IPL 2024: ''আমাদের জন্য খুবই খুশির খবর..'' আইপিএল শুরুর আগে কেন এমন বললেন রাজীব শুক্ল?
Rajiv Shukla On Pant: মঙ্গলবার বিসিসিআইয়ের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে যে আইপিএলে খেলার জন্য পুরোপুরি ম্য়াচফিট পন্থ। যেই খবর শুনে খুশির আবহ ভারতীয় ক্রিকেটের অন্দরমহলেও।
মুম্বই: জীবন নিয়ে টানাটানি চলছিল তাঁর। ২০২২ সালের বর্ষশেষের রাতে গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন ঋষভ পন্থ (Rishabh Pant)। এরপর থেকে প্রায় দেড় বছরের বেশি সময় অতিক্রান্ত। এখনও পর্যন্ত ২২ গজে ফেরেননি তিনি। তবে সব কিছু ঠিক থাকলে আগামী ২২ মার্চ থেকে শুরু হতে চলা আইপিএলের মধ্যে দিয়েই হয়ত ফের ক্রিকেটে প্রত্যাবর্তন করতে চলেছেন তরুণ উইকেট কিপার ব্যাটার। দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) অধিনায়কও তিনি। মঙ্গলবার বিসিসিআইয়ের (BCCI) পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে যে আইপিএলে খেলার জন্য পুরোপুরি ম্য়াচফিট পন্থ। যেই খবর শুনে খুশির আবহ ভারতীয় ক্রিকেটের অন্দরমহলেও।
বিসিসিআইয়ের সহ সভাপতি রাজীব শুক্ল জানিয়েছেন, ''ঋষভ পন্থকে পুরোপুরি ম্য়াচফিট ঘোষণা করা হয়েছে। ব্যাটিংয়ের জন্য ও উইকেট কিপার হিসেবেও মাঠে নামতে পারবেন পন্থ। বিসিসিআইয়ের তরফে যতটা সম্ভব চেষ্টা করা হয়েছে পন্থকে সুস্থ করে তোলার জন্য। অবশেষে ও মাঠে ফিরতে চলেছে। এটাই আমাদের জন্য খুবই খুশির খবর। পন্থ দুর্দান্ত একজন ক্রিকেটার। ওর মাঠে ফিরে আসা খুব জরুরি। টি-টোয়েন্টি বিশ্বকাপও সামনে আছে। কিন্তু এই মূহূর্তে এটুকুই বলা যেতে পার যে আইপিএলে পন্থ খেলতে পারবে, এটাই সবচেয়ে বড় খবর।''
আইপিএলের প্রথম ম্য়াচে আগে অবশ্য মহেন্দ্র সিংহ ধোনির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠল। কে হবেন চেন্নাই সুপার কিংসের পরবর্তী অধিনায়ক? এমন প্রশ্নের সম্মুখিন হয়েছিলেন চেন্নাই সুপার কিংসের সিইও। সিএসকে অধিনায়কের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছে। এই বিষয়ে চেন্নাইয়ের সিইও কে বিশ্বনাথন জানিয়েছেন, ''আমাদের শ্রীনিবাসন এটা খুব স্পষ্ট করে দিয়েছেন যে, অধিনায়ক ও সহ-অধিনায়ক নিয়োগ নিয়ে কোনও কথা হবে না। সিদ্ধান্ত নেওয়ার জন্য এটা কোচ এবং অধিনায়কের ওপর ছেড়ে দেওয়া হয়েছে। তিনি বলেছেন যে, অধিনায়ক এবং কোচ মিলে সিদ্ধান্ত নেবেন এবং আমাদেরকে জানাবেন। এরপরই আমরা সবাইকে এই বিষয়ে জানিয়ে দেব।''
উল্লেখ্য, ২০২২ সালে চেন্নাই সুপার কিংসের নেতৃত্বভার তুলে দেওয়া হয়েছিল রবীন্দ্র জাডেজার হাতে। কিন্তু তিনি সাফল্য পাননি। ২ টো ম্য়াচে নেতৃত্ব দেওয়ার পর নিজেই নেতৃত্ব থেকে সরে আসতে চেয়েছিলেন ভারতীয় দলের তারকা অলরাউন্ডার। ফের ধোনিকেই অধিনায়ক নির্বাচিত করা হয়। কিন্তু এমএসডির বয়স ৪২ পেরিয়েছে। এই পরিস্থিতিতে পরবর্তী অধিনায়ক কে হন, সেটাই দেখার।