPL Highlights: কোয়ালিফায়ারে মুম্বই, রেকর্ডও গড়লেন রোহিতরা, আইপিএলের সেরা ৫ খবর এক নজরে

Indian Premier League: আইপিএলের সেরা পাঁচ খবর এক নজরে।

কলকাতা: আইপিএলের (IPL 2023) এলিমিনেটরে লখনউ সুপার জায়ান্টসকে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে নিজেদের জায়গা পাকা করে ফেলল টুর্নামেন্টের পাঁচ বারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স, গড়ল নতুন রেকর্ডও। এক নজরে আইপিএলের সেরা পাঁচ খবর।

কোয়ালিফায়ারে মুম্বই

পাঁচবারের আইপিএল চ্য়াম্পিয়ন। এবার আরও একবার ট্রফি জয়ের পথে আরো একধাপ এগিয়ে গেল মুম্বই ইন্ডিয়ান্স। লখনউ সুপারজায়ান্টসকে ৮১ রানে হারিয়ে দিয়ে এবার গুজরাতের সামনে রোহিত বাহিনী। ট্রফি জয়ের থেকে আর মাত্র ২ ধাপ দূরে মুম্বই শিবির। গুজরাতকে হারালে ফাইনালে চেন্নাইয়ের বিরুদ্ধে খেলতে নামবে পাঁচবারের আইপিএল জয় দল।

১৮৩ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে প্রেরক মাঁকড়কে ফিরিয়ে দেন আকাশ মাধওয়াল। মাত্র ৩ রানের মাথায় ফিরে যান তিনি। আকাশ মাধওয়ালের প্রথম শিকার হন তিনি। লখনউয়ের আরেক ওপেনার কাইল মায়ের্সও এদিন বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি। তিনি ১৮ রান করে ফেরেন। লখনউয়ের অধিনায়ক ক্রুণাল পাণ্ড্য ১১ বলে ৮ রান করে ফেরেন। মার্কাস স্টোইনিস ২৭ বলে ৪০ রানের ইনিংস খেলেন। ৫টি বাউন্ডারি ও ১টি ছক্কা হাঁকান তিনি। ১৩ বলে ১৫ রান করেন দীপক হুডা। এছাড়া আর কোনও ব্যাটারই দু অঙ্কের স্কোর করতে পারেননি। মুম্বইয়ের হয়ে আকাশ মাধওয়াল ৩.৩ ওভার বল করে মাত্র ৫ রান খরচ করে ৫ উইকেট তুলে নেন। এই আইপিএলই আকাশের প্রথম আইপিএল ছিল। আর তাতেই বাজিমাত করলেন। আনক্যাপড ইন্ডিয়ান বোলার হিসেবে পাঁচ উইকেট নিলেন এক ম্য়াচেই। ১৬.৩ ওভারে ১০১ রানে অল আউট হয়ে গেল লখনউ সুপারজায়ান্টস। ১টি করে উইকেট পান ক্রিস জর্ডন ও পীযূষ চাওলা। এদিন লখনউয়ের ইনিংসে তিনটি রান আউট হয়।

পল্টনদের রেকর্ড

টুর্নামেন্টের রেকর্ড চ্যাম্পিয়নরা লখনউয়ের বিরুদ্ধে কোয়ালিফায়ার ম্যাচে আরও একটি রেকর্ড নিজেদের নামে করে ফেলল। এদিন মুম্বইয়ের হয়ে কোনও ব্যাটারই অর্ধশতরানের গণ্ডি পার করতে পারেননি। ক্যামেরন গ্রিন সর্বাধির ৪১ রানের ইনিংস খেলেন। কোনও দল একটিও খেলোয়াড়ের অর্ধশতরান ছাড়া এর আগে আইপিএলের প্লে-অফে এত রান তুলতে পারেনি। এই পরিসংখ্যান প্রমাণ করে দেয় ব্যাট হাতে এদিন মুম্বই দলগত কৃতিত্বে লখনউয়ের বিরুদ্ধে ম্যাচ জেতার মতো রান বোর্ডে তুলতে সক্ষম হয়। 

আইপিএলে ঋত্বিক রোশন

আইপিএলের মতো টুর্নামেন্টের দিকে বিশ্বের সকল ক্রিকেটপ্রেমীরই নজর থাকে। তাই খেলোয়াড় থেকে ব্রডকাস্টার, সকলের উপরেই নিজেদের সেরাটা দেওয়ার চাপ থাকেই। আর টুর্নামেন্ট যখন 'বিজনেস এন্ড' অর্থাৎ প্লে-অফ পর্বে পৌঁছে যায়, তখন চাপটা আরও খানিকটা বৃদ্ধিই পায়। এই চাপের দরুণই সম্ভবত এক মস্ত বড় ভুল করে বসলেন হর্ষ ভোগলে। তিনি মুম্বইয়ের ক্রিকেটার হৃত্বিক শোকিনকে ভুল করে বলিউড তারকা ঋত্বিক রোশন (Hrithik Roshan) বলে বসেন। মুম্বইয়ের ব্যাটিং ইনিংসের সময় শোকিন ব্যাট করতে নামলেই তাঁকেই রোশনের বলে সম্বোধন করেন হর্ষ। 

নবীনকে খোঁচা

গোটা আইপিএল টুর্নামেন্ট জুড়েই নবীন-উল-হক বারংবার শিরোনাম কেড়ে নিয়েছেন। বিরাট কোহলির সঙ্গে তাঁর বাদানুবাদ এবং তারপরে কোহলি তথা আরসিবির ব্যর্থতায় তাঁর সোশ্যাল মিডিয়ায় নানা ইঙ্গিতপূর্ণ পোস্ট কারুরই নজর এড়ায়নি। তিনি একদা বিরাট কোহলির ব্যর্থতার পর সোশ্যাল মিডিয়ায় সেই ম্যাচ চালিয়ে আম খেতে খেতে গোটা বিষয়টা উপভোগ করার একটি ছবি শেয়ার করেছিলেন। এবার এলিমিনেটরে লখনউকে পরাজিত করার পর বিষ্ণু বিনোদ, সন্দীপ ওয়ারিয়রের মতো মুম্বই দলের তারকারা নবীনকে খোঁচা দিয়েই একটি পোস্ট করেন। সেখানে তাঁরা আমের সঙ্গে একটি ছবি পোস্ট করে লেখেন, 'মিষ্টি আমের মরসুম।' নবীনের নাম উল্লেখ না করলেও, তাঁদের ঈশারা যে আফগান তারকার দিকেই ছিল, তা বুঝতে কারুরই খুব একটা সমস্যা হওয়ার কথা নয়।

লন্ডন রওনা বিরাটের

আইপিএল (IPL 2023) চলছে। ট্রফির জন্য চূড়ান্ত যুদ্ধ শুরু হয়েছে চার দলের। কিন্তু বিরাট কোহলির আইপিএল শেষ। তাঁর দল রয়্য়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর প্লে অফের যোগ্যতা অর্জন করতে ব্যর্থ। তবে বিরাট কোহলি বেরিয়ে পড়লেন নতুন মিশনে। লন্ডনের উদ্দেশে পাড়ি দিলেন কিংগ কোহলি। সঙ্গে স্ত্রী অনুষ্কা। বুধবার মুম্বই বিমানবন্দরে দেখা গিয়েছে বিরুষ্কা জুটিকে। অনুষ্কা পরেছিলেন সাদা টি শার্ট। তার ওপর ব্লেজার। সঙ্গে ডেনিম, স্নিকার্স ও ডার্ক সানগ্লাসেস। বিরাটের পরনে ছিল কালো রংয়ের সোয়েট শার্ট। সঙ্গে রং মিলিয়ে ট্রাউজার্স ও স্নিকার্স।

ইংল্যান্ডে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলবে ভারত। প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। ৭-১১ জুন ওভালে আয়োজিত হবে ফাইনাল। তার জন্যই লন্ডনের উদ্দেশে পাড়ি দিলেন বিরাটরা। ২২ মে বেঙ্গালুরু থেকে মুম্বই ফিরেছেন কোহলি ও অনুষ্কা। গুজরাত টাইটান্সের কাছে আইপিএলের গ্রুপ পর্বের শেষ ম্যাচে সেঞ্চুরি করেন বিরাট। তবে হেরে যায় আরসিবি। প্লে অফের দৌড় থেকে ছিটকে যায়।

আরও পড়ুন: জিমেলে স্টোরেজে সমস্যা? মেল ঢুকছে না? চটজলদি কী করবেন?

আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

India vs Bangladesh Live: পর পর উইকেট খুইয়ে শেষ দিনে চাপে বাংলাদেশ, জয় পাবে ভারত?
পর পর উইকেট খুইয়ে শেষ দিনে চাপে বাংলাদেশ, জয় পাবে ভারত?
Actor Govinda Injured: কলকাতায় আসছিলেন, তার আগেই গুলিবিদ্ধ অভিনেতা গোবিন্দ, প্রচুর রক্তপাত
কলকাতায় আসছিলেন, তার আগেই গুলিবিদ্ধ অভিনেতা গোবিন্দ, প্রচুর রক্তপাত
Rajanya Haldar : দলের বড় কোপ রাজন্যার উপর, সরানো হল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের TMCP-র কমিটি থেকেও
দলের বড় কোপ রাজন্যার উপর, সরানো হল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের TMCP-র কমিটি থেকেও
Mithun Chakraborty: সিনেমা জগতে অসামান্য অবদান, দাদাসাহেব ফালকে সম্মান পাচ্ছেন মিঠুন চক্রবর্তী
সিনেমা জগতে অসামান্য অবদান, দাদাসাহেব ফালকে সম্মান পাচ্ছেন মিঠুন চক্রবর্তী
Advertisement
ABP Premium

ভিডিও

RG Kar:আজকে নিরাপত্তার অভাবের কারণেই RG কর, সাগর দত্ত, রামপুরহাটে এই ঘটনাগুলি ঘটেছে:জুনিয়র চিকিৎসকRG Kar News: 'যাদের বিরুদ্ধে অভিযোগ, তারাই তো এখনও স্বপদে বহাল!'  অভিযোগ উঠল সুপ্রিম কোর্টেRG Kar Doctors Protest: বিচারের দাবিতে রাত দখল, ভোর দখলের পর মহালয়া মহামিছিল | ABP AnandaRG Kar News: অবিলম্বে সাসপেন্ড বা ছুটিতে পাঠানোর দাবি উঠল আর জি কর মামলায় সুপ্রিম কোর্টের শুনানিতে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India vs Bangladesh Live: পর পর উইকেট খুইয়ে শেষ দিনে চাপে বাংলাদেশ, জয় পাবে ভারত?
পর পর উইকেট খুইয়ে শেষ দিনে চাপে বাংলাদেশ, জয় পাবে ভারত?
Actor Govinda Injured: কলকাতায় আসছিলেন, তার আগেই গুলিবিদ্ধ অভিনেতা গোবিন্দ, প্রচুর রক্তপাত
কলকাতায় আসছিলেন, তার আগেই গুলিবিদ্ধ অভিনেতা গোবিন্দ, প্রচুর রক্তপাত
Rajanya Haldar : দলের বড় কোপ রাজন্যার উপর, সরানো হল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের TMCP-র কমিটি থেকেও
দলের বড় কোপ রাজন্যার উপর, সরানো হল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের TMCP-র কমিটি থেকেও
Mithun Chakraborty: সিনেমা জগতে অসামান্য অবদান, দাদাসাহেব ফালকে সম্মান পাচ্ছেন মিঠুন চক্রবর্তী
সিনেমা জগতে অসামান্য অবদান, দাদাসাহেব ফালকে সম্মান পাচ্ছেন মিঠুন চক্রবর্তী
RG Kar Case : কাল চিকিৎসক-মিছিলে অনুমতি কোর্টের, 'বলতে পারবেন পুজোয় কতজন আসবেন', রাজ্যকে পাল্টা প্রশ্ন আদালতের
কাল চিকিৎসক-মিছিলে অনুমতি কোর্টের, 'বলতে পারবেন পুজোয় কতজন আসবেন', রাজ্যকে পাল্টা প্রশ্ন আদালতের
Mahalaya Weather : মহালয়ার ভোরে তুমুল বৃষ্টি নাকি নীল আকাশে ভাসবে মেঘের ভেলা, আবহাওয়া বদলের বড় সঙ্কেত
মহালয়ার ভোরে তুমুল বৃষ্টি নাকি নীল আকাশে ভাসবে মেঘের ভেলা, আবহাওয়া বদলের বড় সঙ্কেত
Sandip Ghosh Court Production : হবে সন্দীপ ঘোষের নার্কো অ্যানালিসিস ?
হবে সন্দীপ ঘোষের নার্কো অ্যানালিসিস ?
National Medical College : এবার 'মত্ত' রোগীর আত্মীয়দের হুজ্জুতি ন্যাশনাল মেডিক্যালে, অশ্রাব্য গালিগালাজ, 'দেখে নেব' হুমকি
এবার 'মত্ত' রোগীর আত্মীয়দের হুজ্জুতি ন্যাশনাল মেডিক্যালে, অশ্রাব্য গালিগালাজ, 'দেখে নেব' হুমকি
Embed widget