(Source: ECI/ABP News/ABP Majha)
IPL Exclusive: কোয়ারেন্টিন শেষ, আবু ধাবিতে প্র্যাক্টিস শুরু হরভজনদের, পৌঁছে গেলেন কার্তিক
KKR EXCLUSIVE: কলকাতা নাইট রাইডার্স শিবিরে আইপিএলের বাদ্যি বেজে গেল। বাধ্যতামূলক কোয়ারেন্টিন পর্ব কাটিয়ে সংযুক্ত আরব আমিরশাহিতে প্র্যাক্টিসে নেমে পড়লেন হরভজন সিংহ, কুলদীপ যাদবরা।
কলকাতা: কলকাতা নাইট রাইডার্স (KKR) শিবিরে আইপিএলের (IPL) বাদ্যি বেজে গেল। বাধ্যতামূলক কোয়ারেন্টিন পর্ব কাটিয়ে সংযুক্ত আরব আমিরশাহিতে প্র্যাক্টিসে নেমে পড়লেন হরভজন সিংহ (Harbhajan Singh), কুলদীপ যাদবরা (Kuldeep Yadav)।
মরুদেশে শাহরুখ খান-জুহি চাওলার দলের সঙ্গে যোগ দিয়েছেন প্রাক্তন অধিনায়ক দীনেশ কার্তিকও। ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজে ধারাভাষ্যকারের ভূমিকায় দেখা গিয়েছিল ডিকে-কে। তবে আইপিএলের প্রস্তুতি সারতে ভারত-ইংল্যান্ড সিরিজের মাঝপথেই তিনি বিলেত থেকে সংযুক্ত আরব আমিরশাহিতে পৌঁছে গিয়েছেন। আপাতত কোয়ারেন্টিনে রয়েছেন তারকা উইকেটকিপার। বাধ্যতামূলক কোয়ারেন্টিন শেষ হলেই প্র্যাক্টিসে নেমে পড়বেন কার্তিক।
আবু ধাবিতে কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফেরা উঠেছেন রিৎজ কার্লটন হোটেলে। যে হোটেলকে পয়মন্ত মনে করেন স্বয়ং শাহরুখ। কারণ, ২০১২ সালে এই হোটেলে থেকেই আইপিএলের সংযুক্ত আরব আমিরশাহিতে আয়োজিত পর্ব খেলেছিল কেকেআর। সেবার শেষ পর্যন্ত টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল কেকেআর। প্রথমবারের জন্য। সেই থেকেই এই হোটেলকে পয়া বলে মনে করে কেকেআর ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ।
মরুদেশে কেকেআর শিবিরে খোঁজ নিয়ে জানা গেল, বাধ্যতামূলক কোয়ারেন্টিন পর্ব কাটিয়ে শুক্রবার সন্ধেবেলা প্রথম নেট সেশন সেরেছেন ক্রিকেটারেরা। হরভজন সিংহ, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তীরা প্র্যাক্টিস করেন। তবে সকলে এখনও দলের সঙ্গে যোগ দেননি। অল্প ক্রিকেটার থাকায় আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে প্র্যাক্টিস হয়নি। নেট সেশন হয় টলারেন্স ওভালে। জানা গেল, আবু ধাবির আবহাওয়া বেশ মনোরম। যা দেখে ক্রিকেটারদের পাশাপাশি ও টিম ম্যানেজমেন্টও কিছুটা অবাক। সচরাচর এই সময়ে দাবদাহ থাকে মরুদেশে। তবে শুক্রবার সন্ধ্যায় নাইটদের অনুশীলনের সময় তাপমাত্রা খুব বেশি ছিল না। তাই ক্রিকেটারদের ধকল কিছুটা হলেও কম হয়েছে।
শুভমন গিল এখনও সংযুক্ত আরব আমিরশাহিতে যাননি। তবে তিনি শীঘ্রই দলের সঙ্গে যোগ দেবেন। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ শেষ হলেই সুনীল নারাইন-আন্দ্রে রাসেলরা যোগ দেবেন। বাংলাদেশ থেকে সিরিজ খেলে যোগ দেবেন টিম সাউদি, লকি ফার্গুসনরা।
প্রথম ভারতীয় তিরন্দাজ হিসাবে প্যারিলিম্পিক্সে পদক হরবিন্দরের