Ahmedabad IPL Team Name: নাম ঘোষণা হল হার্দিকের নেতৃত্বাধীন আইপিএলের আমেদাবাদ ফ্র্যাঞ্চাইজির
Ahmedabad IPL Team Name:নাম ঘোষণার পর সোশ্যাল মিডিয়ায় সক্রিয় দেখা গিয়েছে গুজরাত টাইটান্সকে। দলের পক্ষে প্রথম ট্যুইটে লেখা হয়েছে, শুভারম্ভ।
Gujarat Titans: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এর নয়া ফ্র্যাঞ্চাইজি আমেদাবাদ (Ahmedabad Franchise) তাদের দলের নাম ঘোষণা করল। আইপিএলের নতুন এই দলের নাম রাখা হয়েছে গুজরাত টাইটান্স(Gujarat Titans) । এই দলের মালিকানা রয়েছে সিভিসি ক্যাপিটালের হাতে। ৫,৬২৪ কোটি টাকায় আমেদাবাদের ফ্র্যাঞ্চাইজির রাশ নিজেদের হাতে পেয়েছিল সিভিসি ক্যাপিটাল।
আমেদাবাদ ফ্র্যাঞ্চাইজি আইপিএল ২০২২-এর মেগা অকশনের আগেই হার্দিক পান্ড্য, রশিদ খান ও শুভমন গিলের মতো তারকা ক্রিকেটারদের নিজেদের শিবিরে সামিল করে নিয়েছে। আমেদাবাদ ফ্র্যাঞ্চাইজি হার্দিক পান্ড্য ও রশিদ খানকে ১৫ কোটি টাকা দামে দলে নিয়েছে। অন্যদিকে, শুভমনকে দলে নিতে খরচ হয়েছে ৮ কোটি টাকা। দলের অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে টিম ইন্ডিয়ার অলরাউন্ডার হার্দিক পান্ড্যকে।
এছাড়াও দলের প্রধান কোচ ও মেন্টরের নামও আগেই ঘোষণা করা হয়েছে। টিম ইন্ডিয়ার প্রাক্তন পেসার আশিস নেহরা হয়েছেন দলের হেড কোচ। অন্যদিকে, বিশ্বকাপজয়ী ভারতীয় দলের প্রাক্তন কোচ গ্যারি কার্স্টেনকে মেন্টর নিযুক্ত করা হয়েছে।
নাম ঘোষণার পর সোশ্যাল মিডিয়ায় সক্রিয় দেখা গিয়েছে গুজরাত টাইটান্সকে। দলের পক্ষে প্রথম ট্যুইটে লেখা হয়েছে, শুভারম্ভ।
এর আগেও গুজরাতের একটি দল আইপিএলে অংশ নিয়েছিল। আইপিএল ২০১৬ এবং ২০১৭-তে পুণে ও রাজকোটের ফ্র্যাঞ্চাইজি আইপিএলে অংশ নিয়েছিল। চেন্নাই সুপারকিংস ও রাজলস্থান রয়্যালস সাসপেন্ড হওয়ায় এই দুটি দল আইপিএলে সামিল হয়েছিল। রাজকোট তাদের ফ্র্যাঞ্চাইজির নাম রেখেছিল গুজরাত লায়ন্স। দলে সুরেশ রায়না, রবীন্দ্র জাডেজার মতো খেলোয়াড়রা ছিলেন।
গুজরাত টাইটান্স ছাড়াও এবারের আইপিএলে আরও একটি নতুন দল দেখা যাবে। ওই দল হল সঞ্জীব গোয়েঙ্কার আরপিএসজি-র মালিকানাধীন লখনউ সুপার জায়েন্টস। গত বছর নিলামে ৭০৯০ কোটি টাকায় ওই ফ্র্যাঞ্চাইজি হাতে পেয়েছিল আরপিএসজি। এই ফ্র্যাঞ্চাইজির নাম লখনউ সুপার জায়েন্টস। ওই দলের অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে কেএল রাহুলকে। মেগা অকশনের আগেই এই দলে সামিল করা হয়েছে মার্কাস স্টোয়নিস ও রবি বিষ্ণোইকে।