IPL Exclusive: ইতিহাসে নাম তুলেছেন, দর্শকঠাসা ইডেনে স্বপ্নপূরণ করতে চান দোরজি
IPL Exclusive: তাঁকে শেষ পর্যন্ত কোনও দল না কিনলেও, হতোদ্যম হচ্ছেন না মিকিয়ো দোরজি। বরং আইপিএলের কথা শুনলেই তাঁর চোখ চকচক করে ওঠে। বিশ্বের সেরা টি-টোয়েন্টি লিগে তিনি খেলছেন, স্বপ্ন দেখেন।
কলকাতা: ইতিহাসে নাম তুলে ফেলেছেন তিনি। ভুটানের (Bhutan) প্রথম ক্রিকেটার হিসাবে আইপিএলের (IPL) নিলামে উঠেছিলেন।
তাঁকে শেষ পর্যন্ত কোনও দল না কিনলেও, হতোদ্যম হচ্ছেন না মিকিয়ো দোরজি (Mikyo Dorji)। বরং আইপিএলের কথা শুনলেই তাঁর চোখ চকচক করে ওঠে। বিশ্বের সেরা টি-টোয়েন্টি লিগে তিনি খেলছেন, স্বপ্ন দেখেন। ভুটানের ক্রিকেটারের সেই স্বপ্ন আরও ডালপালা মেলেছে ইডেন দর্শনের পর।
দিনকয়েক আগে ইডেনে (Eden Gardens) রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম রাজস্থান রয়্যালস ম্যাচ দেখতে ভুটান থেকে কলকাতায় উড়ে এসেছিলেন দোরজি। বসেছিলেন সি ব্লকে, রাজস্থান রয়্যালসের বক্সে। ভরা ইডেনের রূপ দেখে তিনি মুগ্ধ। ম্যাচের দিন মাঠে দাঁড়িয়ে, এমনকী দেশে ফিরে মোবাইল ফোনে কথা বলার সময়েও দোরজির ইডেন-মুগ্ধতা কাটেনি। এবিপি লাইভকে বললেন, 'ইডেনের কথা অনেক শুনেছি। টিভিতে ইডেনের ম্যাচও দেখেছি। তবে একেবারে ইডেনে বসে ম্যাচ দেখলাম এই প্রথম। অবিশ্বাস্য অভিজ্ঞতা। মানুষের উন্মাদনা দেখে আমি অবাক। সবচেয়ে আশ্চর্যজনক লেগেছে কারণ, কলকাতার দল কলকাতা নাইট রাইডার্স খেলছে না। অথচ বাকি দলের জন্যও কী সমর্থন। ভরা ইডেনে আইপিএল খেলা আমার স্বপ্ন হয়ে উঠেছে।'
ডানহাতি মিডল অর্ডার ব্যাটার। ডান হাতে মিডিয়াম পেস বোলিংও করেন। ভুটানের হয়ে একটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন দোরজি। নেপালের বিরুদ্ধে সেই ম্যাচে ২৭ রান করেছিলেন। তবে দোরজির নজরে পড়া নেপালে এভারেস্ট প্রিমিয়ার লিগে খেলে। ধারাবাহিক পারফরম্যান্স করেন। তারপরই আইপিএলের নিলামে ওঠা।
দোরজি বলছেন, 'ভুটানে ক্রিকেট নিয়ে বেশ আগ্রহ রয়েছে। আমার বাড়ি রাজধানী থিম্পুতে। সেখানে অনেকেই ক্রিকেট খেলছে।' পরিকাঠামো কেমন? দোরজি বলছেন, 'ভুটানে মোট চারটি ক্রিকেট মাঠ রয়েছে। তার মধ্যে একটির সঙ্গে স্টেডিয়াম। সেটি থিম্পু থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে। সমস্যা অনেক রয়েছে। তবে কাটিয়ে ওঠার চেষ্টা করছি।'
প্রিয় ক্রিকেটার কে? দোরজি বলছেন, 'মহেন্দ্র সিংহ ধোনি।' যোগ করছেন, 'ধোনি স্যারের সঙ্গে দেখা করার, কথা বলার সুযোগ হয়েছে। আমার জাতীয় দলের জার্সিতে ধোনি স্যারের সাক্ষর নিয়েছিলাম। আমাকে পরামর্শও দিয়েছেন।' কী সেই মাহি-মন্ত্র? 'ধোনি স্যার বলেছেন, চাপমুক্ত হয়ে মাঠে নামো। খেলাটা উপভোগ করো। পরিশ্রম করো। পরিশ্রমের কোনও বিকল্প হয় না। সাফল্যের শর্টকাট হয় না। ফল নয়, প্রস্তুতি নিয়ে ভাবো। তাতেই সাফল্য পাবে,' বলছেন দোরজি।
আরও পড়ুন: আইপিএলে দারুণ কাজের স্বীকৃতি, কিউরেটর-মাঠকর্মীদের জন্য বিরাট পুরস্কার ঘোষণা বোর্ডের