এক্সপ্লোর
Advertisement
IPL Play Off: আজ রাজস্থানের বিরুদ্ধে পাঞ্জাব জিতলে সুবিধা কেকেআরের, নাইটদের প্লে অফে যাওয়া সম্ভব?
IPL 2023: সব দল অন্তত ১৩টি ম্যাচ খেলে ফেলেছে। এখনও নির্ধারিত হয়নি কারা প্লে অফের (IPL Play Off) বাকি তিনটি জায়গা পাবে।
কলকাতা: সব দল অন্তত ১৩টি ম্যাচ খেলে ফেলেছে। এখনও নির্ধারিত হয়নি কারা প্লে অফের (IPL Play Off) বাকি তিনটি জায়গা পাবে। ১৩ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে সাত নম্বরে রয়েছেন নাইটরা (KKR)। কোন অঙ্কে প্লে অফে যেতে পারে কেকেআর?
- দশ দলের আইপিএলে একমাত্র দল হিসাবে প্লে অফ নিশ্চিত করে ফেলেছে গুজরাত টাইটান্স। ১৩ ম্যাচে ১৮ পয়েন্ট হার্দিক পাণ্ড্যদের। বাকি কোনও দলই ১৮ পয়েন্টে পৌঁছতে পারবে না। তাই গুজরাত টাইটান্সের পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে যাওয়া নিশ্চিত। শেষ ম্যাচে হারলেও।
- ১৩ ম্যাচে ১৫ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে চেন্নাই সুপার কিংস। অর্থাৎ, কেকেআরের ধরাছোঁয়ার বাইরে সিএসকে। মহেন্দ্র সিংহ ধোনিদের শেষ ম্যাচ দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। সেই ম্যাচের ফলাফলের ওপর কেকেআরের ভাগ্য নির্ভরশীল নয়।
- ১৩ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে লখনউ সুপার জায়ান্টস তিন নম্বরে। পয়েন্টের বিচারে তাদেরও ধরা সম্ভব নয় কেকেআরের। তবে শেষ ম্যাচে কেকেআরকে হারাতেই হবে ক্রুণাল পাণ্ড্যদের। সেটাও বিরাট ব্যবধানে। তাতে লখনউকে পেরনো যাবে না। তবে প্লে অফের দৌড়ে থাকা যাবে।
- চতুর্থ দল হিসাবে প্লে অফে জায়গা করে নিতে কেকেআরের লড়াই চার দলের সঙ্গে। মুম্বই ইন্ডিয়ান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, রাজস্থান রয়্যালস ও পাঞ্জাব কিংস।
- আরসিবির ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট। নেট রান রেট + ০.১৮০। বিরাট কোহলিদের ম্যাচ বাকি গুজরাতের বিরুদ্ধে। সেই ম্যাচে আরসিবি বিশাল ব্যবধানে হারলে কেকেআরের সুবিধা। সেক্ষেত্রে শেষ ম্যাচ জিততেই হবে কেকেআরকে। বিরাট ব্যবধানে জিতলে নেট রান রেটেও এগিয়ে যেতে পারবে কেকেআর।
- ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট মুম্বই ইন্ডিয়ান্সের। রোহিত শর্মাদের শেষ ম্যাচ সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে। রবিবার। সেই ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে হারতেই হবে। এবং সেটাও বড় ব্যবধানে। তাহলে শেষ ম্যাচ বড় ব্যবধানে জিতলে পয়েন্ট সমান হলেও নেট রান রেটে এগিয়ে যাবে কেকেআর।
- ১৩ ম্যাচে ১২ পয়েন্ট রাজস্থান রয়্যালসের। সঞ্জু স্যামসনদের রান রেট +০.১৪০। শেষ ম্যাচে আজ, শুক্রবার পাঞ্জাব কিংসের কাছে হারতে হবে রাজস্থানকে। তবে পাঞ্জাবের খুব বেশি বড় ব্যবধানে জেতা চলবে না। সেক্ষেত্রে রান রেটে এগিয়ে যাবেন শিখর ধবনরা। আজকের ম্যাচের ওপর কেকেআরের ভাগ্য অনেকটাই নির্ভরশীল।
- ১৩ ম্যাচে ১২ পয়েন্ট পাঞ্জাব কিংসের। শিখর ধবনদের ম্যাচ বাকি রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। এই ম্যাচে অল্প ব্যবধানে হারাতে হবে রাজস্থানকে।
- সানরাইজার্স হায়দরাবাদ ও দিল্লি ক্যাপিটালস প্লে অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে। তবে কেকেআরের প্লে অফ ভাগ্য নির্ধারণে দুই দলের ভূমিকাই গুরুত্বপূর্ণ। হায়দরাবাদকে মুম্বইয়ের বিরুদ্ধে জিততেই হবে।
- সর্বোপরি, ২০ মে ইডেনে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে বিরাট বড় ব্যবধানে জিততে হবে কেকেআরকে। তবে নাইটরা শেষ করবেন ১৪ পয়েন্টে। কেকেআরের নেট রান রেট -০.২৫৬ ও সেক্ষেত্রে ভাল জায়গায় আসবে।
আরও পড়ুন: প্রচণ্ড গরম থেকে শরীরকে বাঁচাতে পাতে রাখুন এই খাবারগুলি
আরও পড়ুন: কোহলিদের বিরাট জয়ে কোণঠাসা কেকেআর, প্লে অফে যেতে হলে চাই অলৌকিক ফল
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement